Miles - Phiriye Dao (Official Audio)

preview_player
Показать описание
Song Title: Phiriye Dao
Tune: Manam Ahmed
Lyrics: Mahmud Khurshid
Vocal: Shafin Ahmed
Music: Miles
Recorded by: Miles
Released Year: 1993
Album: Prottasha

© Copyrighted by MILES. All Rights Reserved.

#Miles #Prottasha #PhiriyeDao

Phiriye Dao Lyrics:

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়
নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন
ফিরিয়ে দাও
আমার-ই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এভাবে চলে যেও না
আমার হৃদয় জুড়ে
শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন
ফিরিয়ে দাও
আমার-ই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এভাবে চলে যেও না
অকারণ অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিড়ে
দূরে সরে যেও না
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন
ফিরিয়ে দাও
আমার-ই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এভাবে চলে যেও না
নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন
ফিরিয়ে দাও
আমার-ই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এভাবে চলে যেও না
ফিরিয়ে দাও
আমার-ই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এভাবে চলে যেও না
ফিরিয়ে দাও
আমার-ই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এভাবে চলে যেও না

Miles:

ফিরিয়ে দাও | Firiye Dao | Phiriye Dao | Stream Now ↓
Рекомендации по теме
Комментарии
Автор

বাংলাদেশের সর্বাধিক বিক্রিত গানের এ্যালবাম 'প্রত্যাশা'....!

এগুলা বস্তু হইলে স্বর্ণ দিয়া বাধাই কইরা যাদুঘরে রাইখা দিতো! এগুলা প্রতিটা প্রজন্ম শুনবে! এসব মাস্টারপিস কম্পোজিশন একবারই হয়!

imugination
Автор

আমি খুব ভাগ্যবান, আমার কিশোর বয়সে এইসব কালজয়ী গানগুলো একের পর এক রিলিজ হতো আর মন্ত্রমুগ্ধের মতো শুনতাম এবং এখন শুনছি

KaziRajibMapper
Автор

শাফিন ভাই দুনিয়া ছেঢ়ে চলে গেলেন আজ ৬৩ বছর বয়সে, তিনি সবার মাঝে থেকে যাবেন তার গানের মাধ্যমে

gtaonline
Автор

৯০ দশকের ছেলেমেয়েরা জানে তাদের শৈশব কৈশোর কি ছিলো। তারা জানে তাদের জীবন থেকে কত মূল্যবান কিছু হারিয়ে গেছে। এখনকার আধুনিক যুগের ছেলেমেয়েরা সেই অনুভূতিগুলো কি কখনো জানবেও না বুঝবেও না।

dcmotoworld
Автор

মাইলস এর এক একটা গান হচ্ছে হীরের মত যত শুনি তত আলো বের হয়।
সেই ছোট বেলা থেকে শুনছি।
❤Miles❤️

NurulAmin-zl
Автор

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়..
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও আমার-ই প্রেম
তুমি ফিরিয়ে দাও..
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..

আমার হৃদয়জুড়ে শুধু তুমি ছিলে..
যত সুখ ছিল মনে কেন মুছে দিলে..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..

অকারণ অভিমানে
তুমি চলে যেও না..
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..

MehajabinTasnuvaMila
Автор

নব্বইয়ের দশকে যারা এই গানগুলো শুনতো তারাও লিজেন্ড ছিল

zamanmondal
Автор

ছোটো বেলা থেকে গান গুলো শুনে শুনে বড় হয়েছি আজও শুনছি।মনে হছে কিশোর জীবনএ ফিরে এসেছি।ভাবতেও পারিনি এই কালজয়ী গানগুলো মোবাইলে পাব, একটা সময় ছিল যখন ক্যাসেট কিনে গান শুনতে হত।❤️❤️সেই দিন গুলি আর ফিরে আসবে?? অনেক অনেক ধন্যবাদ শাফিন ভাইয়া এবং আপনার মাইলস্ টিম কে❤️🧡💛এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য ☺️☺️😊

shafiulazam
Автор

ওপারে ভালো থাকুন শাফিন আহমেদ স্যার... এমন মোহনীয় কণ্ঠের সুর আর শোনা যাবে না 😢....

shamitbiswas
Автор

এই গানটা আমি কাপ্তাই বাঁধের উপর হাঁটতে হাঁটতে শুনেছি। তাও আবার পূর্নিমার রাতের খোলা আকাশের নিচে শুয়ে বন্ধুরা সহ। সময়টা ১৯৯৮ সাল।

memberofmidnight
Автор

মাইলস হচ্ছে বাংলাদেশের স্মার্ট ব্যান্ড।

nushratloreen
Автор

এখন ২০২২ সাল চলছে অথচ এই গান তার সজীবতা ধরে রেখেছে ঠিক আগের মতই। নব্বই দশকে যখন গানটি বের হয় তখন শোনার সৌভাগ্য না হলেও আমি ভাগ্যবান এই যুগে হাজারো অবান্তর লিরিক্সের ভিড়ে এই গানটি শুনতে পারছি। বাংলাদেশের ব্যান্ড সংগীতে মাইলস আমার অন্যতম একটি পছন্দের ব্যান্ড। সমবেদনা জানাই তাদের যাদের এখনো এই কালজয়ী গানটি শোনা হয় নি৷

SafayetKhalilNakib
Автор

20 বছর ধরে শুনছি এই গান, কিন্তু কখনোই পুরনো মনে হয় না! যত শুনি ততই নতুন মনে হয়!

eliaslaki
Автор

আমরা কলকাতা তে এই গানগুলো শুনেই বড়ো হয়েছি ❤️❤️❤️

SoumyasubhraSinha
Автор

'অকারণ অভিমানে তুমি চলে যেওনা,
মায়াবী এই বাধন ছিড়ে দূরে সরে যেওনা'। That's define the childhood of 90s Bangladeshi kids. Just can't get back my childhood, can I? 😍😍😍

khrafiqueabdullah
Автор

মাইলস দেশের সবচেয়ে স্টাইলিস্ট ব্যান্ড ছিল আছে। প্রথম ব্যান্ড যারা দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড সংগীত প্রচার করেছে আর জনপ্রিয় করেছে।

imumojumder
Автор

Bangladesh lost a pop music legend.Still cant believe😢
Most versatile brothers ever been borned in Bangladesh 🇧🇩

utpalabarua
Автор

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, , কেনো তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? 😢

skkayes
Автор

পাগলের মত এই গান খুজেছি, প্রায় ২০ বছর। ধন্যবাদ যিনি আপলোড করছেন।তখনও বাংলা গানের রাজত চলত হিন্দি গানের বিপক্ষে। আজ অনেক বাংলা গানের লিজেন্ড চলে গেছে অন্য ভুবনে।

aksaandserajkobitaandsonga
Автор

অসংখ্য ধন্যবাদ মাইলস ব্যান্ড কে, সবগুলো গান আপলোড করার জন্য। নষ্টালজিক হতে যে কেউ এখানে এসে ঘুরে যেতে পারেন।

aitapu