Miles - Chaad Tara (Official Audio)

preview_player
Показать описание
Song Title: Chaad Tara
Tune: Manam Ahmed
Lyrics: Kazi Faruque Babul
Vocal: Shafin Ahmed
Music: Miles
Recorded by: Miles
Released Year: 1991
Album: Protisruti

© Copyrighted by MILES. All Rights Reserved.

#Miles #Protisruti #ChaadTara

Chaad Tara Lyrics:

চাঁদ-তারা-সূর্য নও তুমি
নও পাহাড়ি ঝরনা
যদি বলি 'ফুল', তবুও হবে ভুল
তোমার তুলনা হয় না
চাঁদ-তারা-সূর্য নও তুমি
নও পাহাড়ি ঝরনা
যদি বলি 'ফুল', তবুও হবে ভুল
তোমার তুলনা হয় না
তুমি না এলে
এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও
স্বপ্নগুলো আমার ভেঙে যাবে, জানো না
তোমার কথা ভেবে আমি
গল্প, কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি
আহা, আ-আ-আ
তুমি না এলে
এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও
স্বপ্নগুলো আমার ভেঙে যাবে, জানো না
জীবন চলার পথে জানি
তুমিই প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি কোরো না একা
আহা, আ-আ-আ
তুমি না এলে
এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও
স্বপ্নগুলো আমার ভেঙে যাবে, জানো না
চাঁদ-তারা-সূর্য নও তুমি
নও পাহাড়ি ঝরনা
যদি বলি 'ফুল', তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না
চাঁদ-তারা-সূর্য নও তুমি
নও পাহাড়ি ঝরনা
যদি বলি 'ফুল', তবুও হবে ভুল
তোমার তুলনা হয় না
তুমি না এলে
এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও
স্বপ্নগুলো আমার ভেঙে যাবে, জানো না

Miles:
Рекомендации по теме
Комментарии
Автор

আমি তখন ক্লাস ওয়ান বা টু তে পড়ি, মামা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, বাসায় আসলে ক্যাসেটে এই গানটা বাজাতেন 😥 এখন উনি নাই কিন্তু স্মৃতি গুলা আছে, যেখানে আছেন ভালো থাকবেন

refaitsamin
Автор

Heartbroken . Loved Shafin . May Allah granty him Jannat . Amin

sharminjahan
Автор

এই প্রতিবন্ধী প্রজন্ম কখনো জানতেই পারবে না মিউজিক এর কি স্বর্ণযুগ চলে গেছে। পপ, রক, কি ছিলনা ওই প্রজন্মে!! আমাদের ভাগ্য সেই সময় আমরা উপভোগ করেছি।❤️❤️❤️❤️❤️আর আসবে না।😭😭😭

sanowarperveg
Автор

আজ বাংলাদেশ হারালো আরেকজন সোনালী যুগের ব্যান্ড লিজেন্ড কে। একে একে সবাই বিদায় নিচ্ছে....💔 শাফীন ভাই এর নাম বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রি তে সোনালী অক্ষরে লিখা থাকবে যুগ যুগ....

shamimalsafa
Автор

চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না

তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি,
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না

জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি করোনা একা

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না

wanderershideout
Автор

যদিও আমার জন্ম সাল ১৯৯৮ তবুও বলব এই সব গান গুলোর দিনগুলোই ছিল স্বর্নযুগ। এখনকার যুগের গায়কদের চিন্তাভাবনা থেকে অনেক এগিয়ে ছিলেন উনারা। vikings, warfaze, aurthohin, miles, hasan, AB ইত্যাদি প্রমুখ
সারাজীবন বেঁচে থাকবেন এভাবে।।❤

silentlife
Автор

This was a super hit in entire Bangladesh 🇧🇩 when this song/ album was released. It was in every young’s lip.

hassanmahmood
Автор

২০১০ সালের দিকে ইন্টার শেষ করে ঢাকা গেছিলাম ভার্সিটির কোচিং করার জন্য। শাওন, শিমুল, চয়ন, রাসেল সহ আমরা রাজারবাজারে থাকি আর ফার্মগেটে কোচিং করি৷ তখন ইন্টারনেট অত এভেইলেবল ছিল না। আর ডেটার খরচও অনেক বেশি এইজন্য মেমোরি কার্ডে পছন্দের গান ডাওনলোড করে রাখতাম। সারা দিন-রাত সেই গানগুলা ঘুরেফিরে বাজাই।
ছোটবেলা থেকেই ব্যান্ড মিউজিকের সাথে পরিচয় ছিল বইলা মোবাইলের আধা মেমোরিতে থাকতো হিন্দি আর বাকীটাতে নগরবাউল, আর্টসেল, এলআরবি, শিরোনামহীন, মাইলস ইত্যাদি। এদের মাঝে জেমস, তুহিন, শাফিন আহমেদ আর আইয়ুব বাচ্চু শুনে শুনে এদের পুরাপুরি ফ্যান হয়ে গেছি অলরেডি। এখনও মনে আছে, হাসিমুখ দিয়ে সকাল শুরু হতো আর সেই তুমি দিয়ে রাত শেষ হতো। অথবা ভালবেসে চলে যেও না, এক নদী যমুনা, নীলা, ফিরিয়ে দাও, গুরু, ইচ্ছে ঘুড়ি এইসব গান সারাদিন ঘুরেফিরে বাজতো।

একবার আর্মি স্টেডিয়ামে কন্সার্ট হবে খবর পেলাম। নগরবাউল, এলআরবি আর মাইলস গাইবে। তখন এমন অবস্থা যে কোথাও কন্সার্ট হবে বা সিনেপ্লেক্সে নয়া কোন ফিল্ম আসবে শুনলেই হইহই করে চলে গিয়েছি। কিভাবে যেন কন্সার্টের টিকিট পেয়ে গেলাম। এই পয়লা এত বড় আয়োজন। তাও কন্সার্টের একেবারে সামনে দিকে চলে গেলাম। একে একে জেমস, আইয়ুব বাচ্চু আর শাফিন আহমেদের গান শুনলাম। মনে আছে, তখন শীতকাল ছিল। সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডা নামে। কন্সার্টে যাবার উত্তেজনায় শীতের পোশাক না নিয়েই আর্মি স্টেডিয়ামে ঢুকেছি। ফলে সন্ধ্যা নামতেই শীতে কাপতে শুরু করি। এদিকে জেমসের গান শুরু হলে নাচতে নাচতে ঘামে শার্ট প্যান্ট ভেজাই৷ গান থামলেই ভেজা শার্ট আর ঠান্ডা মিলে আরও অধিক শীত লাগে। এমন এক বুনো অনুভূতি। গানের তালে তালে নাচি আর চিল্লাই। গলা ভেঙ্গে ব্যঙের মতো ঘোত ঘোত আওয়াজ বের হয় তবুও এত আনন্দ লাগতেছিল!

সেই রাতে কন্সার্ট থেকে ফিরে এসে লাইভে শোনা গানগুলা আরও ভাল করে শুনি। অডিও গানগুলাকে এইবার অধিক আপন মনে হয়। এক বছর পরে ঢাকা ছেড়ে সিলেটে নতুন পরিবেশে আসলাম। ক্যাম্পাসের সামনে টিলা, গহীন জঙ্গল, নতুন বন্ধুবান্ধব। সন্ধ্যায় নিরালা টিলায় গিয়ে বসি আর গলা ছেড়ে গাই, নীলা তুমি কি চাও না, হারাতে ওই নীলিমায়, যেখানে তোমার আমার প্রেম মিলেমিশে এক হয়।

একদিন আইয়ুব বাচ্চু হুট করে মরে গেল। কিযে খারাপ লাগলো। বাচ্চুর গানের সাথে তো শুধু কৈশোর না, শৈশবও জড়ায় ছিল। আরও বেশি কাদালে উড়াল দিব আকাশে, বলেই ভো দৌড় দিয়েছি দাড়িয়াবান্ধা খেলার সময়। সেই গানগুলা এখন আর শোনা হয় না অত। তবে নীলা এখনও শুনি। কদিন আগেই একা ঘরে এই গান গেয়ে রেকর্ড করে ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছি। কাল শুনলাম শাফিন আহমেদ হার্ট এটাক করে মরে গেল৷ এখন দেশের অবস্থা ভাল না। সারাদেশে ছাত্র আন্দোলন, খুন, রক্ত দেখে মন খুবই বিষণ্ণ হয়ে আছে। এমন সময় পছন্দের গায়কের মরার খবর শুনে অধিক বিষণ্ণ লাগলো। জোর গলায় তার গান গাইতে ইচ্ছা করছে। রাহিম ভাল মিউজিক বুঝে, ও বলতেছিল, মাইলসের মতো এনার্জেটিক আর গুড রিদমের ব্যান্ড দল কম আছে৷ এর অনেকটাই শাফিনের অবদান ছিল৷ শাফিন ভাল বেইজিস্ট হওয়ায় ওদের গানগুলাতে রিদম ভাল ছিল। বাংলা মিউজিকে শাফিনের অবদান অনেক অনেক বেশি৷ আদিওস ছোটবেলার মিউজিক ওস্তাদ।

MdFayezurRahman
Автор

আমার প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মাইলস এসেছিল। শাফিন ভাই একজন বড়ভাইয়ের মতো করে সেখানে সবার সাথে কথা বলেছেন, গান গেয়েছেন। সবাইকে মাতোয়ারা করে দিয়েছিলেন। কোনোদিন ভুলব না সেই অমূল্য স্মৃতি।

rahmanmoti
Автор

আমার খুব পছন্দের একটি গান, স্কুল জীবনে এই ক্যাসেট টি কিনছিলাম, এখন ও আছে, হায়রে মাইলস গান, কোথায় হারিয়ে গেল সেই সব দিন গুলো....খুব মিস করি, সেইসব দিন ইং

rotoncouncilor
Автор

সহজ সরল কথা কিন্তু কণ্ঠ, সুর, গায়কী অসাধারণ। নব্বই দশকের এটাই বৈশিষ্ট্য। প্রিয় গান। প্রিয় মাইলসের সব সদস্যকে আমার স্বশ্রদ্ধ সালাম।

rahmanmoti
Автор

"A message to the future generations...
Don't let this masterpiece song die....♥️"

shubjaan
Автор

most of kids who born in the year of 2000s or later will never know how was the music, melody and the lyrics back in the 70s, 80s and the 90s because these days there's a little amount of kids who get to listen to quality songs.

Sakil-Hssain
Автор

Miles one of the best evergreen n stylish band south asia

MdSharif-kewy
Автор

আমার বয়স তখন ৩-৫ তখন আমার মামা সিডিতে মাইলস্ এর গান শুনতেন।আজ আমার মামা এ পৃথিবীতে নাই।গান গুলো শুনলে মামার কথা মনে পরে।😢😢

mstmeherunnesa
Автор

যার বা যাদের গান শুনে বড় হয়েছি বা হচ্ছি, তারা একে একে সবাই চলে যাচ্ছেন ।

আপনাকে মিস করবো আমরা শাফিন ভাই !

আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করুন | আমিন ।

sabir_chowdhury
Автор

রেখে গেলাম আমার এই কমেন্ট। বাবার হাত ধরেই প্রথম এই গান শোনা ধন্যবাদ বাবা।❤❤

Mashrafekm
Автор

আজ থেকে ১০০ বছর পর যদি ইউটিউব থাকে, হয়তো আমি থাকবো না তখন কিন্তু যদি কেউ আমার এই কমেন্ট দেখতে পাও, যেনো এই ছেলেটা হাতে সিগারেট নিয়ে গাড়িতে বসে কোনও এক বৃষ্টির গভীর রাতে ব্রিজের উপর এই গান উপভোগ করতে গিয়ে আইনী জটিলতার স্বীকার হয়েছিল।

বেঁচে থাকুক যুগ যুগ ❤

mdsamimhasan
Автор

R. I. P Shafin You were the blessing of our childhood.... আপনার গান শুনতে শুনতেই আমাদের ৯০ এর প্রজন্মের ছোট থেকে এই পর্যন্ত আসা। আপনি পশ্চিমে জন্ম নিলে আজ সারা পৃথিবী আপনার জন্য কাঁদতো। May Allah give your soul eternal 25/07/2024

samiulislam
Автор

Living Legend Manam Ahmed Vaia Salute....

KaziRhythm