Matir roud | Aftermath | JED | Lyrics

preview_player
Показать описание
Artist: Aftermath
Album: JED
Released: 2021

Video produced by : Shafkat Rahman, Camosaurs.

Please follow us on:

Lyrics:

মাটির রোদ

বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে
আজ মিশে যাই অহংকারের আঁধারে
জাগে অসহায় একাকী
নীল শীতের কামড়ে...

জাগে নদী, নিকষ কালো ছবি
অবাক পৃথিবী, মিছে যেন সবি
সময়ের চাকা, মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময়
মাখা

ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে
কে যেন নিটোল পায়ে দাড়িয়ে
এ কেমন অস্থিরতারই ধ্বনি
নিয়ে আমরা ...

বেঁচে থাকি ক্রোধে ,নিয়তির কাঁধে
অসীমের মাঝে,হারানো কোন সাঁজে
সময়ের চাকা, মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময়
মাখা

চেনা সুখ হারিয়ে যায়
যত দুঃখ খোঁজে আমায়
ঝরনার স্রোতেরই পর
কেন ওঠে কালো ঝড়

গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে
ভিড়েছে আমার স্বপ্নতরী

গোধূলীর আলোয় হেঁটে
চলি আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটেআবার ...

জেগে ওঠে নদী,নিকষ কালো ছবি
অবাক পৃথিবী, মিছে যেন সবি
সময়ের চাকা, মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময়........... মাখা II

Copyright of this song goes to the owner and the composer

#aftermath #matirroud #JED #Matirroudlyrics #lyrics
Рекомендации по теме
Комментарии
Автор

অবশেষে তাকে চলে যেতে দিলাম❤️‍🩹
একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, জোর করে কাউকে কখনো ধরে রাখা যায় না এবং যেতে দিয়ে দেখলাম সে অন্য কারো😊 ভালো থাকুক সেই ভাগ্যবান নারীর সাথে ❤

abidasultana-it
Автор

বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে
আজ মিশে যাই অহংকারের আঁধারে
জাগে অসহায় একাকী
নীল শীতের কামড়ে
জাগে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময় মাখা
ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে
কে যেন নিটোল পায়ে দাড়িয়ে
এ কেমন অস্থিরতারই ধ্বনি
নিয়ে আমরা
বেঁচে থাকি ক্রোধে
নিয়তির কাঁধে
অসীমের মাঝে
হারানো কোন সাঁজে
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়
চেনা সুখ হারিয়ে যায়
যত দুঃখ খোঁজে আমায়
ঝরনার স্রোতেরই পর
কেন ওঠে কালো ঝড়
গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে
ভিড়েছে আমার স্বপ্নতরী
গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে, আবার
জেগে ওঠে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়
জেগে ওঠে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

blinkpinkinyourarea
Автор

চেনা সুখ হারিয়ে যায়. যতো দুঃখ খুজে আমায়. ঝরনা স্রোতেরই পর কেনো ওঠে কালো ঝড়! গোদূলির আলোয় হেঁটে চলি. আমি সপ্ন ফেরী করি তোমার ঔ নি ঃসঙ্গ ঘাটে ভিড়েছে আমার সপ্নতরী. গোদূলির আলোয় হেঁটে চলি আমি সপ্ন ফেরী করি. তোমার ঔ নি ঃসঙ্গ ঘাটে, আবার। জেগে উঠে নদী নিকষ কালো ছবি অবাক পৃথিবী মিছে যেন সবই। সময়ের চাকা মাটির রোদে আকা আমার বেঁচে থাকা অসীম বিস্ময় 🙂❤️.
....Its different 💝

MohammedAkash-uf
Автор

তার পছন্দের একটি গান।যখন সে আমার পাশে থাকতো গানটি গভীরভাবে অনুভব করতো।গানটি আমাকে সে সবসময় সাজেস্ট করলেও কখনও তেমন একটা শুনা হয়নি।একদিন তাকে প্রশ্ন করলাম কি এমন আছে এই গানে যে এতো পছন্দ করো?সে আবেগে বলে উঠলো আরে, , এই গানে আমি তোমাকে অনুভব করি!
আমি জানিনা আজও কি সে এই গানটা শুনে আমাকে অনুভব করে কিনা এটাও জানিনা সে এই কমেন্ট টা কখনো পড়বে কিনা? আজও তাকে অসম্ভব ভালোবাসি 💗ভালো থেকো তুমি যে প্রান্তেই থাকো💗

abidasultana-it
Автор

বেঁচে থাকি ক্রোধে নিয়তির কাধে অসীমের মাঝে!

SUMIT-teej
Автор

Last 5 Minutes Lagsa YOU Tube A Khujtaa😅 Master piece ❤❤

hridoyhm
Автор

সময়ের চাকা😅 মাটির রোদে আঁকা আমার বেঁচে থাকা😮😅😊

Mdemon-ngq
Автор

একটি comment kora গেলাম like এর জন্য 🤍📍

shishir.
Автор

আমার পরবর্তী প্রজন্মের জন্য এই কমেন্টটি করে খেলাম।
তারাও বুজবে এটার মর্ম 💔❤️

mrtwobrothers_officials
Автор

কারা 2024 সালে এই গানটা শুনছো। একদিন এই গানটা অনেক জনপ্রিয় হব্র।

TouhidHossain-bf
Автор

এ কেমন অস্থিরতারই ধ্বনি
নিয়ে আমরা বেচে থাকি ক্রোধে

nayeemgaming
Автор

আমার হার্ট বির্ট show হয়ে যাইতেছে ভাই ❤️‍🩹

soulmeaw-ie
Автор

Ajka January 1, 2025
Ka ka 25 a masterpiece ta sunco

proshantomojumder
Автор

তাকে আমি আসলেই ভালোবাস ছিলাম কিন্তু সে বুঝেনি আমায় কভু

princeemranbhuiyan