Matir Roud | Aftermath | Playlist | S02

preview_player
Показать описание
On the third episode of Playlist Season 02, we present you Matir Roud by Aftermath Bangladesh.
Рекомендации по теме
Комментарии
Автор

প্রথমত অনেক ভালোবাসা aftermath কে ভারতবর্ষের থেকে ❤️ । এই গানে যেন স্বাদ টা বদলে দিল কয়েক মুহুর্তে এতো নরম করে এই গান টা হবে তা কল্পনার বাইরে ছিল। অনেক ভালোবাসা কলকাতা থেকে ❤️

deydip
Автор

Aftermath এর গান শোনার আগে জীবন অন্যরকম ছিল।প্রতিটি গানই বিশেষভাবে অনুভবনীয়।

ahmedullahtalukder
Автор

বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে
আজ মিশে যাই অহংকারের আঁধারে
জাগে অসহায় একাকী
নীল শীতের কামড়ে

জাগে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময় মাখা

ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে
কে যেন নিটোল পায়ে দাড়িয়ে
এ কেমন অস্থিরতারই ধ্বনি
নিয়ে আমরা

বেঁচে থাকি ক্রোধে
নিয়তির কাঁধে
অসীমের মাঝে
হারানো কোন সাঁজে
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

চেনা সুখ হারিয়ে যায়
যত দুঃখ খোঁজে আমায়
ঝরনার স্রোতেরই পর
কেন ওঠে কালো ঝড়

গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে
ভিড়েছে আমার স্বপ্নতরী
গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে, আবার

জেগে ওঠে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

জেগে ওঠে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

uthantaung
Автор

১ হাজার বারের বেশি শোনা হয়েছে গানটি 🥰🥰

politicalanalysis
Автор

তুমি চলে যাওয়ার পর আমি আর কখনো কারোর সাথে তোমার মত কথা বলতে পারি নি, আমি পারি নি আর কাউকে আপন করে নিতে। নিজেকে যেমন তোমার সাথেই হারিয়ে ফেলছি! এই পৃথিবীর কিছুই যেন আমায় আর টানছে না, না আলো না বাতাস না নীল আকাশ না মেগলা আকাশ কিছই না। এ কি ধরনের মানুষ বানিয়ে দিয়ে গেলে আমায় তুমি? আমি তো এমন ছিলাম না, কখনোই ছিলাম না... আজ প্রায় 4 বছর আমাদের কথা হয় না তোমার কি একটিবার আমার কথা মনে পরে না? মনে পরে না সেইসব দিনগুলোর কথা, মনে পরে না হাতে হাত রেখে হাটা, কপালে চুমু খাওয়া, আমার স্পর্শ, আমার শরীরের ঘ্রাণ, কিছুই কি মনে পরে না তোমার? তবে আমার কেন মনে পরে, কেন মনে পরে তোমার চুলের ঘ্রাণ?? আমার অনেক কথা বুকে জমে আছে, কথাগুলো অনেক ভারি আমি আর নিতে পারছি না, তোমায় ছাড়া কাউকে বলতেও পারছি না! আমি তোমার কথা আর কাকে বলব?

mahbub_
Автор

আমি চাই এত সুন্দর গানটি underrated ই থাকুক, কারণ বাড়তি viral হয়ে পচে যাওয়ার চেয়ে গানটি সর্বদা এমন masterpiece হয়েই থাকুক। তাকে না পাওয়ার অভিমান, তার সমস্ত স্মৃতি, তার প্রতি আমার ভালোবাসা, সমস্ত আবেগ নিয়ে গানটি বেঁচে থাকুক বছরের পর বছর 🤍

SifatSarder-dl
Автор

গানটাতে অন্য রকম একটা অনুভূতি পাওয়া যায়। জীবনে কষ্ট না পাইলে মনে হয় গানের মানে বুঝতে পারতাম না🙂

wwelover
Автор

গানটা 2 বছর আগে পোস্ট হইছিলো! 2024 এ এসে জনপ্রিয় হয়ে উঠছে!😮 2022 এ কী মানুষ গানটা মন দিয়ে শোনে নি?💔😅

TuirjoShil-
Автор

this is so beautiful! love this. this is a new face to matir proud and I'm absolutely in love with this. thank you, aftermath.

raiyanrashky
Автор

Death leaves a heartache no one can heal, love leaves a memory no one can steal.🖤

shubjaan
Автор

এটি মূলত মানবজীবনের এক রহস্যময় পথচলার গান, যেখানে প্রত্যাশা, হতাশা, ক্রোধ, বিস্ময়, এবং স্বপ্ন সব একসাথে মিলেমিশে গেছে" সময়ের চাকা" বারবার ফিরে আসে, যা সময়ের চক্র এবং জীবনের অনিবার্য পরিবর্তনের প্রতীক।

shanourhossain-xcii
Автор

I'm from Mymensing, Bangladesh.
I love this song 💗

orpoprince
Автор

আহা ভাই একদম কলিজায় গিয়ে লাগে এভাবে কেউ গায় <3

shakibshahriar
Автор

অসাধারণ একটা গান ভাই। প্রতিদিন কম করে হইলে এক বার শুনতে আসি ভাই😢

SanyHasanMim
Автор

In Love With This Version Of Matir Roud Too😭🤍

iridescent
Автор

২০২২ সালে এত কষ্ট ছিল না যার কারণে জনপ্রিয় হয় নাই। ২০২৪ সারে যত কষ্ট এক হওয়ার কারণে ২০২৪ সালে গান টা এত জনপ্রিয় হয়ে উঠেছে 😅💔

MDOporbo-gf
Автор

তবে তুমি মনে রেখো, পৃথিবীর কোনো এক প্রান্তে থেকে এই ক্ষুদ্র মানুষ, তোমাকে আজীবন ভালোবেসে যাবে 😌❤️‍🩹

Furkan.
Автор

এটি কোনো গান হতে পারে না
এটি কারোর অবসান হতে পারে না
প্রাণ বিনিময় কেউ করেনি সুর বেধেছে
জাল দিয়ে মাছ ধরেছে;চোখের কোঠরে
বিধাতার জন্য সবাই মায়া দেখেছে।
‘মাটির রোদ’ সেই স্লোগান নিয়ে এখনো
বিস্তার করছে হরতাল করছে আমার কানে কারণ সবাই সবার দুঃখের কথা জানে, জানে না কিভাবে তা কোন শব্দে বলবে ভেবে রাখে কে তাকে জানতে চাইবে?

SevenFiveNineZero
Автор

জানি কোনোদিন পাবনা! দাঁড়িয়ে থাকবো সেই জায়গা তেই! চিরটাকাল। তোকে কোনোদিন পাইনি, পাবোওনা তবু তোকে হারানোর অদ্ভুত একটা ভয় কাজ করে। সত্যি "আমি স্বপ্ন ফেরি করি "! ভালোবাসা রইলো 🤍

Saptaswo
Автор

জীবনের একটি মহাকাব্যের প্রকাশ ঘটেছে গানটার মাধ্যমে 🖤

zihafzimu