The Harsh Truth About 'SUCCESS' in Bangladesh | This is My Business Philosophy

preview_player
Показать описание

এই চ্যানেলে আমি মূলত ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা জীবন থেকে শুরু করে আমার জীবন বিষয়ক হাবিজাবি সব কিছু নিয়েই কথা বার্তা বলি।

এই ভিডিও গুলো না দেখলে দেখে ফেলতে পারেন এখনইঃ

ভাল লাগলে ভিডিও টি শেয়ার করতে পারেন আপনার সোশাল মিডিয়ায়। আমাকে ট্যাগ করতে ভুলবেন না।

Keywords: অনলাইনে আয়, ব্যবসা, ক্যারিয়ার, বাংলা ভিডিও, বাংলাদেশ, খালিদ ফারহান, Online Income, Entrepreneurship, Business, Marketing, Digital Marketing, Podcast, Bangla Podcast, Bangladesh,
Рекомендации по теме
Комментарии
Автор

এই কথা গুলো খুব ই জরুরি আমাদের সবার বোঝা এবং সবাইকে বোঝানো। নাহলে আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে।

এটাই ২০২৩ এর শেষ ভিডিও। ২০২৪ এ দেখা হবে সবার সাথে আবার :)

iamkhalidfarhan
Автор

আমি আপনার সাথে একমত। ৬ মাস চাকরি করার পর এই টক্সিক পরিবেশের কারণে চাকরি ছেড়ে ব্যাবসা শুরু করি ৭-৮ মাস অনেক কষ্ট হইছে। মনে হতো তখন যে আমি সময় নষ্ট করতেছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি অনেক আরামে জীবন পার করতেছি।

shamiulazam
Автор

ভাবছিলাম ২০২৩ পাওয়া আমার কিছু নেই। কিন্তু বছর শেষে এমন কিছু দিলেন যা কখনো এর থেকে বেশি পেয়েছিলাম বলে মনে হয় না। জেলের উপর থেকে মুক্তি খোজার বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ ❤️

pobittroray
Автор

আসসালামু আলাইকুম ভাই খালিদ ফারহান। হয়তো এক দু'বছর হলো এমনি সংসারের কার্যক্রমের পাশাপাশি আপনার কথাগুলো সাজেশন গুলো শুনেছি । আলহামদুলিল্লাহ অনেককে সাজেস্ট করেছি।আজকের আপনার এই কথাগুলো আমার নিজের কথা। প্রায় প্রতিটা কথা যা আপনি বলছেন। এবং সেই প্রচেষ্টায় আল্লাহ আমাকে আগের চেয়ে সাহসী করেছেন, উদ্যোগী করেছেন। আলাম মেহেরবান, এত কিছু থাকার পরও আপনাকে সেই প্রজ্ঞাটা মালিক দিয়েছেন, এক কথায় আজকের আপনার সাজেশন গুলো সাদাকায় জারিয়া হিসেবে আল্লাহ কবুল করুন আমিন। প্রতিটা মানুষ তার নিজস্ব জায়গা থেকে, সে যে অবস্থায় থাকুক না কেন, এই চিন্তা করে যদি বাঁচে তাহলে আশা করা যায় সে ভালো থাকতে পারবে।হাসি খুশি, ধার্মিক, সামাজিক পরিবারের দিকে মনোযোগের থাকতে পারবে।

fahmidaosman
Автор

মনে মনে যে কথাগুলো ভাবতাম সেই কথাগুলোই এই মানুষটা কত সুন্দর করে তুলে ধরল।

এই মানুষটার প্রেমে না পড়ে উপায় নেই।

tomalacc
Автор

"Business is for your life
Your life is not for your business."
গত কালকে বা তার আগের দিন হয়তো কোনো একটা সময় আমিও একই বিষয় চিন্তা করছিলাম। আমি কাজ করবো বাঁচার জন্য বা বেঁচে থাকতে যা যা প্রয়োজন তা পাওয়ার জন্য। কাজ আমার বেঁচে থাকার সাথে আরো যেসকল বিষয় আবশ্যকীয় সেগুলোর একটা মাত্র। ধন্যবাদ আমার এই চিন্তাকে আরেকটু গভীর ভাবে ব্যাক্ষা করার জন্য।

ariful
Автор

ভাই আপনার কথা শুনে সত্যিই বুজতে পারি যে আমরা কত বেশি পিছনে পরা জাতি। আপনি যেই গোল নিয়ে আগাচ্ছেন তা নিঃসন্দেহে অসাধারণ। দেশ এবং জাতি আপনার কাছে কৃজ্ঞত।

muhammad
Автор

আমিও freedom থাকতে চাই কিন্তু আমাদের পরিস্থিতিতে freedom থাকা অসম্ভব 😢 কিন্তু যেমন ই আছি আল্লাহর কাছে লাখ লাখ শোকরিয়া আলহামদুলিল্লাহ ❤❤

cinemaxplain
Автор

ফারহান ভাইয়া, মাঝে মাঝে আপনার Venture বা Wealth এর পরিচয় দেওয়াটা আমাদের মনে টাকা-পয়সা-আয়-রোজগার ইত্যাদির ব্যাপারে আপনার বক্তব্য গুলোর প্রতি বিশ্বাস, গুরুত্ব বাড়িয়ে তোলে।

sabbiraoofficial
Автор

আপনি আমাদের দেশের গর্ব, আপনাকে দেখে আমরা উৎসাহ পাই, কিভাবে Seo, and Marketing বা বিজনেস নিয়ে এগোতে হবে। যুবকদের উচিৎ বিজনেস আইডিয়া রিসার্চ করে, নিজেকে বিজনেসের দিকে টাইম দেওয়া, এভাকে বেকারত্বের বোঝা না বয়ে । নতুন বছরের শুভেচ্ছা প্রিয় খালিদ ফারহান ভাইয়া ❤❤❤

mdroki
Автор

আপনি বেশ সহজে বললেন বছরে আপনার ইনকাম আছে ১০-২০ কোটি টাকা। অপরদিকে বাংলাদেশে বসে বছরে বেশিরভাগ মানুষের সারাজীবনে ৫০ লক্ষ টাকা কামাতেই পেছন দিয়ে ধোয়া বের হয়ে যাবে, তা সে চাকরী করে হোক অথবা ব্যবসা করে। Great learning from you.

princemahamud
Автор

আপনি মৃত্যুর সময় কেমন সুখে থাকেন। ইন শা আল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় আমি দেখতে চাই ঐ সময় আপনার অনুভূতি কেমন থাকে। 💫🌸

deenislam
Автор

অত্যন্ত সুন্দরভাবে বাস্তবতা বুঝালেন ❤❤❤বাংলাদেশের মানুষের উচিত চাকরির পিছনে না ঘুরে উদ্যোগক্তা হয়ে গড়ে উঠা, সরকারেরও অনেক দায়বদ্ধতা আছে। সরকার চাইলে দেশকে একটি দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে পারে

Hozoborol_
Автор

আপনার স্টুডেন্ট হয়ে আমি সত্যিই খুবই গর্বিত। দোয়া করবেন ভাইয়া যেন আপনার মত হতে পারি কোনো একদিন। ❤❤Love u❤❤❤

badhonbondhu
Автор

Goal : Financial FREEDOM
Year : 2030
Start : 2023
In any circumstances, Never Give Up.... 🔥❤️

learnsmartenglishwithpritom
Автор

ভাইয়া আপনার কথাগুলো শুনে জিবনের মূল্য বুঝলাম 😰। আপনি সত্যি সত্যি আমাদের জন্য সঠিক ব্যাক্তি। আপনার দুনিয়া এবং আখেরাত উভয় জিবন অনেক অনেক অনেক বেশি সুন্দর হোক। আর আমাদের ও। আগামি ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম।

ANDREWBENgkyi
Автор

আপনার পোস্ট মাধ্যমে চাকরিজীবিদের আসল বিষয়গুলো তুলে ধরেছেন।।।
ধন্যবাদ কাতার থেকে।❤

abdulmotaleb
Автор

আল্লাহ সবাইকে ত এক রকম যোগ্যতা দেয়নাই, তবে শুকরিয়া আদায় করা দরকার, তা শুধু সম্ভব নিজের থেকে নিচের মানুষকে দেখতে হবে, আর এটা অনেকের ধারা সম্ভব নয়, কিন্তুু নিজের যা আছে তা নিয়ে সন্তুোষ থাকাটাই পকৃত সুখ❤❤

MarufMiah-bk
Автор

"Your business is for your life, your life is not for your business " ✅
Ei line ta amar Sarajiban mone thakbe. ❤️

noyronjanachakma
Автор

কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনলাম। আপনি যত গুলো কথা বললেন প্রত্যেকটা কথা আমার চিন্তাধারার সাথে মিলে গিয়েছে। জীবনটাকে এমন কখনোই বানানো ঠিক না যে i am being someone's bitch. এখনো আপনার বলা 2 টা অপশনের মধ্যে 1st অপশন টা বেছে নিয়েছি এবং সেই পথেই চলছি। ইচ্ছা টা বেশি 2nd অপশনের মধ্যে চলা। জীবনটাকে অনেক উপভোগ করতে চাই। বয়সটা কম। তাই ভাবার সময় টা বেশিই পাবো। সেই জন্য 2 টা জিনিস আবারো অনেক ভাববো। শরীরে যতটা শক্তি আছে পরিশ্রম করার ততটাই পরিশ্রম করব ইনশাল্লাহ। আল্লাহ ভাগ্যে লিখে থাকলে সফল হব এটা আমার বিশ্বাস। 2024 সালটা আপনার বলা কথাগুলোর সাথে উপলব্ধি করতে পারলে মানুষের জীবন পুরোই পাল্টে যেত। ভালো থাকবেন। কথাগুলো বলার জন্য ধন্যবাদ।

অনুরোধ থাকবে সময় পেলে আমার করা কমেন্ট টি পড়বেন 💝

stealthshark