Mone Pore Tomay | Feedback | Four Decades of Feedback

preview_player
Показать описание
Banglalink brings you all the legendary songs that were performed during “Four Decades of Feedback” concert. In this video you are listening to "Mone Pore Tomay". To enjoy more of such legendary songs, stay tuned to Banglalink!
Рекомендации по теме
Комментарии
Автор

এখনো পুরোটা গানের লিরিক্স আমার মুখস্ত। সেই ৯৪ ৯৫ সালের কথা। এখন বুঝতে পারি যুগের তুলনায় আমরা অনেকটাই এগিয়ে ছিলাম অন্তত বাংলা ব্যান্ডে. প্রতিটা গান এক একটা মাস্টারপিস. ❤❤❤❤❤

almarufrocky
Автор

মনে সালে কলেজ জীবনে চট্রগ্রাম সিটি কলেজের কনসার্টে মাকসুদ ভাইএর গান শুনতে গিয়েছিলাম। কি অসাধারণ গান। ভাল থেকো মাকসুদ ভাই।

rafiqbbaria
Автор

আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন। নব্বইয়ের মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ- ছয় সাল অব্দি আমরা যারা শৈশব কাটিয়েছি

shumanchowdhury
Автор

মনে পড়ে তোমায়, মনে পড়ে ভালোবাসায়
মনে পড়ে অপমানে, মনে পড়ে ক্ষমায়
মনে পড়ে আলিঙ্গনে, মনে পড়ে অপারগতায়
মনে পড়ে অতুল তোমার চাহনিতে
মনে পড়ে প্রতারণায়
মনে পড়ে সান্ত্বনায়, মনে পড়ে যন্ত্রণায়
মনে পড়ে আর্তনাদ করে কেঁদেছি
মনে পড়ে বিদায় বেলায়
মনে পড়ে অকালে আমার মনের শান্তি মরে যায়
মনে পড়ে বছরে বছরে গড়া সংসারে কি যেন হারিয়ে যায়
মনে পড়ে নিদ্রাহীন কত রাতে জেগে আছি ভোরেরই আশায়
এই হৃদয় তোমার কুঠার আঘাতে কত রক্ত ঝরেছে বৃথাই
রেখে গেছে বুকের মাঝে চাপা ব্যথা
মনে পড়ে তোমায়

মনে পড়ে তোমায়, মনে পড়ে জটিলতায়
মনে পড়ে শিহরনে, মনে পড়ে অস্থিরতায়
মনে পড়ে কামনায়, মনে পড়ে বাসনায়
মনে পড়ে অভিশাপে, মনে পড়ে নিষ্ঠুরতায়
মনে পড়ে ঈর্ষা-কাতরতায় মনে পড়ে বনিবনায়
মনে পড়ে অসহায় হয়ে ছুটেছিলাম প্রেমের মরীচিকায়
মনে পড়ে প্রতিশোধ নেবার প্রবণতায় প্রতিরোধ করার প্রতিক্রিয়ায়
প্রতীয়মান এ অপরাধী মনে কত বিষাক্ত তোমার ছোঁয়ায়

মনে পড়ে জীবনে আমার সকল স্বপ্ন মরে যায়
মনে পড়ে মানুষ নিংড়ানো সংসারে বেঁচে থাকা যে কত দায়
মনে পড়ে নিদ্রাহীন মনের ঝরে জেগে আছি শুধু স্বস্তির আশায়
তোমার হৃদয়ে লুকানো ভাটা-গারে কত যে শিল্পী মরেছে বৃথাই
বেঁচে আছি ব্যথার মাঝে নতুন ব্যথায়
মনে পড়ে তোমায়



মনে পড়ে তোমায় অনেক স্মৃতি ভুলে থাকায়
মনে পড়ে শুধু হট্টগোলে, মনে পড়ে নিঃস্বত্বটায়
মনে পড়ে অপূর্ণতায়, মনে পড়ে অক্ষমতায়
মনে পড়ে নিরুপায়ে ক্ষোভে প্রচণ্ডতায়
মনে পড়ে অহেতুক সুযোগ নেওয়ায়
মনে পড়ে ঝলমলে মিথ্যা কথায়
মনে পড়ে নিষ্প্রাণ হাসি হেসেছিলে তুমি প্রেম প্রেম খেলায়
মনে পড়ে তোমায় নিদারুণ এই বাস্তবতায়
আমি জানি আগামী শুধু আসবে আজকের বেঁচে থাকায়
বেঁচে আছি উৎপীড়নে বেঁচে আছি উন্মাদনায়
বেঁচে আছি বেঁচে থাকার শত তাগিদে
ক্ষণিকের তোমারই আশায়
মনে রবে তোমায় অনাগত কোন গীতিকবিতায়
মনে রবে শুধু দীর্ঘশ্বাসে আর একমিনিট নীরবতায়

NazrulIslam-deqp
Автор

প্রতিদিন এই গান একবার শুনতেই হবে❤❤
এরকম একজন শিল্পীর নাম ডাক খুব কম দেখে অবাক হচ্ছি।

bellalhossain
Автор

ছোটবেলায় ভালো লাগতো, এতো বছর পর শুনে দেখি গানগুলো যুগের তুলনায় অনেক বেশী এগিয়ে ছিলো.... এখনো একটুও ভালোলাগা কমে নাই💕... তবে গানটিকে শ্রুতি মধুর করতে মাকসুদ ভাইয়ের ভোকাল এর পাশাপাশি যারা গীটার, কিবোর্ড, ড্রামসে ছিলো তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।

neonchowdhury
Автор

আহ।সেই ছোট বেলার কথা মনে পড়ে গেল।সেই ১৯৯১-৯২ সালের কথা।সেই Feedback.

emonnaser
Автор

অসাধারণ একটি গান এটি, অসাধারণ এই গানের কথা ও সুর, সেই সাথে মাকসুদ ভাইয়ের পারফরমেন্স সত্যিই অতুলনীয়।

lailaparvenkeya
Автор

রুচি স্নিগ্ধ বৈচিত্র্যময় এসব গান শুনে শুনেই কাটে সেই থেকে এখনো সবসময়। ভালোবাসার ফিডব্যাক, শুভকামনা

babludhar
Автор

উপমহাদেশের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের ব্যান্ড সেরা এবং ব্যান্ডের গান সেরা

KaziRajibMapper
Автор

গানটা বাসের জানালার পাশের সিটে কানে ইয়ারফোন দিয়ে শুনতেছি, , , , অন্যরকম এক অনুভূতি 🖤🖤

himelbhuiyan
Автор

2021 sale AI Ganti suntasi kno jno choto bela er ortho Bujtam nah Suntey onk valo lagto you feedback

rimikhondoker
Автор

The smart & the best tune in Bangladesh. I love Feedback.

MizanurRahman-dekn
Автор

Awesome lyrics & vocal! The one & only Maqsood vai!

MrShuvodeep
Автор

94-95 এর এই সৃস্টি গুলো যে সর্বজনিন সৃষ্টি সেটা যুগ যুগ মানুষ বুঝতে পারবে।

gani_giri
Автор

আরেকবার যদি মাকসুদ ভাই ফিডব্যাক এ জয়েন করতো I আরেকবার যদি একটা অ্যালবাম বের করতো I আমার জীবন সার্থক হতো I

kajolsutradhar
Автор

মনে পরে ধিককার জানানো বেলায়। মনে পরে মিথ্যে আসায়।
মনে পরে নিরুপায় খোবে।।মনে পরে ছুটে ছিলাম মিথ্যে প্রেমের মরিচিকায়।।।।।।।।🎉🎉🎉🎉😢😢😢😢

jahirhm
Автор

You are the boss... Till today I listen your few songs always.. Your voice is unique. Salute Maqsood Vai

technocraft
Автор

অসাধারণ মাকসুদ ভাই
আমার প্রিয় শিল্পী

nazemuddinminto
Автор

৯০ দশকের প্রেম গুলো ছিলো অন্য রকম অনুভূতি ঠিক তেমনি গান গুলোর ছিলো অসাধারণ অনুভূতি

rakibmashiur