LEVEL FIVE - SHOTTO MITHEY

preview_player
Показать описание
সত্য মিথ্যে
Lyric - Anik Sen

স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি
স্বপ্ন দেখার সাহসটাকে এখন হারিয়েছি
মানুষকে স্বপ্ন দেখায়, কেন সেটা দেখি
সব দিয়ে তবু কেড়ে নেয়ার, খেলাটা খেলি

চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো
সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো
চলছি আমি ব্যর্থ মানুষ, নাইবা বিনোদন
তোমার কাছে কান্না আমার, অরণ্যে রদ

হয়তো আমার কথাগুলো, দাম দেবেনা তুমি
বুঝবেনা কেউ জানবে না কেউ, এমনটাইতো আমি
ফুঁড়িয়ে গেলো লেখার পাতা, লেখার জন্য কালি
অভিমানটা আমারই থাক, তাতো তুমি কবি।

একলা আমি কে বলেছে, দুঃখ আমার কি?
দুঃখের সাথে বন্ধুত্বটা কবে করেছি।
চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো
সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো।

Рекомендации по теме
Комментарии
Автор

মানুষ এক অদ্ভুত সৃষ্টি। তারা শত দুঃখ, কষ্ট, চাপের মধ্যে থাকলেও বলবে "আমি ভালো আছি"

সব হারিয়ে ভালোই আছি, মিথ্যা বলাই ভালো 😊
#জীবন সুন্দর 🖤

mdajmainhasan
Автор

4:02 অসাধারণ অসাধারণ!!! Way to go dear level five, এতো জোশ ক্যান? ❤️

sajjadh.saimoon
Автор

একটা গান ভাল হওয়ার জন্য হাজার হাজার লাইক থাকা আবশ্যক নয়, লেবেল ফাইভের গান গুলোই তার উদাহরণ। আমি সত্যি খুশি যে এই গান হযবরল সবাই দেখেনি, এসব গান শুধু সেরা রুচির মানুষগুলোই ডিসার্ভ করে

skrakib
Автор

4:02 is the part that dragged me all the way out from a FB post to here...Insaneee!

rafirahman
Автор

২০১৮ সালের গান কেউ সাজেস্ট করে নাই কেন?
ইউটুব আজকে রিকমেন্ড করলো !
সেই ভাই সেই !!

azadlisan
Автор

গানটাকে এতোটাই আপন করে নিয়েছি দিনে একবার না শুনলে তৃপ্তি নামক জিনিসটা পায় না। গানটার প্রতিটা লাইন এতোটা মিলে যাবে যা না শুনার আগে জানতামই না।
সব হারিয়ে ভালোই আছি
মিথ্যে বলাই ভালো,
বলছি আমি ব্যর্থ মানুষ, নাইবা বিনোদন।

nitoooontalukder
Автор

স্বপ্ন আমার স্বপ্ন থাকে
চাওয়াগুলো বেশি
স্বপ্ন দেখার সাহসটাকে
এখন হারিয়েছি
মানুষকে স্বপ্ন দেখায়
কেন সেটা দেখি
সব দিয়ে তবু কেড়ে নেয়ার
খেলাটা খেলি
চাই না আমার বোঝার বুঝ
চাই না কোনো আলো
সব হারিয়ে ভালোই আছি
মিথ্যে বলাই ভালো
বলছি আমি ব্যর্থ মানুষ
নাইবা বিনোদন
তোমার কাছে কান্না আমার
অরণ্যে রোদন
হয়তো আমার কথাগুলো
দাম দেবে না তুমি
বুঝবে না কেউ, জানবে না কেউ
এমনটাই তো আমি
ফুরিয়ে গেলো লিখার পাতা
লিখার জন্য কালি
অভিমানটা আমারই থাক
তাই তো তুমি কবি
একলা আমি, কে বলেছে?
দুঃখ আবার কী?
দুঃখের সাথে বন্ধুত্বটা
কবেই করেছি
একলা আমি, কে বলেছে?
দুঃখ আবার কী?
দুঃখের সাথে বন্ধুত্বটা
কবেই করেছি
চাই না আমার বোঝার বুঝ
চাই না কোনো আলো
সব হারিয়ে ভালোই আছি
মিথ্যে বলাই ভালো

HOSSAIN_RIZVI
Автор

লিরিক্স গুলো পড়েই কেমন যেন ভিতর টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বেশি কিছু বলার নাই, বলবো ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ। কয়েকদিনের খোরাক হয়ে গেল৷

chandandebnath
Автор

আহহহহহ, কি কষ্টে ভরা লিরিক্স,
সব মানুষের জন্য গানটা না,
কিছু মানুষের দ্বারাই এর মর্ম বোঝা সম্ভব

TheYeasinBroZ
Автор

আহা, এ যেনো গায়ে মেখে লেপ্টে দিয়ে চলে যাওয়ার এক গান, যেটা ধুয়েমুছে ও ফেলে দেওয়া যাবে না। পুরো ভেতরে ডুকে গেছে গানটা।

imranhasan
Автор

আহহহ! বাংলা মিউজিক 🖤🖤🖤 বাংলাদেশের মিউজিসিয়ান 🖤🖤🖤🖤 অন্য লেভেল এর।
গর্বিত আমি।
ইউ গাইজ জাস্ট অস্থির৷

cyborgwithamultiplug
Автор

মানুষ শত্রুকেও মনে রাখে। তুমি তো আমার ভালোবাসার মানুষ ছিলে।ছিলে সবচেয়ে প্রিয়। কী করে ভুলে যাই❤

shahedbhaiya
Автор

When you going to be mentally unstable like you have no more interest of anything.. You can't do anything else because you feel you're done almost.
And the line comes on that mind.
"সব হারিয়ে ভালোই আছি মিথ্যে বলাই ভালো"
Because life always gives you empty of feeling loneliness "দুঃখের সাথে বন্ধুত্বটা কবেই করেছি"
i'm suffering so i can understand.
Thanks level five for making this reality type lyrics!!

tahmidkabir_
Автор

স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি
স্বপ্ন দেখার সাহসটাকে এখন হারিয়েছি
মানুষকে স্বপ্ন দেখায়, কেন সেটা দেখি
সব দিয়ে তবু কেড়ে নেয়ার, খেলাটা খেলি

চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো
সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো
চলছি আমি ব্যর্থ মানুষ, নাইবা বিনোদন
তোমার কাছে কান্না আমার, অরণ্যে রদ

হয়তো আমার কথাগুলো, দাম দেবেনা তুমি
বুঝবেনা কেউ জানবে না কেউ, এমনটাইতো আমি
ফুঁড়িয়ে গেলো লেখার পাতা, লেখার জন্য কালি
অভিমানটা আমারই থাক, তাতো তুমি কবি।

একলা আমি কে বলেছে, দুঃখ আমার কি?
দুঃখের সাথে বন্ধুত্বটা কবে করেছি।
চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো
সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো।

mohammadsourav
Автор

গান টা বার বার শুনছি কাল থেকে। ভাল লাগা গান গুলোর মধ্যে এইটাকে যোগ করে নিলাম।
গিটার যে বাজিয়েছি, ভাই কি বলবো? গায়ে হিম ধরে যাওয়া অবস্থা। ❤️❤️❤️❤️

fvm.O
Автор

দুঃখের সাথেই বন্ধুত্ব টা কবেই Hits differently

animetalks-bengali
Автор

4:02
দেহ ঠিক জায়গায় কিন্তু মন ভিন্ন জায়গায় চলে গেলো 😊
কিছু মুহুর্তের জন্য সব কিছু ভুলে মাইন্ড ব্লাক হয়ে যাবার মতো 😌😌

maizumi_haruki
Автор

Pms এর concert এ শুনছিলাম।কিন্তু এতটা feel পাই নাই।আজকে এক ফ্রেন্ড এর স্টোরি থেকে শুনে শুনতে আসলাম।আহা inner peace🔥💖😇

niloyfarabi
Автор

জীবনএ এমন সময় চলতেছে কষ্ট আর খুসি কিছুই অনুভব হয় না, , শুধু দেখতেছি কারো সাথে কথা বলতে আর ইচ্ছা হয় না, , একা থাকতেই ভালো লাগে, , আর এই গান টা সুনলে মনে হয় নিজের জীবন কাহানী🙂

rafihossain
Автор

ভাই অন্য লেভেল এর গান সিরিয়াসলি!!! এমন গান আরো হাজারো আসুক, আমি সারা জীবন শুনতে চাই!!! কি লিকিক্স 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

tonmoydash