Mon-Majhi Re Tor Kheyate Tui | Audio | R.D.Burman | Gauriprasanna Mazumder

preview_player
Показать описание
Listen to Mon-Majhi Re Tor Kheyate Tui sung by R.D.Burman

Song Credit:
Song: Mon-Majhi Re Tor Kheyate Tui
Album Title: Anyay Abichar
Artist: R.D.Burman
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Filmstar: Mithun Chakraborty/Rozina/Utpal Dutta
Director: Shakti Samanta

Song Lyrics:
মন মাঝিরে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে।

মন মাঝিরে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে।

হারালো তোর সুখের সাথী
ঘনিয়ে এলো দুঃখের রাতি।
ওরে মাঝি রে তুই ভালোবেসে
কাঁটায় পেলি ফুলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে।

ও আসেই যদি তুফান ভারি
দিতেই হবে তবু পাড়ি;
আসেই যদি তুফান ভারি
ও দিতেই হবে তবু পাড়ি।
ওরে মাঝিরে তুই পাড়ের মায়ায়
থাকিস না আর ভুলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে।

ও জীবন সে তো নদীর গড়ান
আগুন বিনেই পোড়ে পরান,
জীবন সে তো নদীর গড়ান
আগুন বিনেই পোড়ে পরান।
ওরে মাঝিরে বল, ভয় কেন তোর?
ঢেউয়ের দোলায় দুলে
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে।
মন মাঝি রে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে,
যাবি রে ভেসে, কে জানে কোন কূলে।

Label:: Saregama India Ltd

For more videos log on & subscribe to our channel :




Рекомендации по теме
Комментарии
Автор

অপূর্ব এক রাগ সৃষ্টিকারি বাঁশির সুর ! মনে হয় কোথায় কোন দুর, এক অজানা কোথায় চলে যাচ্ছি !! এক রাস হতাশা আর দুঃখ নিয়ে !!! প্রনাম রাহুল দেব বর্মন 🙏

manikdas
Автор

অসাধারণ Music director একাধারে অসাধারণ শিল্পী l উঁনার তুলনা উঁনিই l বাঙালির গর্ব আমাদের অহংকার

abduljubbarmallick
Автор

গুরুদেব তোমার গান শোনার সঙ্গে সঙ্গে পুরানো কিছু মূহুর্ত চোখের সামনে সব ভেসে ওঠে 😌

santukumarsaha
Автор

কতটা জ্ঞান থাকলে এতো সুন্দর করে সুর মিউজিক দিয়ে গান পরিবেশন করা হয়।

ratansutradhar
Автор

ছেলেবেলার হাজারও স্মৃতিরা মুহূর্তে উঁকি দিয়ে যায় এসব গানের সাথে, কতগুলো দিন পেরিয়ে এলাম।

PassionTune
Автор

গুরুদেব তোমার প্রত্যেকটা গান মরমস্পর্শী। তুমি আরও কিছুদিন এই জগতে থাকতে তাহলে সঙ্গীত জগৎ আরও সমৃদ্ধশালী হতো।খুব nostalgic লাগছে গানটা শুনে।

subhambanerjee
Автор

বর্ধমান থেকে পান্ডুয়া যাচ্ছি। ট্রেনের জানালার কাছে সিট পেয়েছি আর এই গান শুনছি ❤

parbatihansda
Автор

পশ্চিমবঙ্গে জন্ম গ্রহণ না করলে
হয় তো" এই মধুর কণ্ঠের গানের লাইন গুলো বুঝতে পারতাম না😔🥺🥀

kgfchannel
Автор

সকালের মনোরম পরিবেশ, গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমি আমার গন্তব্যে চলেছি, বাসের জানলার ধারে সিট এ বসেছি আর হেডফোন এই গান শুনছি 😌❤️, সত্যি মনকে শান্ত করে দেয় ❤️❤️, চারিদিকে ঝিল আর নৌকো সামনে আর এই গান যেটাতে প্রকৃতি কে খুঁজে পাচ্ছি ❤️❤️😌😌.... হাজার প্রণাম আরডি বর্মণ কে🙏🙏❤️❤️

sumitmaji
Автор

সুরের ভাষা যখন মনের ভাব প্রকাশ পায় তখন এই মনমুগ্ধকর গান সৃষ্টি হয়, ,,

SumanDas-wfhn
Автор

আজ পঞ্চমদার জন্মদিন। তাকে স্বরণ করে তার এই মনমাতানো গানটি বারবার শুনছি।❤️

ayanmondal
Автор

যখন ছোট ছিলাম তখন বাবা খুব শুনতো miss you old time

khanrajukhanraju
Автор

কি অনায়াস কণ্ঠ, সুরের চলন!!আভূমি প্রণাম🌷🌷🌷🌷

rumamukherjee
Автор

মৃত্যুর সাথে যে দিন পান্জা লড়ব, সে দিন কেউ যেন আমার পাশে এ গান বাজায় মৃত্যু যন্ত্রণা ভুলে যাওয়া যাবে।

JhariaOraon-wroe
Автор

সত্যি সত্যিই যেন মাঝি হয়ে নৌকা নিয়ে মাঝ দরিয়ায় ভেসে চলেছি।
পঞ্চম বাবু তোমার তুলনা তুমিই ।

mostafizurrahman
Автор

শীতের সকালে ঘুম থেকে উঠে আমাদের ছাদে বসে আছি, আর আমার wife আমাকে এক কাপ কফি দিলো।খেতে খেতে এই গান শুনছি। এক অন্য অনুভূতি। মনে হয় কোথায় হারিয়ে গিয়েছিলাম। ধন্যবাদ তোমাকে আর ডী বর্মন

shubhashreemaity
Автор

Bangalir gaan, banglar gaan- hridaye chhuye jai. Kakhono purano haina. ❤

ujjwaldas
Автор

এই সব গান শুনে মনের নদীতে ভেসে বেড়ানো যায় . অসাধারন কথা ও সুর প্রণাম রইলো

mahadevrakshit
Автор

গানটি কতবার শুনেছি, বলতে পারব না, এমন গান আর পাবো না

KhusirJagot
Автор

অন্যায় অবিচার ❤❤ জীবনের প্রথম সিনেমা দেখা আমার। প্রিয় গান। ❤❤

debabratabiswas