keho loilo ator loban || Backstage cover #71

preview_player
Показать описание
vocal : Rudra
Guitar: Shuvo
Flute : Anonymous

original song
keh loilo ator luban keh loilo jol by fazlur rahman babu

Рекомендации по теме
Комментарии
Автор

কেহ লইলো আতর লোবান
কেহ লইলো জল
কেহ লইলো বরই পাতা
কেহ লইলো পরীরে
সোনাই হায় হায়রে।

ফুল কান্দে
পাখি কান্দে
কান্দে গাঙ্গের পাড়
কান্দিয়া কান্দিয়া সোনাই
হইলো জ্বরে জার
সোনাই হায় হায়রে

বাবায় দিলো কন্যারে কাঁধ
শ্বশুর দিলো মাটি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মাটি ছুঁয়ে খাঁটি
সোনাই হায় হায়রে

voboghure-
Автор

মাঝে মাঝে অবাক হই, কুঁড়েঘর এত রেসপন্স, এত ফেমাস হয় কিন্তু বেকস্টেজ এর মত একটা জোস ব্যান্ড তেমন রেসপন্স পায় না।

সত্যি বলতে বাঙ্গালির সস্তা জিনিস ভাল লাগে।

sakibhasan
Автор

কেহ লইলো আতর লোবান
কেহ লইলো জল
কেহ লইলো বরই পাতা
কেহ লইলো পরীরে
সোনাই হায় হায়রে।

ফুল কান্দে
পাখি কান্দে
কান্দে গাঙ্গের পাড়
কান্দিয়া কান্দিয়া সোনাই
হইলো জ্বরে জার
সোনাই হায় হায়রে

বাবায় দিলো কন্যারে কাঁধ
শ্বশুর দিলো মাটি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মাটি ছুঁয়ে খাঁটি
সোনাই হায় হায়রে

ekayesorko
Автор

নিঃশব্দ রাত ৷ চলছে মৃদু সুরে ব্যাকস্ট্যাজ ৷ অসাধারন অনুভূতি ৷

yeasinmirja
Автор

আপনার বলা "সোনাই হায় হায় রে" লাইনটা এক হাজার বচ্ছর একটানা কানে ধরে রাখার মত মধুর!

kawsar
Автор

আমার দাদুর খুব পছন্দের একটা গান ছিলো।দাদু নেই আজ ১১বছর।এই গানটা যখন ই শুনি দাদুর মুখটা ভেসে ওঠে।সোনাই হায় হায় রে।

mdrakibmian
Автор

কলঙ্কিনী রাধা, আর ট্রেপের কষ্ট বেচে খাই ও স্বার্থপর.. এই তিনটা গান শুনতে চাই রুদ্রের ভয়েস এ.. অস্থির ভাই আপনার ভয়েসটা। 💜💜💜

saimumfarabi
Автор

মাঝে মাঝে ভাবি, , এই গানের কলি এটা কি ভাবে আসলো তার মাথায়, , ❤❤

SobujBai-nfob
Автор

2025 আবার শুনতেছি ❤
কিছু গান রুচিশীল মানুষের মাঝে সীমাবদ্ধ থাকা উচিত। টিকটক প্রজন্ম যেন সব গান গুলো না ছুয়ে শেষ করে!

hmsejan
Автор

এত আবেগপূর্ণ কন্ঠ 💜
সাথে গিটার আর বাঁশি...
শুভ কামনা রইলো Backstage এর জন্য ♥

auditipaulmiti
Автор

এই পর্যন্ত কয়বার শুনেছি তা টিক গুনতে পারবো না, , আমার চোখের জল জড়ানোর জন্য আপনি দায়ি, তবু ও এই আবেগে পরিপূর্ণ গানটা আমি শুনে যাবো, , ,
😢😢😢😢
এভাবে কি গায় নাকিরে পাগলা?? একদম কলিজায় যাইয়া লাগছে😭😭😭😭😢😭😭😭

songwithslowedandlofi
Автор

রুদ্র ভাই ইজ ব্যাক! 😎😎
কিন্তু ভাই তোমাদের আগের স্টুডিও ব্যাকগ্রাউন্ড টা হ্যাভী মিস করি! 😞😞💔💔
আর শুভ ভাই ১ এর! 😍😍

adib.ashraaf
Автор

আমি বোধহয় ভিনগ্রহে হারিয়ে গিয়েছিলাম, সমস্ত অভিযোগ উজাড় করে মুষ্টিবদ্ধ করে কোন এক কোনে এই সুরে আপ্লুত হইতে ছিলাম।
কখনো যদি আবার সুযোগ হতো, এই গানের সুরে নিজেকে আবার খুজে নিতাম, বড্ড বেমানান সুরে চিৎকার করে গাইতাম এই গান। তবুও তেষ্টা মিটত না, আর বোধহয় মিটবেও না।

কারন, ঠোঁটের জলখানি আর সেই স্বাদটা পায় না, হারিয়ে গেছে দুর বহুদূরে।
যেখানেই থাকো ভালো থেকো আমার তৃষ্ণাত্বের আদার😔

সিফাত😓

si.shifat
Автор

আবেগপূর্ণ কন্ঠ আর বাশির সুর মিলে অসাধারণ। হৃদয় ছুয়ে যায়। ❤❤
Love from the bottom of the heart to Rudra vai, Shuvo vai and the guy who played flute.

zerogravity
Автор

রুদ্র ভাই; এতো আবেগ দিয়া কিভাবে সম্ভব ।
পুরা কলিজায় গিয়া বিঁধছে !

hossainovi
Автор

আহা কি স্নিগ্ধ, অস্থির এই হৃদয়কে ঠান্ডা করার জন্য এমন লিরিক দরকার ছিলো।

FarhanChowdhury-exqd
Автор

You guys are timeless and the will you ignite as music burns through the heart of many and shall forever leave a mark <3

sadmansaifee
Автор

Backstage is back . love you backstage

Mrshuvo-gkym
Автор

হায় হায় রে সোনাই । ভাই দিন ভরে‌‌ শুনলেও শুনতে মন চাই

badhonkabir
Автор

Onk fav ekta gaan tar upor fav manus ta gaise just wow 😍😘

emoalter
welcome to shbcf.ru