Bappa Mazumder Monologue 01. A very personal observation

preview_player
Показать описание
A personal observation about the listening attitude of music listeners
Рекомендации по теме
Комментарии
Автор

If you bring back the cassette or CD, we will definitely buy it, Dada

mahmudamin
Автор

টিফিনের পয়সা বাচিয়ে ক্যাসেট কিনতাম। ৯১/৯২ সাল। অনুভূতি গুলো বুঝাতে পারবো না।দাদা মনের কথা বলেছেন।এগুলো ছিল আমাদের কল্পনা আমাদের আবেগ আমাদের ভালো লাগা

MHS
Автор

Dada apni ekta core sub niye kotha bolsen. Etai ekhon problem. Thanks dada.

deepusarwar
Автор

এই একই স্বপ্ন আমি দেখি ও শেয়ার করি, যদিও সবাই পাগল বলে, বলে অসম্ভব, তবে আমার মন বলে ফিজিক্যাল এ্যালবাম এর প্রয়োজনিয়তাই তাকে ফিরিয়ে নিয়ে আনবে। একই রকম ভাবে আমি ফটোগ্রাফির কথা বলতে এ্যালবাম।ভালো থাকবেন।

mzsameermusic
Автор

True, onak onak gun suna akon r hoy na. Agaa onak onak all most holl day gun shuntam😂

nuhinansarynabil
Автор

Khub valo bollen sir. Age lok Radio te gaan sune wait kore thakto abar kobe oi gaanta sunte pabo tarpor album kinte jeto ... ekhon radio o keu sone na eta o ekta karon noy ki??

RobiPramanick-go
Автор

কেন যেন আমাদের দেশেই ফিজিকাল অ্যালবামের চলটা উঠে গেল। বিদেশি শিল্পীদের কোনো গান বা অ্যালবাম বের হলে এখনো দেখি অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি তারা সিডি-ক্যাসেট, এমনকি ভিনাইল রেকর্ড পর্যন্ত তৈরি করে, যে শ্রোতার যেভাবে পছন্দ সে সেভাবে গানগুলো সংগ্রহ করে। পাইরেসি সেখানেও হয়, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়। আমরা সময়মত পাইরেসিকে আটকাতে পারি নি বলেই হয়তো সিডি-ক্যাসেটের বাজারটা তখন পড়ে গেল। তবুও এখনো সেটা ফিরিয়ে আনা সম্ভব এবং উচিত বলেই আমার মনে হয়।

SudiptaMukherjeeBD
Автор

প্রিয় দাদা❤ আমার প্রণাম নিবেন 🙏
ইলেকট্রিক গিটার প্রসেসরের টোন বা প্যাচ সম্পর্কে যদি কিছু জানাতেন, খুবই উপকৃত হতাম। কারণ আমার কাছে প্রসেসর আছে। কিন্তু আমি তার সঠিক ব্যবহার জানিনা। কিভাবে এফেক্ট ব্যবহার করতে হয়, কোন এফেক্টের কি কাজ, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই।

Avhijith
Автор

Kintu dada seta ei somoy tay ki sombhob, ekhon entertainment onek kichu chole eseche

SojibBadya
Автор

amar mone hoy artists der shadharon albums shobar kache ekhon jebhabe unmukto ache sheta poriborton kore physical form e ana onek din er bepar, tar theke borong kichu selected gaan othoba album othoba jetai hok na keno, hote parena je artists shudhu physical form ei bikroy korlo ? tahole etao bojha jabe je, kon listener kon artist take beshi pochondo kore ebong, gaan er mullo tao bojay thake? jodi idea ta bhalo lege thake janaben please Bappa da, big fan!

NowshadKhele
Автор

স্কুলের টিফিনে ৫ টাকা পেতাম। তো সেটা না খেয়ে ৭ দিন জমালে ৩৫ টাকা হতো। তখন সেই ৩৫ টাকা অনেক টাকা । সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকতে থাকতে গ্যস্ট্রিক বেঁধে গিয়েছিল সেই ক্লাস সেভেনেই। সেই ৩৫ টাকা নিয়ে কাশফি অডিও তে যেতাম ক্যাসেট কিনতে। আব্বা গান সুনতে দিতো না। জোড়া তালি একটা ওয়াক ম্যান জোগাড় করেছিলাম। ১০ টাকায় ২টা সানলাইট ব্যাটারি। আব্বার ভয়ে লুকিয়ে লুকিয়ে গান সুনতাম। ধরা পরলে ক্যাসেট ভেঙ্গে ফেলতো, তার পরে ফিতা ছিড়ে ডোবায় ফেলে দিতো। মানুষ নায়ক গায়ক হতে স্ট্রাগল করতো আর আমি করতাম গান সুনতে।

নতুন এলবাম। প্রথম আকর্শন ছিলো কাভার। লম্বা কাভার বটে বটে ছোট করা। ভেতরের ছবি, লিরিক্স, শুভেচ্ছা বার্তা, লিরিসিস্ট, ইন্সট্রুমেন্ট আর্টিস্ট সব পড়তাম। এখন তো খালি মানুষ শিল্পী চিনে, কিন্তু একটি গানের পিতা এবং মাতা যথাক্রমে গীতিকার ও সুরকার কে কেউ চিনে না, সন্মান দেয় না আমলে নেয় না, বাট এলবামের কাভার সেইটা কানেক্ট করতো। কাভার থেকে লিরিক্স মুখস্থ করতাম। এলবামের প্রথম দিকে থাকতো হিট গান, এর পরের ২-১০ ট্র্যাক পর্যন্ত থাকতো গীতিকার, সুরকার আর শিল্পীর জাদু। ক্রিয়েটিভিটির তুফান। হিট করার ইঁদুর দৌড় না। দুধের সর উপরে থাকলেও ক্যাসেটের সর থাকতো মাঝখানে বা নিচে। দাদা, আপনার সুর করা জীবনের সেরা সেরা গান গুলো কিন্তু সেভাবে হিট হয় নাই বা এখনকার স্রোতারা জানেই না। তারাই জানে যারা পুরা এলবাম ধরে গান সুনতো।

এখন এইসব কিচ্ছু নাই, আবেগ, ভালোবাসা, এটাচমেন্ট, ঈদে নতুন এলবাম আসবে সেই এক্সাইট্মেন্ট। গান এখন প্রোডাক্ট, প্রতিটাই হিট হতে হবে, মানের বালাই নাই। লাইক, ভিঊ হচ্ছে শিল্পের মান দন্ড। গান এখন শোনার জনিস না দাদা, গানের সর্বনাশ সেইদিন হইছে যেই দিন গান হয়েছে দেখার জিনিস।
অনেক পুরনো কথা মনে পড়ে গেলো দাদা, একটু ইমোশনাল হয়ে গিয়ে এতো কথা লিখলাম। ভালোবাসা নিবেন দাদা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার দারুন দারুন সব সৃষ্টি দিয়ে আমার শৈশব কে এতো দারুন বানানোর জন্য।

Siamwhat.