Tumi Achho Eto Kachhe Tai | Audio | Kumar Sanu | Pulak Banerjee | Arup-Pranay

preview_player
Показать описание
Listen to Tumi Achho Eto Kachhe Tai sung by Kumar Sanu.

Song Credit:
Song: Tumi Achho Eto Kachhe Tai
Album Title: Surer Rajanigandha
Artist: Kumar Sanu
Music Director: Arup-Pranay
Lyricist: Pulak Banerjee

Song Lyrics:
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে স্বর্গ কে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই।
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে স্বর্গ কে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই।
তুমি আছো এতো কাছে তাই।

যত ব্যাথা ছিলো গো আমার
তোমার পরশে দূর হলো
হৃদয়ের মনো-বীনা
নিমেষে গানের সুর হলো,
নিমেষে গানের সুর হলো
তোমার দেওয়া সে গান আজ
তোমাকেই গেয়ে যে শোনাই।
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে স্বর্গকে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই।
তুমি আছো এতো কাছে তাই।

স্বাধ ছিলো বাসবো ভালো
তোমায় কখনো পাই যদি
ভাবিনি তো এ প্রেম হবে
দুকূল ছাপানো এক নদী,
দুকূল ছাপানো এক নদী
তোমার আমার যা কিছু
এই স্রোতে এসো না ভাসাই।

তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে স্বর্গ কে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই।
তুমি আছো এতো কাছে তাই .

Label:: Saregama India Ltd

For more videos log on & subscribe to our channel :




Рекомендации по теме
Комментарии
Автор

Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
#monerpassword #anupamroy

saregamabengali
Автор

1991 সালে পুজোর সংখ্যায় গানগুলো বেরিয়েছিল সুরের রজনীগন্ধা অ্যালবামের নাম তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর এখন আমার বয়স 50 । 33 বছর ধরে এই গানগুলো শুনে আসছি 33 বছরে বহু আপনজন চলে গেছে তার মধ্যে আমার বাবা চলে গেছে তাই যখনই এই গানগুলো শুনি তখন যারা চলে গেছে তাদের কথা খুব মনে পড়ে

sanjayadhikari
Автор

আজকালকার টিকটক জেনারেশন এই গানের মর্ম বুজবে না!
এটা আমাদের ভালোবাসা ইমোশন!❤ 80, s90, s all people's
Still popular 2023❤

sumandeb
Автор

এইসব গান কোনোদিন পুরোনো হবে না। এককথায় অসাধারণ, অনবদ্য।

tanisthapatra
Автор

মারাত্মক গেয়েছে।অসাধারন লেখা গানগুলি। যার কোনো তুলনা হয় না।

tamalkantipal
Автор

দুঃখের সময়ে পাশে কেউ থাক আর নাই থাক সানু দার এই গান গুলো থাকবে সব সময়। Love you sanu da❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

Shibsokti_
Автор

শানু দা you are rock. ছোট থেকে শুনছি।‌ তুমি পুরনো হলে না। মনটা just ভালো হয়ে যায় তোমার এই গানগুলো শুনলে। 💙

souravkar
Автор

ছোট বেলার অনেক স্মৃতি জড়িয়ে এই গান গুলির সঙ্গে

goutamdebnath
Автор

শানু দা শানু দাই থাকবে, এই জায়গাটা কেউ কোন দিন ছুঁতেও পারবেনা । ❤❤❤❤

subirdebnath
Автор

এই গানটা সম্ভবত 1994 সালের পুজোর গান। তখনও তো cassette এর যুগ ছিলো। এই সংখ্যার cassette টা আমার ছিলো।

himadridas
Автор

এই গান শুনলে কতকিছু মনে পড়ে। গান এমন এক জিনিস কতকিছু ভুলিয়ে দেয়, আবার অনেক কিছু মনে করিয়েও দেয়। ❤

Apurbadey
Автор

অসাধারণ এবং অভূতপর্ব, সেই ছোটো বেলা থেকে শুনে যাচ্ছি কোনো দিন পুরনো মনে হয়নি যত শুনি আরো শুনতে ইচ্ছে করে

somnathjana
Автор

ছোটো বেলায় তো আর ফিরে যেতে পারবো না... ছোটো বেলা ফিরে পাই এই গান গুলো শুনে...❤❤

samratmaity
Автор

Pujo asche ....abr cholbe aisob gan❤️❤️ aladai Santi🥰

milannaskar
Автор

সারা জীবন শুনলে মনে হবে, যেন অারও একবার গানটি শুনি। গানটি এতো সুন্দর লাগে 🙏🙏

sudipdas
Автор

পুজোর ঠিক এক মাস আগে থেকে গান টা শুনতে যেনো অমৃত লাগে ❤❤

sohanhalder
Автор

কোনো এক দিন আমি আর আমার প্রিয়তমা মা শ্যামা পুজোয় একসাথে হাটবো এবং আমাদের সুন্দর পবিত্র ভালোবাসা থাকবে আর এই গানটি মাইকে বাজবে, মনে থাকবে আনন্দ আর বিশ্বাস মা শ্যামার কাছে প্রার্থনা রইল ❤🥰😇

manoranjansingha
Автор

সত্যিই গানগুলো এত (1:53) - The goosebump line...🎉

ganerbhubonss
Автор

তখন ছোটবেলায় পূজোর ছুটিতে হোষ্টেল থেকে বাড়ি ফেরার বাসে এই গান চলতো...
এখনও একই অনুভূতি ❤️

susantabaskey
Автор

এই গান গুলো শুনলে একটা আলাদা অনুভূতি জাগে, , ❤️💖

leavinglife-cv