Bolo Konna Kobul Kobul | Sonali Kabin- 13 | Al Mahmud | Bangla Kobita Abritti by Sarwar

preview_player
Показать описание
Bolo Konna Kobul Kobul | Sonali Kabin- 13 | Al Mahmud | Bangla Kobita Abritti by Dr. Md. Sarwar Hossain

লোবানের গন্ধে লাল চোখ দুটি খোলো রূপবতী
আমার নিঃশ্বাসে কাঁপে নক্‌‌শাকাটা বস্ত্রের দুকূল ?
শরমে আনত কবে হয়েছিল বনের কপোতী ?
যেন বা কাঁপছো আজ ঝড়ে পাওয়া বেতসের মূল ?
বাতাসে ভেঙেছে খোঁপা, মুখ তোলো হে দেখনহাসি
তোমার টিক্‌‌লি হয়ে হৃদপিণ্ড নড়ে দুরু দুরু
মঙ্গলকুলোয় ধান্য ধরে আছে সারা গ্রামবাসী
উঠোনে বিন্নীর খই, বিছানায় আতর, অগুরু ।
শুভ এই ধানদূর্বা শিরোধার্য করে মহিয়সী
আবরু আলগা করে বাঁধো ফের চুলের স্তবক,
চৌকাঠ ধরেছে এসে ননদীরা তোমার বয়সী
সমানত হয়ে শোনো সংসারের প্রথম সবক
বধূবরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকুল
গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল, কবুল ।

=====================================================

#bolo_konna_kobul_kobul #sonali_kabin #al_mahmud #Sarwar
Рекомендации по теме