filmov
tv
7. Petty Never Grew- Deyal

Показать описание
Deyal is the seventh song from Petty Never Grew’s debut full length, The Pink Album
Lyric:
যখন সব পিছুটান
দেয়ালে পিঠ ঠেকে রাখে,
যখন সব ফেলে দিয়ে
স্বপ্নে বিভোর হয়ে ওঠো,
ভেবে বলো, সুখ এসেছে
তোমার দ্বারে?
জড়িয়ে ধরে বরণ করেছে?
আঁকা ছবিতে মানুষগুলো বদলে যায়,
রং তুলিতে সাদা-কালো মিশে যায়,
এই ভাঙা দেয়ালে রঙের বাহার তুলে রেখেছো,
বাক্সে ভরা বহু বাক্য রয়ে যায়।
নীরস জীবনে অল্প আলো
উঁকি দেয় দেয়ালের ফাঁক থেকে,
শীতল আভাস পাওয়া যায়
তোমার অস্তিত্বে।
(তুমি সরে যাও,
তুমি ঢেকে যাও,
তুমি মুছে যাও,
তুমি সরে যাও।।
তুমি সরে যাও,
তুমি ঢেকে যাও,
তুমি মুছে যাও,
তুমি চলে যাও।।)
তোমার প্রত্যয়
একে একে দূরে সরে যায়
আমার শিরা ছিঁড়ে।।
Released under the label of The Mothership Records on March 1, 2019
Artwork by Faruq Reza Mitul
Recorded at Acoustic Artz
Lyric by Rushmian Wadud
Special thanks to Rushnaf Wadud for backing vocals
Produced by Rakat Zami at The Forge
Music written and composed by Petty Never Grew
All rights reserved by Petty Never Grew and The Mothership Records
Remember us.
#mumsthesound #thepinkalbum #themothershiprecords
Lyric:
যখন সব পিছুটান
দেয়ালে পিঠ ঠেকে রাখে,
যখন সব ফেলে দিয়ে
স্বপ্নে বিভোর হয়ে ওঠো,
ভেবে বলো, সুখ এসেছে
তোমার দ্বারে?
জড়িয়ে ধরে বরণ করেছে?
আঁকা ছবিতে মানুষগুলো বদলে যায়,
রং তুলিতে সাদা-কালো মিশে যায়,
এই ভাঙা দেয়ালে রঙের বাহার তুলে রেখেছো,
বাক্সে ভরা বহু বাক্য রয়ে যায়।
নীরস জীবনে অল্প আলো
উঁকি দেয় দেয়ালের ফাঁক থেকে,
শীতল আভাস পাওয়া যায়
তোমার অস্তিত্বে।
(তুমি সরে যাও,
তুমি ঢেকে যাও,
তুমি মুছে যাও,
তুমি সরে যাও।।
তুমি সরে যাও,
তুমি ঢেকে যাও,
তুমি মুছে যাও,
তুমি চলে যাও।।)
তোমার প্রত্যয়
একে একে দূরে সরে যায়
আমার শিরা ছিঁড়ে।।
Released under the label of The Mothership Records on March 1, 2019
Artwork by Faruq Reza Mitul
Recorded at Acoustic Artz
Lyric by Rushmian Wadud
Special thanks to Rushnaf Wadud for backing vocals
Produced by Rakat Zami at The Forge
Music written and composed by Petty Never Grew
All rights reserved by Petty Never Grew and The Mothership Records
Remember us.
#mumsthesound #thepinkalbum #themothershiprecords
Комментарии