Kalo Jole Kuchla Tole | Tramline | Rishi Panda | Bangla Folk 2021

preview_player
Показать описание
Singer - Rishi Panda
Aranger, Mix & Master - @rupaktiary
Flute - Swarajit Ratul Guha
Videography - @theadityapaul4 , Subhasis Mukherjee
Edit & Color - Aditya Paul

To watch the full story go the this link.

Listen this song on your favourite platform.

My 2nd channel - @RishisMixtape
follow me here.

Tramline's Official youtube channel. @Tramline4u

Lyrics: Traditional

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়৷

মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার৷

কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷
Рекомендации по теме
Комментарии
Автор

গান টা Tramline এর একটা short story এর জন্য বানানো| পুরো গল্পের link description এ পেয়ে যাবে | 😇😇
Thank you Rupak, Aditya, Swarajit & Subhasis Da for this. 💗💗💗😊

rishipanda
Автор

কেন জানিনা...!!
সব এই গানটার সব version গুলোর থেকে এইটাই সবচেয়ে সেরা লাগে.... কোথায় যেনো একটা হারিয়ে ♥️সত্যিই অনবদ্য♥️ কত্ত বার যে শুনলাম তার ঠিক নেই.. ♥️

Rimli_mukhopadhyay
Автор

যেমন গলা, তেমন লেখা আর তেমনি তাল। অনেক version শুনেছি, কিন্তু এটা বেস্ট। মন ভরে গেলো তাও বার বার শুনছি👍

Depanjan
Автор

TikTok থেকে গান টা শুনতে আসলাম, অনেক ভালো লাগছে গান টা, আজকে তারিখ 2024/3/8 এর পর কেউ যদি দেখ গান টা তাহলে একটা লাইক দিও 😌😌

asifchowdhury
Автор

প্রতিদিন যেহেতু গানটা শুনি, কমেন্ট রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝে নিব, কতজন গানটা শুনতে এসে কমেন্টটি পরে গেলো।

mdreheman
Автор

গানটার প্রেমে পড়ে গেছি🥰🥰
পূর্ব বাংলা থেকে অবিরাম ভালোবাসা❤️❤️
বাংলার জয় হোক, বাঙালীর জয় হোক❤️❤️
বাংলার গানের জয় হোক❤️❤️

MNTv-jtvt
Автор

আজকাল খুব কম এমন গায়ক পাই, যারা original গানটাকে original রেখেই গাইতে পারে…তার ওপর লোকসঙ্গীত হলে তো তার, ঠিক pure উচ্চারণ আর মাটির flavour ta ছাড়া মনেই ধরেনা। অনেক দিন পর, এমন কাওকে পেলাম যে গানটা এত সুন্দর করে গাইলো… অনেক ধন্যবাদ 😊😊😊😊

purbad.g
Автор

গানের মধ্যে কী যেন আছে! কখনো ভিতরে হাহাকার করে ওঠে, কখনো বুকের ভিতর হিম হয়ে আসে, আবার গানের মধ্যেই মন ভাল হয়ে যায়, আর যখন শেষ হয় তখন শুরু হয় তড়িঘড়ি, আরেকবার শোনার জন্য।

shafwanurshanto
Автор

অনেক singer এর শুনলাম কিন্তু আপনার গলা টাই অ্যাডিক্ট হয়ে গেছি ❤ সবদিক থেকে পারফেক্ট ❤

Bong-Sumit.
Автор

I'm from Medinipur district.... Felt tears in my eyes when I heard the mention of this land ... Kon phule te Krishno ache kon phule Tey Radha is an emotion 🥺

alien_girl
Автор

মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা ❤️ দারুন হয়েছে ৠষি দা❤️🌸

InnerQuote
Автор

গানটায় মাটির গন্ধ আমায় মুগ্ধ করে দিলো, অনেক শুভেচ্ছা রইলো স্যার 🙏🙏🙏

abhigyanchaudhuri
Автор

কত বার যে গানটা শুনেছি
আমার প্রিয় গান গুলোর তালিকাতে এই গানেরও স্থান রয়েছে ❤️

ধন্যবাদ ভাইয়া💐

FreedomKonnaa
Автор

গানের মধ্যে একটা বাংলার সংস্কৃতি লুকিয়ে আছে।❤️

arijitbauri
Автор

এই গানটা দিনে ১০ বার শুনি, অসাধারণ এক গান। take love from Bangladesh 🇧🇩🇧🇩

atikmahmud
Автор

মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷🥰🍂

arindomchowdhury
Автор

Dude you have a magical voice... Thanks for spreading peace to the world

arindamdemon
Автор

Can we just appreciate how beautiful the place is and goes perfectly with his voice ♥♥

Ranker
Автор

উফফ কি অসাধারন গানটা শুনে মনটা খুব ভালো হয়ে গেলো 🥺💝💓কি দিয়ে তৈরি করেছেন গলা টা 🤧💓। I'm from purba Medinipur and now I can feel the reality of this song actually.Thank you dada carry on we will support you ☺️

Computer
Автор

*Never ignore a person who loves you, cares for you, misses you. Because one day, you might wake up from your sleep and realize that you lost the moon while counting the stars 💝💝.

bollywoodsongs
visit shbcf.ru