Dekho Aloy Alo Akash //Arjit Singh Song

preview_player
Показать описание
Dekho Aloy Alo Akash //Arjit Singh Song
Рекомендации по теме
Комментарии
Автор

যাদের এ জীবনে হারিয়েছি মা বাবা শ্বাশুড়ি মা সবার জন্য ই মনটা কেঁদে ওঠে। এ গানের এমন ই আবেদন।
অরিজিত দীর্ঘ জীবি হ ও।

mitaroy
Автор

গানটা শুনলে মনটা আবেগে ভোরে যায়, ঐশ্বরিক প্রতিভা না থাকলে এতো মধুর হতে পারে না, যেন ঈশ্বরের প্রতিমূতি!ধন্যবাদ 🙏

KamalChandraDas-etlt
Автор

সময় বড়ো বলবান। মন খারাপ হয়ে যায় এই গানটি শুনে। "বলে আয়রে ছুটে আয়রে ত্বরা, এল সময় রাজার মতো, হলো কাজের হিসেব সাড়া " বাংলার দেবী সরস্বতীর বরপুত্র অরিজিত। ❤❤

kabitabhaduri
Автор

এই গান টি না শুনলে বুঝা যেতোনা গানটির কতো ছুয়ে গেলো।

munnigupta
Автор

ভাষা নেই অনুভূতি প্রকাশ করার। স্বর্গ ও মর্ত্যের যোগসূত্র।

sudiptahore
Автор

অরিজিৎ এ গান তোমায় সকলের হৃদয়ে বসিয়ে রাখবে চিরকাল কোনো জানো তোমার মায়ের প্রতি ভালোবাসা যা সবাইকে ভাবাবে ❤

mamataganguly
Автор

গান শুনে চোখে জল এসে যায়। যখনই মনটা খারাপ হয় তখনই এই গানটা শুনি। কোন এক অদৃশ্য জাদুতে মনটা ভালো হয়ে যায়।সাবাস অরিজিৎ এই গানটার মধ্যে তুমি চিরকাল বেঁচে থাকবে।

Ovichakraborty-ud
Автор

কেনো জানি বার বার গানটা শুনতে মন চাই 🥺❤️
মন প্রাণ ভরে যায় 🥰

arnobtalukder
Автор

এই গানটা শুনলে মা এর কথা খুব মনে পড়ে। দীর্ঘ 25 বছর পর আবার বাবার সাথে দেখা হয়ে নিশ্চয়ই খুব ভালো আছো। তবে আমাকে একদম একলা করে গেলে

sampabhanjachaudhuri
Автор

আমি খ্রীষ্টান। কিন্তু এই গানটা এত ভালো লাগে কেন জানি না। ছোটদের আগেই বলেছি আমার শেষ ক্রিয়ায় যেন এই গানটা চালানো হয়।🙃🙂

eityrozario
Автор

আমি একজন মুসলিম নারী ।তবুও এই গানটি এতো ভালো লাগে মনটা কষ্টে ভরে যায় বুকের ভেতরটা কেঁদে ওঠে।আমার পরিবারের যাঁরা ওপারে চলে গেছে তাদের জন্য কষ্ট হয় ।ওপারের সবাই ভালো থাকুক ।

raterakasherdhrubotara
Автор

এই গানটা শুনলে আমার বাবার কথা খুব মনে পড়ে যায় এটা আমার বাবার প্রিয় গান ছিল পাঁচ মাস হয়ে গেল আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে বাবাকে খুব মিস করি বাবা তুমি খুব ভালো থেকো

mandira
Автор

আমার এখন 18 বছর আর আমার মাকে হারানোর 17 বছর হয়েযাচ্ছে । 'মা' হারানো কী তা শুধু তারাই জানে কত কষ্টের যাদের 'মা' নেই। একটাই কথা বলার আছে, মা কে কখনো কষ্ট দেবে না ❤।

hartstatus
Автор

❤এমন সুন্দর করে গান হাতে গোনা কয়েক জন গাইতে পারে।যার মধ্যে অরিজিৎ সিং একজন।তবে আমার কাছে
রবীন্দ্রসংগীত +অরিজিৎ সিং =দুটো চোখ বন্ধ, দীর্ঘশ্বাস❤😊😌😞

sanchitapal
Автор

ওম শান্তি। সত্যি গানটা হৃদয়কে স্পর্শ করে যায়। এই মিছে দুনিয়ায় কত না করি বাহাদুরি।

rajandebnath
Автор

আজ ১০বছর হয়ে গেলো মা তুমি শুধু স্মৃতিতেই থেকে গেলে, , , অনেক ভালোবাসি মা 😔😔

AnuRay-fm
Автор

যুগ যুগ ধরে এই গান মানুষ শুনবে, শুনতেই হবে 😢😢 একটা সময় আমি বা আমরা থাকবো না কিন্তু এই কমেন্ট গুলো থাকবে 😢😢😢😢

taheratabachhum
Автор

পুরোনো সেই দিনের স্যার , ম্যাম , আরও কিছু স্মৃতি বহন করা গৃহশিক্ষক ও শিক্ষিকাদের খুব খুব ভীষণভাবে মনে পড়ে , কিন্তু কিছু তো করার নেই আমাদের মতো সাধারণ মানুষের , আমাদের রক্তে রাঙানো আর মাংসের দ্বারা গড়া ত্বকের আবরণমাত্র দেহখানি, আমরাও একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যাবো , খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুব খুবই মনে খারাপ লাগে , এই মন হারানো এবং অপরদিকে মন জয়ী করা গানটার সুন্দর সুরের সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে । সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন , এই গানটার পারিভাষিকতার জন্য , এইসব ভালোমন্দ কথাগুলো লিখে গেলাম , সকলের উপকার হবে ।

payelpatra
Автор

Arijit sir আমরা আপনাকে অনেক ভালো বাসি ❤সত্যি আপনার গানের গলাটা খুব ভালো লাগে

Ss-xgmtodu
Автор

কি যে লেখবো ভেবে পাচ্ছি না।তবে যুগ যুগ ধরে মানুষ এ গান টি শুনতে ভুলবেনা। অসাধারণ কণ্ঠ।

MashwerSaha