Ami Khatar Patay Cheyechhilam (Stereo Remake) | Asha Bhosle | Bengali Modern Song 1963 | Lyrics

preview_player
Показать описание
This famous ‘sarna juger (swarna yuger) gaan’ has been revived with a pseudo stereo effect imparted for listening pleasure. To maintain originality, songs and music are kept unchanged. Hope all will like the new form of song.
Please listen this HD quality old Bangla song in headphone/stereo speaker/home theater with no equalizer.
Song Information:
Song: Ami Khatar Patay Cheyechhilam | আমি খাতার পাতায় চেয়েছিলাম (1963)
Artiste: Asha Bhosle । শিল্পী: আশা ভোঁসলে
Lyricist: Pulak Bandyopadhyay । গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
Music: Manna Dey | সুরকার: মান্না দে
Song Originally Published by: RPG HMV (Saregama)
Enjoy LIKE and SUBSCRIBE for many more old songs of golden era with this type of stereo effect.

Lyrics:
আ আ আ আ উঁম্‌ম্‌ম্‌ আ আ আ আ আ
আমি খাতার পাতায় চেয়েছিলাম
শুধু একটি তোমার সই গো
তুমি চোখের পাতায় লিখে দিলে
চোখের পাতায় লিখে দিলে
আমি হলাম তোমার সই গো
আমি হলাম তোমার সই গো

ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবে হার
ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবে হার
যদি সে হার নিয়ে কন্ঠে পরো
আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো
উঁম্‌ম্‌ম্‌ আ আ আ আ

আমি বন্ধ খাতা খুলে দেখি
তুমি দাওনি কোনোই দাগ গো
বন্ধ খাতা খুলে দেখি
তুমি দাওনি কোনোই দাগ গো
আমি রাগ করে চোখ বন্ধ করে
দেখি তোমার অনুরাগ গো

হয়তো কোথাও ভুল ছিল তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিল নিজেই তাই
হয়তো কোথাও ভুল ছিল তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিল নিজেই তাই
তুমি সে কর যদি হাতে ধরো
আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো

Aa aa aa aa ummm aa aa aa aa aa
Ami khatar patay cheyechhilam
Shudhu ekti tomar soi go
Tumi chokher patay likhe dile
Chokher patay likhe dile
Ami holam tomar soi go
Ami holam tomar soi go
Ami holam tomar soi go

Bhebechhilam bhulbe tumi ahongkaar
Jakhon ami jayer kachhe manbo haar
Bhebechhilam bhulbe tumi ahongkaar
Jakhon ami jayer kachhe manbo haar
Jodi e haar niye kanthe paro
Ami kothay roi go
Balo ami kothay roi go
Balo ami kothay roi go
umm aaaaaaaa

Ami bandho khata khule dekhi
Tumi daoni konoi daag go
Ami raag kore chokh bandho kore
Dekhi tomar onuraag go
Bandho khata khule dekhi
Tumi daoni konoi daag go
Ami raag kore chokh bandho kore
Dekhi tomar onuraag go

Hoyto kothao bhul chhilo tar mashul chai
Kar niye mon esechhilo nijei tai
Hoyto kothao bhul chhilo tar mashul chai
Kar niye mon esechhilo nijei tai
Tumi se kar jodi haate dharo
Ami kothay roi go
Balo ami kothay roi go
Balo ami kothay roi go
Рекомендации по теме
Комментарии
Автор

Thanks in advance. Please leave a comment what else you would like to
listen from songs of golden era (songs of 50s, 60s and 70s)

Автор

ভালো শ্রোতা যতদিন বেঁচে থাকবে, এই সমস্ত শিল্পী এবং তাদের গান ততদিন বেঁচে থাকবে।

bijanchandrapal
Автор

ছোটবেলায় খুব শুনতাম এই গানটা। আজ শুনে বুঝলাম কি অসাধারণ শব্দের খেলা লুকিয়ে ছিল এর মধ্যে। পুলক বাবু, আপনাকে সহস্র প্রণাম 🙏

subrataraychaudhury
Автор

আশাজী অতুলনীয়। চন্দ্র সূর্য্য যতদিন থাকবে আপনার কণ্ঠ তত দিন থাকবে। আপনি অমর হয়ে থাকবেন।

pradipchdas
Автор

এনাদের গানে প্রান ভর পুর
এখন আর তৈরি হয় নি "" আর হবে ও না "" গুণমুগ্ধ কিংবদন্তি শিল্পী দের জানাই সেলুট ❤❤❤❤❤❤

rebamodak
Автор

অসাধারণ একটি গান, যেমন গীতিকার তেমনই সুরকার আর তেমনই শিল্পী, অসাধারণ মেলবন্ধন!!

kaberibanerjee
Автор

একদিকে আমাদের সৌভাগ্য যে আমরা যে সময় জন্ম গ্রহণ করে বড়ো হয়েছি সেই সময়
আমারা সব দিক থেকেই এই বাংলাদেশের
রত্ন ভান্ডার পরিপূর্ণ পেয়েছি। কিন্তু আজ আমাদের দূর্ভাগ্য যে সেই রত্ন ভান্ডার আজ
শূন্য। আমাদের সময়ের গান শুনলে মনে প্রাণ জুড়িয়ে যেত, আর এখনকার গান শুনে হৃদকম্প শুরু হয়ে। এটাও আমাদের দূর্ভাগ্য যে আমরা আমাদের উত্তরসূরি জন্য ভাবি যে এখনকার ছেলে মেয়েরা কোন পথে চলেছে। এরা কি ভালো মন্দ কিছু ই বোঝে না? আর আমাদের শ্রদ্ধেয় মান্না বাবুর কথা বলতে গেলে হৃদয় থেকে বলি সত্য, ই মন ভারাক্রান্ত হয়ে যায়। আর উনি তো ওনার গানের মাধ্যমে ই
বলে গেছেন,
" এ জীবনে যত ব্যাথা পেয়েছি
তুমি যে দিয়েছো
মুছায়ে দিয়েছো আখিঁ জল ..., ....
কোমল পরশ তব বুলায়ে !!!!

...
মুছায়ে দিয়েছো

samarkumarnandy
Автор

অতি সুন্দর একটি গান।আশা ভোঁসলে যত পুজোর গান করেছেন, তার মধ্যে সবচেয়ে মাধুর্যময় গান বলে আমার ধারণা।

sandipchattopadhyay
Автор

খুব ই সত্যি কথা। সুরকার মান্না দে কে কেউ জানতে ও পারলো না। ভাবা যায় না। অসাধারণ সুর।

shankarasishbanerjee
Автор

মান্না দে এবং আশা ভোঁশলের এক অতি সুন্দর যুগলবন্দী বলা যায় এই গান সম্বন্ধে।

KanchanKarmakarvulcan
Автор

আশাজীর এই অসম্ভব সুন্দর voice আর কেন জন্মায় না

Nen-tm
Автор

মান্না দে কেনো যে এতো কম গানে সুর আমরা অসাধারণ গায়কের সাথে আরেকজন অসাধারণ সুরকারকে পেতাম...

bipulde
Автор

I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this song.

piyalbanerjee
Автор

ভালো শ্রোতা যতদিন বেঁচে থাকবে, এই সমস্ত গান ততদিন বেঁচে থাকবে।

Rafsan_bissash-bt
Автор

এই গানটা জানিনা কেন, যতবার শুনি ত্ততবারি যেনো কোথায় হারিয়ে যাই, কি যে ভালো লাগে বলে বোঝানো যাবেনা, মুগ্ধ হয়ে যাই 💕💕💕❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

sonalimajumdar
Автор

আমি খাতার পাতায় চেয়েছিলাম
শুধু একটি তোমার সই গো
তুমি চোখের পাতায় লিখে দিলে
চোখের পাতায় লিখে দিলে
আমি হলাম তোমার সই গো
আমি হলাম তোমার সই গো
আমি হলাম তোমার সই গো

ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবো হার
ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবো হার

যদি সে হার নিয়ে কণ্ঠে পরো
আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো

আমি বন্ধ খাতার খুলে দেখি
তুমি দাও নি কোনোই দাগ গো
আমি রাগ করে চোখ বন্ধ করি
দেখি তোমার অনুরাগ গো

বন্ধ খাতার খুলে দেখি
তুমি দাও নি কোনোই দাগ গো
আমি রাগ করে চোখ বন্ধ করি
দেখি তোমার অনুরাগ গো

হয়তো কোথাও ভুল ছিলো তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিলো নিজেই তাই
হয়তো কোথাও ভুল ছিলো তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিলো নিজেই তাই
তুমি সে কর যদি হাতে ধরো
আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো

sajiasifaterob
Автор

অসাধারণ গান। অসাধারণ সুর। অসাধারণ লিরিক। ত্রিবেণী সঙ্গম।

pradyutchakrabarti
Автор

এতো সুন্দর মিস্টি গান আর হবে না। যতবার বার শুনি ততবারই মন টাও নতুন হয়ে যায়।👌🌷।

HeartlessSoul
Автор

পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্না দে এখন ইতিহাস। এতো ভালো গীতিকার ও মান্না দের সুর যে এত সুন্দর, তা কে জানত।

tapangupta
Автор

সুরকার 'মান্না দে' !!
কী অসাধারণ সুর !!
আহা এতো ভালো যে
যতোই শুনি মনে হয়,
আরো লক্ষ বার শুনি।

tabassumankhi
visit shbcf.ru