𝐖𝐡𝐞𝐧 𝐦𝐲 𝐡𝐞𝐚𝐝𝐩𝐡𝐨𝐧𝐞 𝐰𝐚𝐬 𝐑.𝐈.P😓#shorts

preview_player
Показать описание
বিশেষ ঘোষণা
অনেকেই পড়তে আসছে আবার অনেকেই আসছে না কেউবা মাঝে মাঝে আসছে ।
সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে --- যারা সিরিয়াসলি পড়াশোনা করবে তাদের জন্য একটা আলাদা অনলাইন গ্রুপ খোলা হবে । এই গ্রুপে তারাই থাকতে পারবে যারা সিরিয়াসলি পড়াশোনা করে পরীক্ষা দেবে । অর্থাৎ যাদের জন্য আমি কষ্ট করে প্রশ্ন তৈরি করব এবং যারা কষ্ট করে পরীক্ষা দেবে । এই গ্রুপে সবাই জয়েন হতে পারো কিন্তু পরীক্ষা না দিলে তার জন্য কোনরূপ অজুহাত দেখালে তাকে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করা হবে মাসে শুধুমাত্র একদিন ছাড় পাবে । সুতরাং যারা সিরিয়াস তারা আমাকে জানাও কে কে তোমরা সিরিয়াসলি পড়াশোনা করবে এবং পরীক্ষা দেবে । সবাই জানাবে কিন্তু৷ আর আমি একটা ছোট্ট ভিডিও দেব কি করে সেই গ্রুপে জয়েন হতে হবে ।#1ksubscribers #gaming #krafton
Рекомендации по теме