Bhojo Gourango Loho Gourango Kirtan

preview_player
Показать описание
bhojo gourango loho gourango kirtan
ভক্তের কাছে চৈতন্য মহাপ্রভু রাধা-কৃষ্ণের মিলিত তনু। তিনি কৃষ্ণের পূর্ণাবতার। তাই শুনে নিন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী (Krishna Dasa Kaviraja Goswami) দ্বারা রচিত এই কীর্তন, এবং গৌরাঙ্গের নামজপের মাধ্যমে স্মরণ করুন শ্রী কৃষ্ণকে। কথিত আছে যে বৃন্দাবনে রাসলীলার শেষে যখন কৃষ্ণ কুসুমশয্যায় সুখনিদ্রায় মগ্ন ছিলেন, তাঁর বামে শায়িত রাধারাণী নিশিশেষে স্বপ্নে দেখলেন, গৈরিক বসন পরিহিত এক ভিক্ষুক সন্যাসী রাধার রাঙা চরণে স্থান ভিক্ষা করছেন। কৃষ্ণ সেকথা জেনে রাধাকে জানিয়েছিলেন যে আগত কলিযুগে তিনি নদীয়ায় গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবেন, এবং কেশ মুন্ডিত করে, কাঁধে ভিক্ষার ঝুলি ও হস্তে কমণ্ডলু নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘুরবেন। সেই গৌরাঙ্গের জীবনী গ্রন্থ, অর্থাৎ "চৈতন্য চরিতামৃত" লিখেছিলেন বৃন্দাবনবাসী বৈষ্ণব ভক্ত কৃষ্ণদাস কবিরাজ। ১৬ শতকের দ্বিতীয়ার্ধের এই কবি রচনা করেছিলেন "ভজো গৌরাঙ্গ" কীর্তনটি। শুনে নিন এই কীর্তন এবং গৌরাঙ্গের নাম ভজনার মধ্য দিয়ে কৃষ্ণের ভক্তিতে লীন হয়ে যান।
Рекомендации по теме
Комментарии
Автор

Hare Krishna 🙏🏻❤️🙏🏻
Radhe Radhe 🙏🏻❤️🙏🏻

Star_Rojoy
Автор

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে 🙏🥰

Rakeshsinghart