Chiro Odhora | Miftah Zaman

preview_player
Показать описание
Lyrics - #Tushar_Hasan
Tune, Music & Voice - #Miftah_Zaman
Album - #Shudhu_Tomake

#ChiroOdhora #BanglaSong #BengaliModernSong #BanglaClassic #RomanticSong #Obak_Chader_Aloy_Dekho #অবাক_চাঁদের_আলোয়_দেখ
Рекомендации по теме
Комментарии
Автор

ধন্যবাদ সেই ছলনাময়ী নারিকে, , , যার ছলনায় এত সুন্দর গানটি জন্ম হয়েছে, , 😅একটি মানুষ কতটা পরিমানে ভালোবাসলে এত সুন্দর কথা আর সুর তৈরি কোরতে পারে, , 🙂ভালোথাকুক সেই মায়াবি নারি গুলা🥲🥲🥲

asifislamar
Автор

চমৎকার গায়কী, মিফতাহ জামান ভাই। গানটি অনেক বছর ধরে শুনেও কখনো পুরনো মনে হয় না। প্রতিবারই মুগ্ধতা ছড়ায়। ভালবাসা জানবেন।

Omar_Nasif
Автор

অনেক গান আসবে যাবে। তবে আজ থেকে ১০০ বছর পরও কোনো এক ব্যার্থ প্রেমিক রাতে এই গানটাই শুনবে, কোনো রাগ বা অভিমান নিয়ে নয়, একটা কৃতজ্ঞতাবোধ নিয়ে। তার জীবনে প্রেম নিয়ে আসার জন্য, সেই অনুভূতিটা দেওয়ার জন্য ❤️

itssoumya
Автор

আমি পশ্চিম বাংলার একজন বয়স্কা মা। ভাই, তোমার গান আমায় অজানা ভাললাগায় ভরিয়ে দেয়, স্মৃতির এলবাম এর পাতা উল্টিয়ে যাই, মনপাখি ডানা মেলে হারিয়ে যায়।বেদনা ভরা ভাললাগাকে অনুভব করি। তোমার কন্ঠ কালজয়ী হোক, তোমার সুরের ঝরনাধারায় সিক্ত হোক সবার অন্তর। ঈশ্বরের কাছে তোমার জন্য আমার অন্তরের প্রার্থনা জানাই। খুব ভালো থেকো ভাই আমার।

nbiswas
Автор

Night time + Bus travel + Window seat + Cool Weather + Heart broken + Full Volume + Ear phone + This Song= Out of the world!

rehaanrasul
Автор

ঈশ্বর প্রদত্ত কন্ঠ। আল্লার অনেক আশীর্বাদ তোমার ওপর। এত সুন্দর গান, জীবনের অনেক দুঃখ ভুলিয়ে দেয়।

sampadasgupta
Автор

ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
হবেনা মলিন... This line hits differently <3

muhammedrayen
Автор

আমিও তার চোখের মায়ায় পরেছিলাম। সৃষ্টিকর্তা তার নামের সাথে কি অপূর্ব মিল রেখেছেন...“অথৈ মিত্র”। খুবই পরিশ্রমী মেধাবী একটা মেয়ে। তার ভবিষ্যৎ সুন্দর হোক

rubelHossain-ryik
Автор

"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়,
বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়"
উফফ লাইনটা💔
তার কাজল দেয়া চোখগুলো আমার খুব প্রিয় ছিলো।
হঠাৎ মাঝ রাতেও আবদার করতাম "একটু কাজল নেও"

আজ আমাদের কথা হয় হয়না কতদিন দেখা হয় না কতদিন ঠিক নেই।
ওই চোখের দিকে তাকানো হয় না যেন হাজার বছর

NoOne-uldy
Автор

Dedicated 💚

অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি

ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়❤

ভালবাসবো তোমায়
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে

এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে❤
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
হবেনা মলিন...
ডুবেছি আমি তোমার চোখের

অনন্ত মায়ায়❤
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়

ভালবাসবো তোমায়
হাজার বছর এমনি করে❤

আকাশের চাঁদটা আলো দেবে
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে❤

afrinshishir
Автор

মিফতা ভাইর গানের গলা অসাধারণ
সত্যি অসাধারণ গানের মান
উনাকে চিনতাম না৷ " কি নামে ডেকে বলবো তোমাকে " এই গান শুনার পর উনার ভক্ত হয়ে গেলাম

rashedahmedbd
Автор

জানি না ঠিক কত বছর পর এই গানটা আবার শুনছি, ইস!! স্কুলের দিনগুলোতে রাতে শুনতাম নিরবে, কি স্মৃতি!!

sumitagoswami
Автор

মৌলভীবাজার টু ঢাকা যাওয়ার পথে।এনা বাসে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঢাকা পৌঁছে গেছি একটি গান বার বার হ্রদয়ে ডুকে গেছে।
১৭/০২/২০২৪

PkKair
Автор

5yrs agae kau ak jon song ta shunte bolsilo..alhumdullilah aj tini amar husband..This song is special for us..
#jisanil❤
#miftahzaman❤

nujhatjisa
Автор

ছুঁয়ে দেখার সাধ্য নাই অনুভবেই রাখি তারে 😅
দুরত্ব যতই হোক, আমি ভীষণ ভালোবাসি তারে 🖤🌸

kazimohaiminulislam
Автор

Chiro Odhora Lyrics by Miftah Zaman:

অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী,
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি।

ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে ..
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায়।

তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে,
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে।

ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য
হবেনা মলিন .. হবেনা মলিন ..
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায় ..


হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে,
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে,
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে,
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে।

esteyakhasan
Автор

"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি
আমি সেই মায়া তো আমার তরে নয়..." THIS line is
a gem
a lot of people can relate

gazishamim
Автор

এক নিকষ কালো রাতে প্রিয় মানুষটাকে শোনানোর জন্য লুকিয়ে গানটা রেকর্ড করেছিলাম। প্রিয় মানুষটা এখনো আছে তবে তাকে প্রিয় বলার অধিকার আমার নেই। খুব করে চাওয়ার পরেও কাঙ্ক্ষিত মানুষটা যাদের ভাগ্যে নেই তাদের জন্য উৎসর্গ হোক গানটি🤍

Jerin-yz
Автор

একমাত্র গান যা যতবারই শুনি, সেই প্রথমবারের মতোই ফিলিংস আসে🙃

thetasrifswish
Автор

কত্ত কোটিবার যে শুনেছি আর এখনো শুনি, কেউ জানে না!
এই গানটা আমার জীবনের একটা অংশ।

তখন মোবাইল ছিল না, রেডিও ছিল যখন প্রথম এই গানটি শুনি, তারপর কয়েকবছর মোবাইলের ওয়েলকাম টিউন+রিংটোনও ছিল, তারপর আমার জীবনে প্রেম আসল, তাকেও আমি এই গানটা কত্তবার যে শুনিয়েছি!
এরপর সে চলে গেলে, তবুও গানটি রয়ে গেল, আজো তাকে মিস করি, আজো এই গানটি শুনি।

শুনতে কি পাও দীপান্বিতা?
তোমাকে ভালবেসে এখনো এই নামে ডাকি, এই নামে তোমাকে খুজি, ভালবাসি এখনো, যেমনটা ভালবাসি এই গানটা। ❤️

ডাকবেনা তুমি আমার জানি কোনোদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন! ❤️

badruddujaakash