Warfaze-Boshe Achi

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

The guitar solo is telling a history! The history of Music variability in our sub- continent. Nostalgia man!

parthahowlader
Автор

১৯৯১ সালের কোন একটা মাস (ঠিক মনে আসছে না), Dhaka University Registrar building এর মাঠে বামবার দ্বিতীয় ওপেন কনসার্ট আয়ওজন চলছে সকালে - দেখলাম আমাদের পরিচিত কিছু মেটাল ব্যান্ড ও হাযির ! বুঝতে পারছিলাম না এরা কি বাংলা গান গাইবে না ইংলিশ গান করবে ! ওয়ারফেয মঞ্চে ওঠার পর আর মাথা ঠিক রাখা গেল না ! আর যখন "বসে আছি" গান টার সময় সঞ্জয় বুকের উপর বা হাত চেপে ধরে "হ্রদয়" বলে screaming টা দিল তখন আমরা ইউনিভার্সিটির ক'জন বন্ধু পুরাপুরি পাগল হয়ে হয়ে গেলাম ! Audience- r ভেতর স্কুল পালান ছোট ভাইএরাও এ রকম একটা পারফরমান্সের জন্য প্রস্তুত ছিল না পুরাপুরি। এ রকম একটা বাংলা হেভি মেটাল গান হতে পারে তা কেউই ধারনা করতে পারেনি। এরপর বাকি টা ইতিহাস। ওয়ারফেয নিজেরাও চিন্তা করতে পারেনি যে অ্যালবাম টা এত টা হিট হয়ে যাবে। অই দিন টা কখনই ভোলা সম্ভব না আর গান টা কিভাবে যে জীবনের সাথে জড়িয়ে গেছে যে বলে বোঝান যাবে না। অনেক স্মৃতি জড়িত এই গানের সাথে আর মিউজিক নিয়ে আড্ডা দেয়া কিছু বন্ধু এর মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখনও এই গান না বাজালে আড্ডা অসম্পূর্ণ থেকে যায়। Warfaze for Life !

gfakruddinahmad
Автор

আহা, আদমজী কলেজের সেই দিনগুলি! কত স্মৃতি মনে করিয়ে দিল!

arbabraiyan
Автор

গানটাকে ব্যাপক ভাবে ফিল করতাম যখন দ্বাদশ শ্রেণিতে ছিলাম ; বিকেল এ একটা ফিজিক্স প্রাইভেট ছিল কঠিন সব সুত্র এবং একটা মেয়ের দিকে তাকিয়ে থাকা যখন মাথা ভারি করে তুলতো তখন মেসে ফিরে মেসের ছাদে চেয়ার নিয়ে বসতাম ;বিকেলে বৃষ্টির পর পড়ন্ত সূর্যের আলো আর ঝিরি ঝিরি বাতাস এই গানটার সুর নেশা মনে হতো !!
অনেক সুন্দর ছিলো প্রতিটি বিকেল 💜

sonjoykumar
Автор

"রুপকথা" যদি "পুর্ণতা" পেতো তাহলে "যত দুরেই" থাকতে "তোমাকে" মনে পরতো।
"অসামাজিক" "একটি ছেলে" আমি,
"মহারারাজের" মত "বসে আছি একা",
তীব্র "হতাসার" পরেও "হারিয়ে তোমাকে" পাওয়ার "আশা" নিয়ে তোমার "প্রতিক্ষায়" আছি, হয়তো এটাই "অবাক ভালোবাসা"

SGaming-lkrg
Автор

Love from Kolkata also...love the all songs of Warfaze..bkz we listen the bd band songs from childhood still now..joy Bangla

anubratakarmakar
Автор

বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস

সোনালী আভায়
সাথে ফিরি আমি মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে

পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ'ক্ষন
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়...

সোনালী আভায়
সাথে ফিরি আমি মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি
আমি দূরে দূরান্তরে (2)

DAyan-kqnr
Автор

Amar Abbu warfaze fan chilo.
Ekhn amio warfaze fan.
It's called warfaze.💗

farhanprottoy
Автор

অসম্ভব সুন্দর একটা লিরিক্স🖤
আর মিজান ভাই/
কমল ভাই অনাবদ্ধ 🙏
প্রাইভেট শেষ করে "মহসিন মোড় স্টিমার ঘাটে" দৌলতপুর, খুলনা।
একা একা কতো বিকাল এই গানটা শুনেছি।🖤
ঢাকা থেকে চিটাগং যাওয়ার পথে ১ বারও মনে হয় ব্লুটুথ থেকে পাল্টাইনি।
অনবরত শুনে গেছি। আর বার বার প্রকৃতির মহিমায় মুগ্ধ হয়ে গেছি গানের সুর/গায়কীর আর নিজের একাকীত্বের সাথে।
ওয়ারফেজ অন্যান্য
ওয়ারফেজ চিরজীবী হোক🖤

srupom
Автор

ওয়ারফেজ এর মতো ব্যান্ডের গান শোনে না এ দেশের মানুষ দুঃখজনক 🙄🙄
তারা শোনে মাইয়া পোলা অপরাধী 🙄🙄🙄দুঃখজনক
আজো শুনি ২০২০ সালে
আমার ছেলে মেয়েকে ও বলবো শুনতে
এবং ছেলে মেয়েকে গল্পে বলবো তোমাদের বাবা কখনো তাদের লাইভ কনসার্ট দেখতে সুদূর ভৈরব বাজার থেকে ঢাকা চলে যেতো 😍😍😍
কৈশোর তারুণ্য যুবক বয়স কেটেছে তাদের শুনে।

hajimdraihanuzzamansetu
Автор

২০১০ সালে যখন আমি ক্লাস সেভেন এ ছিলাম তখন পথচলা অ্যালবাম এ প্রথম এই গান টা শুনেছিলাম মিজান ভাইয়ের ভয়েস এ। যদিও এটি ১৯৯১ সালে প্রকাশিত হওয়া ওয়ারফেজ অ্যলবামের গান ছিল। লিজেন্ডারি সং🤘🤘🤘

amjadhossen
Автор

আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি, 😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀

mdalifahmedali
Автор

Ei ta ki kono Gaan ??? Ei ta just jiboner Kotha ...ki marattok composition...offf... Warfaze...koi haralo shei shob shonali din Amar ...!!! Love you All members of Warfaze 💕💕💕🤘🤘🤘

rashedulhasanchowdury
Автор

Started warfaze since 92/93 & now I'm 41 yrs old. Still love Warfaze

imumojumder
Автор

আমি সেই নাইনটিজ টিন। আমাদের সময় ছিল ব্যান্ড সংগীতের স্বর্নযুগ। কত স্মৃতি....
গান শোনা ছেড়েছি বহু বছর হতে চল্ল।
কোক স্টুডিও হঠাত ইউটিউবের স্ক্রিনে এলো। অতীতের ঘ্রাণ নিতে এলাম ওয়ারফেজ এ।
অন্তত কিছু সময়ের জন্য এক ছুটে ফিরে গেলাম অতীতে....

justall
Автор

What a evergreen rock song of Bangladesh. Still i like this song in 2020 of Covid era. First time i heard this song on 1992/93 during my University life at University of Dhaka.
Still loving you WARFAZE.

ahnaftahmid
Автор

It doesn't matter what ever I feel.. sadness...anger... nothing matters whenever I listen to this song. Everything seems lively with bright colors! What a masterpiece...🖤🖤🖤

shoilee
Автор

আহা মনের ঔষধ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রতিটি দেয়ালের গন্ধ নাকে লেগে আছে। এই গানটার সাথে কলেজ লাইফের মায়া এখনো টাটকা। ❤️

rockymeraz
Автор

গানটি আমার কাছে কোনোদিনও পুরোনো হবেনা। যত শুনি ততই ভালো লাগে, শরীরের লোম দাঁড়িয়ে যায়। নতুন করে উদ্যম খুঁজে পাই। ❤️❤️

MQRahman
Автор

Warfaze was always ahead of time compared to others. Just love them

sumitdasgupta