Prostab - Odd Signature (Official)

preview_player
Показать описание
প্লট: সময় পার হয়ে গেলেও এত বছর পরে এসে কলেজ জীবনে মেয়েটির জন্য লেখা গানটির রেশ ঠিক যেনো আগের মতই। জীবনের কোনো একসময় সেই গানের কথা গুলো সত্যি হয়েই তাদের জীবনে মিশে গেছে। পুরনো দিনের সেই গল্প নিয়েই এই গান। (কাল্পনিক)

Follow us :

Copyright © 2021 Odd Signature. All Rights Reserved

Lyrics and Tune: Moontasir Rakib
Composition – Odd Signature

Vocals – Moontasir Rakib and Ahasan Tanvir Pial
Ukulele and Guitar – Arnam Amitab
Guitar (Rhythm) - Ektedar Sakin
Guitar (Solo) - Ahasan Tanvir Pial
Drums - Akib Ahmed
Bass - Tahmid Rayan Onindo

Рекомендации по теме
Комментарии
Автор

প্রস্তাব
লিরিকঃ মুনতাসির রাকিব

গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়
আঁকা ছিলো কত শত কবিতায়,
স্বপ্নের সেই কবিতার ছন্দতে
মিশে ছিলো তার হাসিমাখা ছবিটা
যা আঁকা ছিলো অদ্ভুত রঙ তুলি
যা জমা থাকে আমার মনে মাঝে।
বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়,
আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে।

আমার এই স্বপ্ন কি শুধু,
স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।

সেই কল্পনায় আঁকা আল্পনায়
তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়।
তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা,
তোমায় নিয়ে লেখা এই কবিতা।
সেই কবিতার ছন্দটা তুমি,
মিশে থাকা প্রতি অক্ষরে আমি।
জানা নেই কি হতে পারে শেষটা,
নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়।

আমার এই স্বপ্ন কি শুধু,
স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই।

OddSignature
Автор

"ঘুম" এর কোনো এক "দুঃস্বপ্ন" এ "আমার দেহখান" বিদায়ের "প্রস্তাব" যানায় 🥀🌼💔
Masterpiece song❤️❤️❤️

pronimchowdhury_
Автор

অবাক আসলেই মনে হচ্ছিলো আমাদের দুজনকে নিয়ে লেখা। ধন্যবাদ Odd Signature আর ধন্যবাদ ২০২৭ তোমাকে গানটা বের হওয়ার সাথে সাথে আমাকে শুনানোর জন্য।

mahmudulhasanjoy
Автор

0:51 Introvert হওয়ায় তাকে কখনোই প্রস্তাব জানানোর সাহস পাই নি, এখন আর তার সাথে কথা হয় না হয়তো আর কোনোদিনই হবে না। তার সাথে যদি কোনোদিন দেখা হয় তবে অবশ্যই না বলতে পারা কথাগুলো বলবো

Quixote.-rt
Автор

যদি পারতাম স্কুল জীবনে ২১ মাস তোমার পিছু পিছু যেয়েও প্রত্যাখ্যান এর ভয়ে কথাটি বলতে পারি নি।যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই ভয়ে।

nahidulislam
Автор

আবার ও দেহখান, ঘুম, দুসপ্ন, এর মত একটি নেশা লাগানো গান হাজার বার সুনলেও লাইন গুলো পুরোনো হয় না কি যে এক জাদুর মায়া Odd signature 🌸🖤

arfathossainoronno
Автор

২-৩ বছর আগে ভয়ে ভয়ে বলে ফেলছি, , , আর এখন সে আমার স্ত্রী, , আলহামদুলিল্লাহ 🥰🥰🥰🥰🥰🥰

MstRabiaAktar-xv
Автор

গত একবছর ধরে গানটি শুনে আসছি এহনও শুনি । বুকের ভেতর কেমন যেন অনুভূতি হয় । ধন্যবাদ আমাদেরকে এমন একটি মাস্টারপিস গান উপহার দেওয়ার জন্য ❤

MiRaz-wg
Автор

প্রতি টা গান শুনি যতক্ষন মুখস্ত না হয়,
নেশা কমেই না, ভালোবাসা নিবেন আমার পছন্দের
Odd signature 💚❤️

jrabdurrahim
Автор

ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন, প্রস্তাব, আহা কত সুন্দর সৃষ্টি ❤️
Odd Signature ❤️
Thank you ❤️

azadad
Автор

আজ হয়তো গল্পের গল্পকার নেই কিন্তু ওনার রেখে যাওয়া গল্পগুলো শোনার মত মানুষের অভাব নেই কিভাবে কখনো ভুলতে পারবো না উনার মত হাজারো চলে আসবে কিন্তু উনি আসবে না 😓😓

NehabKhan-igoy
Автор

কয়েক মাস আগেও গানের প্রতিটা লাইন নিজের কাছে রিলেটেবল লাগতো। শুধু নিজে নিজে স্বপ্ন দেখতাম। সাহস ছিলো না প্রস্তাব দেওয়ার। একদিন সাহস করেই ফেললাম, আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন পূরনের পথে 😊

bruleryt
Автор

Odd Signature ব্যান্ড সদস্যদের প্রতি একটি অনুরোধ, আপনারা মিউজিক নিয়ে experiment গুলো বন্ধ করবেন না, আপনাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটি অসাধারণ এবং ইউনিক।

শুভ কামনা ❤️

md.mushfiqurrahmanchowdhur
Автор

ভাই এটা কোন ইমোশনাল গান না, ,
এটা অন্যরকম অন্য অনুভূতির একটা গান...😃🥀

_Fardu_
Автор

হয়তো আজকে গল্পকার হারিয়ে গেছে কিন্তু রেখে গেছেন এমন কিছু যেগুলো বারবার তার কথা মনে করিয়ে দিবে।🫶

ShahariarSaikat-olyr
Автор

Idk why the entire song reminded me of my "teen dating days". How he had to struggle so badly just to see me once... Used to write thousands of letters and fail to directly give them to me as my mum used to be with me always. He used to give them to my friends, that's how he let me knew about his feelings. He was a beautiful writer, and a beautiful singer. Wrote almost 50 songs and thousands of love letters and not gonna lie, his every word used to scream at me that how much he loved me. 2012, he told one of my friends to give him a memory card and I gave her mine, to give him that. 2 GB. Almost full. He recorded one of his written songs for me and named it "Tomar Jonno lekha Heer". He used to call me Aheer. I still have his letters. I still have the song he sang for me. I still remember each and every word I was written and everything I was ever told. We are not together anymore. Maybe wasn't ever meant to be. But I knew he loved me. So did I. I loved him for 9 years. And I was told by that friend, He still calls me Aheer. And loves me too, maybe.

rashmiyabintebasheer
Автор

প্রতিটা গানই এক একটা গল্প 🥰🥰। যত শুনি আবার শুনতে ইচ্ছে করে।💕💕
অনুভূতি টা অন্যরকম😍😍

shahidulshahid
Автор

হাজারো ছেলের প্রস্তাবের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য ধন্যবাদ🤧🥰🖤

digonthadas
Автор

আজও সাহস হয়ে উঠলো না, গানটা মন ভালো করে দিলো, ধন্যবাদ এতো সুন্দর একটা গান উপহার দেবার জন্য।

nahiangalib
Автор

গানটা দুই রকমের মানুষকে উপস্থাপন করেছে ❤
প্রতিটা মানুষের জীবনে এমন কাহিনি ঘটে থাকে

ProtikkhaOfficial