Mone Pore by Vibe | LYRICS |

preview_player
Показать описание
শিরোনামঃ মনে পড়ে
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ Vibe
অ্যালবামঃ চেনা জগৎ

কালো কালো এলোমেলো,
অগোছালো একরাশ চুল
কালো কালো এলোমেলো,
অগোছালো একরাশ চুল
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা,
মনে তার ছবি আঁকা।

মনে পড়ে এ এ এ…
মনে পড়ে আ আ…
মনে পড়ে এ এ এ…
মনে পড়ে আ আ…

পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।

পটভূমি দিগন্তে কালো কালো মেঘ
তুমি ছিলে যেন এক ঝড়ের আবেশ।

মনে পড়ে এ এ এ…
মনে পড়ে আ আ…
মনে পড়ে এ এ এ…
মনে পড়ে আ আ…
Рекомендации по теме
Комментарии
Автор

মনে পড়ে এ এ এ…
মনে পড়ে আ আ…


aro koto wait korbo Shuddho????

markgilmorebd