Khoma Koro - Sanjhbati | Dev & Paoli | Anupam Roy | New Bangla Song

preview_player
Показать описание
Presenting the video of Khoma Koro sung by Anupam Roy.

To stream & download Full Song:

Movie: Sanjhbati
Singer: Anupam Roy
Music & Lyrics: Anupam Roy
Arranged & Programmed by Shamik Chakravarty
Sarangi: Sarwar Hussain
Ghatam and Percussions: Somnath Roy
Guitar: Rishabh Ray
Recorded by Shubhranil Basu
Mixed & Mastered by Srirup Chatterjee

Cast: Dev & Paoli
Production House: Bengal Talkies
Producer: Atanu Raychaudhuri & Pranab Kumar Guha
Director: Leena Gangopadhyay & Saibal Banerjee

Music on Zee Music Company

Connect with us on :
Рекомендации по теме
Комментарии
Автор

এত সুন্দর গান বোধই আর কখনো শুনিনি। অনুপম দাদার মিষ্টি গলার স্বর তুলনা হয় না। গানটি শুনলে এমন কেও নেই যে একবার তার অতীতের কথা মনে করবে না । আর এখন সৌমিত্র বাবু নেই । শুনলে তার কথা মনে পড়ে যায়।

dasarathbauri
Автор

"ঐ দুরে নক্ষত্র মালায় তুমিও তারা হয়ে জ্বল, আমার কান্না শুনতে কি পাও দেখতে কি পাও কিছু বল!" গানটা শুনে বাবাকে মনে পড়ে গেল। খুব হৃদয়স্পর্শী গান।

jayantibhattacharyya
Автор

কার কার এই গান টা সবথেকে পছন্দের এখন কার গান গুলোর মধ্যে???❤️💯

SubhajitSahaMusic
Автор

রাতের আলো ঝলমলে খোলা আকাশের নীচে এক ফালি সিগারেট হাতে আর এরকম গান আর অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী বার বার মনে ভেসে যাওয়া একটা আলাদা মুহূর্ত।😔❤️..

rajibmukherjee
Автор

এই গানে যারা dislike দিয়েছে। তারা গান কি সেটা জানেই না




অপূর্ব গান একটা।
চোখে জল চলে আসে যত বার শুনি

sumedhiansudipta
Автор

সমাজের এক সত্য মহুর্তে কে তুলে ধরেছেন।যেটা সত্যি শিক্ষিত হয়েও আজ আমরা মূর্খ প্রজন্ম কে রেখে দিচ্ছি, সময়ে অপেক্ষা থাকে না সব এই খানে ফিরিয়ে দেয়।আধুনিকতার সাথে সম্পর্ক গুলো মূল্য যন্ত্র মতো হয়ে উঠেছে।তাই এই সিনেমার সত্যি এক সুন্দর দৃষ্টিতে দৃশ্য গুলো ফুটিয়ে দিয়েছেন।

rblcreation
Автор

কিছু কিছু গান থাকে যেগুলো নিয়ে কোনো কথা বলা মানায় না, শুধু লাইক করে বারবার শুনতে থাকি❤❤

subhajitbhattacharya
Автор

যদি আত্মহত্যা পাপ না হত তাহলে আমার মতো হাজারো জীবন্ত লাশ পৃথিবী ছেড়ে বিদায় নিত🙂😇

ranabanerjeebabu
Автор

Etto innocent feelings creat hocche r moner kotha gulo express korche r tomar face Dev...
Just speechless I am...

etirani
Автор

বাংলার সবচেয়ে বড়ো সুপারস্টার❤️#Dev❤️নিজের সুপার ইমেজ কে ভেঙ্গে যেভাবে এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছে সত্যিই তা অনেক বেশি প্রশংসানীয় ।

mehedieditingventures
Автор

বাংলাদেশে এটা সুপারহিট হয়েছে।ধন্যবাদ দেব দা।ধন্যবাদ সাঁঝবাতি।

shajedulislam
Автор

Osadharon gaan!! ❤️ মন ছুঁয়ে গেল...❤️ Ar Dev dar অভিনয়ের উন্নতিটা last besh koekta cinema thekei chokhe porechhe!! অবিশ্বাস‍্য! শুভ জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা!! 😍🎊🎉 ২-৩ দিনের মধ্যেই cinema hall e দেখতে যাচ্ছি! 😄

oinddrila
Автор

আমার বাবা আজ ১ মাস যাবত হাসপাতালে মৃত্যুর সাথে পাল্লা লড়ছেন। আমি মেয়ে হয়ে পাশে আছি সব সময় তারপরও যেন মনে হয় বাবার এই কস্ট টা ভাগ যদি করে নিতে পারতাম 😭ক্ষমা করো বাবা তোমার মেয়ে কিছু করতে পারছে না।
এই গানটা অনেক প্রিয় আমার।
সবাই আমার বাবার আরোগ্যলাভ জন্য দোয়া করবেন।

malihadawen
Автор

লিরিক্স,
চলে গেল নিজের জীবন স্মৃতি বয়ে...😢😢
আহা, সুর💙
লাভ ইউ, অনুপম দা💛

harishongkorray
Автор

পথে পড়ে থাকা মন খারাপ, চুপি চুপি খুজে নেয় নির্বাসন 😣🥀 what a line man !

mijan.
Автор

এতো কম ভিউ বলে দিচ্ছে, বাঙালি ভালো বাংলা গান শোনা বাদ দিয়ে দিয়েছে।
ক্ষমা করো অনুপম দা, বাঙালি নিজের স্বাদ ভুলে গেছে।
এটাই যদি কিরণ দত্ত বা স্যান্ডি সাহার ভিডিও হতো, ভিউ মিলিয়ন পার হতো. Edit-ধন্যবাদ সবাই কে আমার কথায় সায় দিয়ে লাইক গুলো দেয়ার জন্য

songsforheart
Автор

গান টা তো খুব ভালোই, সাথে দেব - পাওলির এক্সপ্রেশন গুলো হৃদয়ে লাগার মতো।
অনেক শুভেচ্ছা রইলো পুরো টিমের জন্য।

akashbag
Автор

Aj dekhe Elam movie Bes valolaglo... Dev er obhinoy onekta porinoto ... R Paoli darun darun darun 😘😘

eshitachattopadhyay
Автор

এই গান টা শোনার পর, বাংলা গানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরো বেড়ে গেলো আমার, খুব ভালো হয়েছে

biswajitboyragi
Автор

ক্ষমা করো আমি ভালো নেই..

ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ..

পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই।

ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
আমার কান্না শুনতে কি পাও?
দেখতে কি পাও কিছু বলো?

পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই ..

কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।

ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ...

পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই...

dhananjoypal