Shironamhin - Abar Hashimukh [Official Music Video]

preview_player
Показать описание

The official music video of 'Abar Hashimukh' by Shironamhin. It was a song from their self-titled album 'Shironamhin'. This song is the sequel to their previous song ‘Hashimukh’.

শিরোনাম: আবার হাসিমুখ
ব্যান্ডঃ শিরোনামহীন
কথা ও সুরঃ জিয়াউর রহমান
প্রকাশকালঃ ২০১১

সেই কবে ছিল উচ্ছ্বাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,
যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।
রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।

বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।
ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।।
রোদ্দুর, চলো একসাথে হেঁটে যেতে চাই বহুদূর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর ...

Song Title: Smiling face again
Band: Shironamhin
Lyrics & Tune: Ziaur Rahman Zia
Year of publication - 2011

Once I had ecstasy, kisses filled with hesitation
Deep breath from a lover, fountain of smile
Catkin bloomed in this wrong season, accurate as fate
Like a living flower of clouds in the chest of a wounded soldier
If the homecoming birds remain silent, ripples with murmur inside my heart
The wave of the crowd of sailors, though some of them confessed their sin
If you go a long way carrying funeral anthem, I will bring you smile one day.
Sunshine, we will grow old together
A bird flutters her wings inside my chest, wrecks everything recklessly
I walk along the road as you are counting on me,
I walk along the road as you are counting on me.

Butterflies fly inside my chest ribs, vibrant is the horizon of dream
Can bring on a reckless sunny day whenever he wishes
Beloved was blushing as the sun shined
I walk on your city till today.
Sunshine, let’s grow old together
A bird flutters her wings inside my chest, wrecks everything recklessly

Happiness & sorrows soaked in the rain, smiling faces at open windows
Some butterfly clouds are flying in the windows inside my mind
Sunshine was at my windows, clouds floated far away
All the favorite notes of the city ran away leaving life.
I walk along the road as you are counting on me.
I want to walk a long long way.
On every street, on every windows
Those among you who want to go a long way smiling,
I walk along the road as you are counting on me.
I walk a long long way…

The lineup of Shironamhin:
Ziaur Rahman: Bass, Sarod, Violin
Tanzir Tuhin: Vocal
Kazi Ahmad Shafin: Drums, Sarod
Diat Khan: Guitar
Rashel Kabir: Keyboard

Find us @

Copyright © Shironamhin. All Rights Reserved
Рекомендации по теме
Комментарии
Автор

শুনে ফেলুন এই অ্যালবামের অন্যান্য গানগুলো এবং আমাদেরকে জানান কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো.. ?!

মা:

প্রিয়তমা

কেন

বাতিঘর


নিঃশব্দপুর:

জানে না কেউ :

শুভ জন্মদিন:

shironamhin
Автор

শেষ বয়সের কোনো এক পড়ন্ত বিকেলে আবার শোনা হবে..হয়তো শেষ বারের মতো দাঁড়িয়ে যাবে সব লোম..!

xidornsaimur
Автор

কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!

easinhossain
Автор

২০১৭ এর এডমিশন এর কঠিন সময়ের সঙ্গী ছিল গানটা। যখন মনে হতো হার মেনে নিই তখন গান টা শুনতাম। ভাবতাম আমার প্রতিদ্বন্দ্বীদের নগরীতে আজও ঠিকই তো হেঁটে বেড়াচ্ছি। ভাবতাম মা বাবার হাসিমুখ এর কথা। তারা চেয়ে আছে তাইই তো হেঁটে হেঁটে বহুদূর যেতে হবে। আজ ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ইন্টার্নশিপ করছি। এখনো মা বাবার হাসিমুখ বাঁচিয়ে রাখার জন্যই হেঁটে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি।
তাঁরা চেয়ে আছে তাই আমি পথে হেটে যাই।
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই।

yamanshams
Автор

এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল সৃতি রেখে গেলাম 😥

rakibahmed
Автор

হয়তো একদিন আমি অতীত হয়ে যাবো। তখনকার বর্তমান সময়ে যাদের প্লে লিস্টে এই গানটা থাকবে তাদের শ্রবণ রুচির জন্য জানাই সীমাহীন শ্রদ্ধা ❣️

nithiinahnafriyad
Автор

সেই ছোট বেলায় বড় বোনের ফোনে শোনা, তারপর স্কুল, কলেজ, ভার্সিটি শেষ হতে চলেছে এখনো প্রতিবার শুনলে মনে হয় নতুন করে শুনছি ❤️❤️❤️
এই গান কোন দিন পুরোনো হবে না।
শিরোনামহীন একটা ভালোবাসার নাম ❤️❤️❤️

tushersvlog
Автор

"এই অবেলায় ফোটা কাশফুল
নিয়তির মতো নির্ভুল,
যেন আহত কোনো যোদ্ধার বুকে
বেঁচে থাকা এক কাশফুল!"
---এইটুকু যখন শুনি মনে হয়, এটুকু লিরিক্স আমার জন্যই লেখা!❤

nazmulhassan
Автор

বার বার শুনে আসছি, , , , সেই ক্লাস ৪র্থ থেকে, , , , আজও শুনি, ,
আজ আমি অনার্স ১ম বর্ষ ফাইনাল পরীক্ষা দিচ্ছি, , ,
আর এক ঘন্ট পর, , আমি আমার লাইফের ৬ষ্ঠ তম বার রক্ত দিতে যাচ্ছি, ক্যান্সার আক্রান্ত রোগীকে, , , ,

arifurrahmanakanda
Автор

কিছু গান আগামী ১০০ বছর পরে ও পুরনো হবে না আর এই মাস্টারপিস টি হল তার মাঝে অন্যতম।।✨ গানটি প্রতিমুহূর্তে প্রতিচ্ছবি তৈরি করে আর যা মনে বাজতেই থাকে।

hasibur_rahman_pranto
Автор

এই অবেলায় ফোঁটা কাশফুল
নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে
বেঁচে থাকা এক মেঘফুল🥺

siamkarim
Автор

সালটা ২০১৭ তখন হয়তো শিরোনামহীনের গানের এতো গভীরতা বুঝতাম না কিন্তু পছন্দের ব্যান্ডের তালিকায় তখন থেকে এখন অব্দি এক নাম্বারে ভালোবাসার শিরোনামহীন ব্যান্ড। ভালোবেসে যাবো চিরকাল 🫶💖
চট্টগ্রাম থেকে🖤

AriyansForce
Автор

Bollywood e এত গান থাকা সত্বেও, এই গান টার প্রতি আসক্ত হয়ে পড়লাম।। masterpiece🇮🇳

santanusamanta
Автор

বিশ্ববাসী যদি বাংলা ব্যান্ড গানের ভাষা বুঝত,
তাহলে এই গানটা বিলিয়নে হিট করত🌼✨🖤

akibkhan
Автор

গানটা আজও ডাউনলোড দেই নি।শুধু মাত্র অসংখ্য আবেগ জড়ানো কমেন্ট গুলো যাতে গান শুনতে শুনতে পড়তে পারি সে জন্য❤️❤️❤️

shariaralif
Автор

ব্যারিষ্টার সুমনের পিছনে হাসি দেওয়া মেয়েটা। যদিও গানটা আমি 4 বছর থেকে গানটা শুনি, এবং প্রতি সপ্তাহে 1 বার হলেও শুনি। পরিশেষে এটাই বলবো শিরোনামহীন শুধু একটি ব্যান্ড নয় এটি কোটি মানুষের হৃদয় স্পন্দন

Officerr-bu
Автор

রাত প্রায় ৪টা 🙂
অন্ধকার রুম + বাহিরে বৃষ্টি + কানে হেডফোন + সম্পূর্ণ সাউন্ড + বুকে চেপে রাখা স্মৃতি + চোখে ভেসে উঠা প্রতিচ্ছবি = অদ্ভুত অনুভূতি কাউকে বুঝানো সম্ভবনা 🙂💔🥀

স্মৃতি রেখে গেলাম 💔
02-08-2022 💔🥀

golammuktadirmishu
Автор

Artcell:- oniket prantor. Warfaze:- boshe achi eka. Aurthohin:- chaite paro. LRB:- shei tumi. Shironamhin:- abar hashimukh. Miles:- firiye daw. Nogor Baul:- taray taray. Black:- amar prithibi. Arbovirus:- hariye jaw. Nemesis:-kobe. Chirkutt:- more jabo. Meghdol:-esho amar shohore. Old School:- aaj rate kono rupkotha nai. Sunno:- bedona. Vibe :- odhora. Encore :- na pawar golpo. Ashes:- dhulabali. Aftermath:- moho🖤❤️🤍

these bands gifted us those songs🖤🖤

zidnihossain
Автор

তাকে ঘৃণাতে রাখি না; প্রার্থনাতেও না!যে ছেড়ে গেছে, সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে; সে আমার কেউ না !🖤🍁

mohammadkaium
Автор

আজও সেরা সেই ৫ বছর যাবৎ হাজারো মানুষ এই গানের কাছে নিজের ক্লান্তি বিষর্জন দিয়ে থাকে

Finderbd
visit shbcf.ru