Savannah Guthrie Learns How To Make Shrimp Scampi With Bucatini | Starting From Scratch

preview_player
Показать описание
Chef Pilar Valdes and actor Drew Barrymore join TODAY anchor Savannah Guthrie as she learns to cook. They make easy weeknight favorites including a refreshing watermelon salad and shrimp scampi with bucatini.

About: TODAY brings you the latest headlines and expert tips on money, health and parenting. We wake up every morning to give you and your family all you need to start your day. If it matters to you, it matters to us. We are in the people business. Subscribe to our channel for exclusive TODAY archival footage & our original web series.

Connect with TODAY Online!

#ShrimpScampi #Watermelon #Bucatini
Рекомендации по теме
Комментарии
Автор

আল্লাহু আকবার
বিসমিল্লাহির রহমানির রহিম
আসছালামু আলাইকুম।
আলেম সমাজ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহ সকলের প্রতি আমি সুদৃষ্টি আকর্ষণ করছি যে, আলেম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মুসলিম অমুসলিম সুদক্ষ জ্ঞানী ব্যক্তিদের এবং আমার মান সম্মান নিয়ে, বাজে কথা মন্তব্য করলে অভিযোগ মামলা, হামলা, হয়রানি নাশতা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার নামে অভিযোগ করবো মামলা করবো আইনের মাধ্যমে ন্যায়বিচার করবো ইনশাআল্লাহ।
অপরাধী যেই হোকনাকেনো আইনের উর্ধে কেউ নয়। অপরাধীদের আইনের মাধ্যমে সুবিচার করা হবে।
প্রতিটি মানুষের সময়, অর্থ সম্পদ, সাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ ইত্যাদি কল্যাণকর বিষয় গুলো অপচয় ও ধ্বংস হয়েছে। আলেম সমাজ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সুদক্ষ জ্ঞানী ব্যক্তিদেরকে জিম্মি করে অনেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বাংলাদেশের ভাবমূর্তি স্বাধীনতার সম্মান, সাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ ধ্বংস করেছে । সুদ, ঘুষ, চাঁদাবাজি, উগ্রবাদী, ধর্ষণ বেভিচার, মাদকদ্রব্য, হতাশা, মানসীক সমস্যা, দ্রোব্যমূল্য বৃদ্ধি করা, জেল জরিমানা, বেকারত্ব সমস্যা, অর্থ পাচার করে বিদেশে বাড়ি গাড়ি বিলাশীতা করা, ধোঁকাবাজি করা, গুম, খুন, নাসকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ গুলো হয়েছে আরো বৃদ্ধি হচ্ছে।

দ্রুত গতিতে জনগণের উন্নত সেবা নাই মৌলিক অধিকার বাস্তবায়ন নাই বেতন ভাতা নাই । সমস্যার শেষ নাই।

আলেমদেরকে তালিকা করে যেই ব্যাক্তি ধর্ম ব্যবসা বলেছে মিথ্যা অপবাদ দিয়েছে তাকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে জেল জরিমানা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণদেরকে আহ্বান করছি।

বাংলাদেশ সহ সারাবিশ্বের সকলের সার্বিক কল্যাণের জন্য বাংলাদেশ আদর্শ জাতীয় সরকারের এবং বিশ্বের আদর্শ সরকারের দায়িত্ব পালনের সুযোগ আমাকে দিয়ে জনগণের উন্নত সেবা করার জন্য এবং বাংলাদেশআসন সংগঠন নিবন্ধন করার জন্য । যুদ্ধ, করোনা ভাইরাস ও মিয়ানমার রোহিঙ্গা নাগরিকদের সমস্যা সহ বিশ্বের যেকোনো সমস্যা দ্রুত গতিতে সমাধানের জন্য আমাকে সুযোগ দিন।
যাবতীয় কল্যাণ মুলক ভালো কাজের বিষয় গুলো বাস্তবায়ন ও পরিচালনার জন্য বাংলাদেশ আদর্শ বাহিনী এবং বিশ্বের আদর্শ বাহিনীর কমিটি ও সদস্য পদে ঐক্য বদ্ধ হয়ে দায়িত্ব পালনের জন্য যোগাযোগ করুন ।
কল্যাণকর ভালো কাজের জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।

মোঃ জাহিদ উদ্দিন (হারুন) গবেষণা বিজ্ঞান, অর্থনীতিবিদ, বাংলাদেশ আদর্শ জাতীয় সরকার, বিশ্বের আদর্শ সরকার।

বাংলাদেশআসন সংগঠন
উত্তর গোপালরায়, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট, রংপুর / রাজশাহী, ঢাকা, বাংলাদেশ।
যোগাযোগ ঃ- ০১৭৭৪৬৪০৩৯৯/

politician-