Warfaze-Nei Proyojon

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

তুমি আমি যেনো ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন!

কত সুখের আনাগোনায় কেটেছিলো সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়!

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে,
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে!

দিন কেটে যায় তুমি নেই তবুও!
রাত্রি পোহায় তুমি নেই তবুও!

সেই তুমি যে আজ নেই পাশে
হেঁটে চলি পথে আমি আজ একা,
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাবার কত ব্যাথা!

দিন কেটে যায় তুমি নেই তবুও!
রাত্রি পোহায় তুমি নেই তবুও!

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে,
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে!

ছেড়ে গেলে তাই বলে কি বৃথা যাবে এ জীবন
তবু আগাই সামনে দেখো আমি স্বপ্নে ভরা দুনয়ন!

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে,
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে!

foazur
Автор

আজ থেকে ১০০ বছর পর যারা এই গান শুনছো তাদের রুচি সবার থেকে আলাদা❤

mashraferiad
Автор

আমার স্বপ্ন শুধু আমার সাথে থাক।
বাকি সব নেই প্রয়োজন, আজ তোমাকে নেই প্রয়োজন।
ভালবাসা মিশে যাবে সময়ের সব ঘরে।
দিন কাটুক। তুমি নেই তবুও।
হাঁটি এখনো লম্বা সময় একা।
ব্যাথা থাকুক চাপ নাই
সব চলবে চলছে
চলবে দুর্দান্ত গতিতে
উৎসবের উৎসাহে..

এটাই আমাদের ওয়ারফেজ 🎉
জয় ওয়ারফেজ 🇧🇩🇧🇩

rockymeraz
Автор

ওয়ারফেজ

কাউকে নেই প্রয়োজন
সুখের আনাগোনায় কাটে জীবন
এই মনে এখন একটুও ভালবাসা নেই।

rockymeraz
Автор

২০২২-এ এসেও এই গানটা অনেক প্রিয়। পরবর্তী জেনারেশনেও কমবে না এই গানের ভালো লাগা। ❤

Skblsya
Автор

কিছু গান পুরনো হয়না ❤️ ধন্যবাদ Warfaze ❤️ এত এত সুন্দর গানে আমাদের আগলে রাখার জন্য ❤️❤️

Himadree.official
Автор

Mizan is excellent - didn't know that BD had such a vocalist. He's comparable to Paul Stanley of Kiss for his strong chest voice.

nahiyanalamgir
Автор

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষণে

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

সেই তুমি যে আজ নেই পাশে
হেঁটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাওয়ার কত ব্যথা

দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষণে

ছেড়ে গেলে তাই বলে কি বৃথা যাবে এই জীবন
তবু আগাই সামনে দেখো আমি, স্বপ্নে ভরা দু'নয়ন

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষণে

anisurrahman
Автор

১৩ এপ্রিল ২০২৩ থেকে প্রতিদিন এই গান শুনি কতবার ঠিক নাই। একটা কথাই বলি এখনো শুধু তোমাকেই প্রয়োজন চিনির জিলাপি।
আসলে তোমাকে নেই প্রয়োজন এইকথা আমার পক্ষে বলা সম্ভব নয়। হয়তো কোন এক ১৩ এপ্রিল তোমার আবার দেখা পাব এই আশা নিয়েই আছি যা আসলে পূর্ণ হবে না।
তুমি ভালো থেকো যেখানেই যার সাথে থাকো।
te amo ❤️

dibya
Автор

অনেকেই বলছেন যে আগের গান গুলো নতুন করে গাওয়া ঠিক হয় নাই তাদের জন্য একটা কথা বলি এই ওয়ারফেয এর কিবোর্ড প্লেয়ার (সামস্) বলেছিলেন এই অ্যালবাম টা পুরোনো ওয়ারফেয ফ্যান দের জন্য না এই অ্যালবাম টা নতুন জেনারেশন দের জন্য বানানো হয়েছে আর যারা বলছেন এই অ্যালবাম টা আমাদের পছন্দ না তারা পুরনো ওয়ারফেজ গান শুনে অভ্যস্ত তাই তাদের এই অ্যালবাম টা ভালো লাগবে না আর এই অ্যালবাম টা ২০০৯ সালে বানানো হয়েছে আর একটা কথা বলি অরিজিনাল গান বেস্ট ছিলো, আছে এবং থাকবে। ❤

SGaming-lkrg
Автор

সঞ্জয়দার টাই বেষ্ট, , মিজান ভাই যে গান শুধু উনিই গেয়েছে, , তা আর কেউ উনার মত পারবেনা বাট এই গান সঞ্জয়দার টাই বেষ্ট।

MARipon-
Автор

1:58 eikhane je cut hoye jai eita ki music er part lol?

PasaKhan
Автор

ওয়ারফেজ আজ ২৩ইং এখনও ওয়ারফেজ আর সারাজীবন থাকব।

ChorkaSmartFashion
Автор

নোবেল ভাইরাস কে এই গানের সামনে বসিয়ে প্রতিটা লিরিকের তালে একটা করে জুতার বাড়ি দিয়ে বলতে হবে দেখ ছাগলা এই হলো লিজেন্ডদের গান

shozibrk
Автор

Sunjoy is & others vocal's never equal sunjoy it's prove this song...& others cover songs..huge diffarence mizan & sunjoy singing

princeeshan
Автор

This remake is not good enough. Incomparable to the original song by Sunjoy from the album Oshamajik.

imtiaz