Je Shohore Ami Nei - Bay of Bengal (Official video)

preview_player
Показать описание
Music video by Bay of Bengal performing "Je Shohore Ami Nei" from the album Nirob Durvikkho (C) 2016

Get "Nirob Durvikkho" on,

FOLLOW US

Lyrics:
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।

এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব

ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।

এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব

ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।

আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আরও অধিক কালো

তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে

তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে ।

হয়ত কোনদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খোঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আর অধিক কালো

তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে ।

SUBSCRIBE FOR MORE MUSIC

Worldwide Distribution: ME Label
Management: Mushroom Entertainment, Inc.

(C) 2016 Bay of Bengal
Рекомендации по теме
Комментарии
Автор

গানটা প্রথম বার শোনা, তবুও - শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেছে। প্রথম প্রথম বাংলা গানের প্রতি একটা অন্যরকম ফিলিংস জাগতেছে।
এখন মনে হচ্ছে সোনা চিনতে পেরেছি ‌।

mdsaimurrahmananik
Автор

ওমা! এটা কী শুনলাম। পুরাই ঘেমে যাচ্ছি। অবশ্য আমি লেপের ভিতর।সেই সেই!
অভিনন্দন আপনাকে ভাই, যে এ কমেন্ট পড়ছেন। আপনি বাবু খাইসো, টাকলা, অপরাধী না শুনে এখানে আসছেন। আপনার জন্য ভালোবাসা💖

bikramaditya
Автор

প্রায় সাত বছর আগে ঠিক যতটা ভালোবাসা নিয়ে এই গান টা শুনতাম
আজও ঠিক ওই অনুভূতি নিয়েই শুনি🖤

AdibaZaman-ysff
Автор

এত অপমান লাঞ্ছনা সহ্য করে বেঁচে আছি!
সবাই যেখানে দূরে ঠেলে দিলো...গানগুলো সেখানে এই অসহায়দের নিজের করে‌ নিলো🖤

ahmedakib
Автор

সালটা ২০১৯
বন্ধু রাফি বললো বে অফ বেঙ্গল শুনিস?
আমি বললাম না
সেদিন এই গানটা প্রথম শোনা,
আর এখন?
এখন বে অফ বেঙ্গল আমার প্রিয় ব্যান্ড।
লাস্ট মশপিট ২ এ দেখেছি।
আবারও হবে দেখা ❤️

cristianoronaldoworld
Автор

পশ্চিম বাংলা থেকে বলছি, বাংলাদেশের ব্যান্ডগুলোর গানের প্রশংসা না করলেই নয়, একেকটা যেন 🔥🔥🔥

জয় হোক বাংলা গানের ❤️

mr.anonymous
Автор

অপূর্ব গান। অনবদ্য কম্পোজিশন। এগিয়ে চলো বঙ্গোপসাগর।
কলকাতা থেকে সুৃমন....

আকাশআলোরপথযাত্রী
Автор

fan from cover of symphony of destruction ..

love from Nepal 🇳🇵❤️🇧🇩

sajankhatri
Автор

12 - 4 - 2024 এ প্রথমবার শুনলাম । পুরো মন চাঙা হয়ে গেছে । এক কথায় অসাধারণ 😍😍

mdjunaeid
Автор

হাজারো মানুষের সাথে গানটা গেতে পারাটাও অসাধারণ ছিল
Joy Bangla Concert
Bay Of Bengal is Love

farazshafin
Автор

বখতিয়ার ভাইয়ের বাঁশিটা শুনার পর থেকে বাংলাদেশের আমার প্রিয় রক ব্যান্ড হয় বে অফ বেঙ্গল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যতবার আস ততবারই উপস্থিত থাকি আমি, ভবিষ্যতেও থাকব❤❤

thedarkmoon
Автор

স্কুল জীবন থেকে শুরু,
চীরকাল এই গানের প্রতি আবেগ, আনন্দ, ভালোবাসা রয়ে যাবে। বখতিয়ার ভাই আমি আপনার এলাকার ই মানুষ।

ahmeedibraheem
Автор

"হয়তো কোনোদিন ভোরের আলো এসে পড়বে তোমার কার্নিশে, খুজবে তুমিও হঠাৎ হারিয়ে যাওয়া পুরোনো সেই মানুষটিকে।"
এই লাইনটা অনেক গভীর অর্থ বহন করে।❤❤❤

mosharrafsattar
Автор

এইসব গান ২ বছরেও ১মিলিয়ন ভিউ পায় না, বাঙালি শোনে "অপরাধী" গান, আসলেই রুচির বড় অভাব... দুই বছর ধরে নিয়মিত শুনি গানটা... ভালবাসা বখতিয়ার ভাই <3

ratankirtania
Автор

৫০ বছর পরে পরবর্তী জেনারেশন যখন এই গান শুনবে তারাও ভাববে আমাদের রুচি কত ভালো ছিল।

anonymous_t
Автор

"হয়ত কোনদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খোঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে"

arafathassan
Автор

My love BAY OF BENGAL
❤️ FROM KOLKATA

soumyadeeppradhan
Автор

ভাই আমি সবার মতন এতো সুন্দর সুন্দর ভাষার আর মেচিউর কমেন্ট করতে পারি না কিন্তু ভিতরে লুকিয়ে থাকা অনূভুতি ঠিক ই বুঝতে পারি আর এই গানটা তার উদাহরণ।ধন্যবাদ বে অফ বেংগল এতো ভালো গান উপহার দেওয়ার জন্য।

learntube
Автор

বাশি শুনেই মাথা নষ্ট। অনেক দূর যাবে বে অফ ব্যংঙ্গল।

tonmoymiraj
Автор

I didn’t understand what the lyrics but I feel the real taste of music. And that flute was awesome bro lots of love from Nepal 🇳🇵

abhishekdarnal