filmov
tv
Je Shohore Ami Nei - Bay of Bengal (Official video)
Показать описание
Music video by Bay of Bengal performing "Je Shohore Ami Nei" from the album Nirob Durvikkho (C) 2016
Get "Nirob Durvikkho" on,
FOLLOW US
Lyrics:
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আরও অধিক কালো
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে ।
হয়ত কোনদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খোঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আর অধিক কালো
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে ।
SUBSCRIBE FOR MORE MUSIC
Worldwide Distribution: ME Label
Management: Mushroom Entertainment, Inc.
(C) 2016 Bay of Bengal
Get "Nirob Durvikkho" on,
FOLLOW US
Lyrics:
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
এখানে নেই কোন উত্সব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা ।
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয় ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আরও অধিক কালো
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে ।
হয়ত কোনদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খোঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে ।
আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে
হবে আর অধিক কালো
তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে
যে শহরে নেই আমি
থাকবোনা সেই শহরে ।
SUBSCRIBE FOR MORE MUSIC
Worldwide Distribution: ME Label
Management: Mushroom Entertainment, Inc.
(C) 2016 Bay of Bengal
Комментарии