OLIRO KOTHA SHUNE | Debolinaa Nandy | Sayak Chakraborty | Hemanta Mukherjee | Bengali Cover

preview_player
Показать описание
"কিছু অভিমান ভালোবাসার কথাই বলে, কিছু জিজ্ঞাসা উত্তর পেরিয়ে আসলে চায় নিবিড় চোখে চেয়ে থাকা, কিছু না দেখার অর্থ হয় আজন্ম দুটো চোখে আশ্রয় নেওয়া, কিছু ভালো না বাসার অর্থ হয় আজীবন অব্যক্ত ভালোবাসায় জড়িয়ে রাখা,এমনই কিছু অভিমানের গান 'অলির কথা শুনে' নিয়ে হাজির হলাম"
This is a bengali cover of an evergreen romantic song "Oliro Kotha Shune"...which gained notable popularity in westbengal and all over india...
This video is a tribute to all those love stories of that generation where a couple used to make their love alive without any social media...where they had faith on their love without seeing each other oftenly...where they used to love their partners selflessly without expecting anything in return...this video is a tribute to that generation where love was not depend on any condition or demand
Kindly watch the full video,and give a feedback to me❤❤❤
Hope you like it
Don't forget to like share comment and subscribe with bell icon...

Original song credits :
Song: Oliro Kotha Shune
Singer: Hemanta Mukherjee
Lyrics: Gouriprasanna Majumdar
Composition: Hemanta Mukherjee
Record label: Saregama india ltd.

Cover song credits:
Singer: Debolinaa Nandy
Ft. Debolinaa Nandy, Sayak Chackraborty, Prity Biswas
Music Rearrangement: Atishay Jain
Guitar: Jakiruddin Khan
Mix & Master: Tarun Das
Recording studio: studio violina
Story & concept: Debolinaa Nandy
D.O.P: Aniket Mukherjee & Animesh Mondal
Edit & cc,Directed by: Papan
Debolinaa's costume: Rudra Saha
Sayak's costume: Avijit Das
Makeup & Hair: Sandy Das

***All Rights to Music Label Co. & No Copyright infringement intended.

For live show enquires :
Contact : 7980893328

Sayak’s Youtube channel link:

*ANTI-PIRACY WARNING*
[This content is Copyright to Debolinaa Nandy. Any unauthorized reproduction,redistribution or reupload is strictly proihibited of this material, Legal action will be taken against those who violate the copyright of the following material presented ]
Рекомендации по теме
Комментарии
Автор

Jodi gaan ta valo lege thake, pls sobai share koro, like comment r subscribe korte vulo na❤️❤️❤️❤️❤️tmr valobasha r support chai😍❤️

DebolinaNandy
Автор

ফেসবুকে গানের কিছুটা অংশ দেখে, প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে নিলাম। কি মধুর 🤍

deepkumarmondal
Автор

প্রেমে জিনিস টা এক অদ্ভুত মায়া । যা শিখিয়ে দেয় আমাদের বেঁচে থাকার মানে ।
ভালোবাসলে বোঝা যায় এই পৃথিবী কত সুন্দর
ভালোবাসা স্বীকৃতি না পেলেও। তার অনুভূতিটা অনেক সুন্দর 💙💙

mrkoushikvlogger
Автор

আমি গানটার প্রেমে পরে গেছি, , অসম্ভব সুন্দর একটা গান, , গায়কিটাও সেই।

bokulhossan
Автор

অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো!
আকাশ পাড়ে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পাড়ে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই, তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো!
অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে?
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে?
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালোবাসে
কই, তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো!
অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো

jubayerblack
Автор

এক কথায়, অসাধারণ একটি বাংলা গানের সৃষ্টি । গানের কথা, সুর ও কন্ঠ সব মিলিয়ে এক অন্যরকম ভালোলাগা, এক অন্যরকম অনুভুতির জন্ম দেয়। কতো সরল ভাষায় সরল সব আবেগ, অভিমান, অনুভুতি, ভালোবাসা প্রকাশিত হয়েছে। সত্যি একটি ভালোলাগার গান, যে গান হৃদয়ের অনুভুতিগুলো শাণিত করে।

kamrulislam-untu
Автор

গানটিতে কেন জানি একটা আবেগ জড়িয়ে আছে, যত বারই গানটা শুনি ততবারই আমি প্রেমে পড়ে যায়, ,
এই গানটা আমরা প্রেম করার সময় ডেটে গেলে শুনতাম, , আলহামদুলিল্লাহ আজ আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান!
অতীতে ফিরে গেলাম

AsifIqbal-bd
Автор

সায়ক চক্রবর্তীকে কিন্তু অসাধারণ লাগছে...💗💗
এক কথায় 🖤 সায়ক-দেবলিনার জুটি অসাধারণ... 😍😍💕💞

gopinathnath
Автор

এই গানগুলার মৃত্যু নাই, হাজারবার শোনা যায়। স্মৃতি হিসেবে রেখে গেলাম কমেন্টটি।

JobJunctionBD
Автор

গানের কথা গুলো কতো সাবলীল, কতো সুন্দর।।
অপ্রকাশিত অভিমান, আবেগ, ভালোবাসা ❤

ArifaRuku-if
Автор

আজ আমরা একসাথে প্রায় ১৫ বছর।
কত ঝগড়া কত অভিমান কত ক্ষোভ যে জমে আছে দুজনের মনে।
তবুও আছি একসাথে।
আমি যে তাকে ছাড়া কিছু ভাবতেই পারি না।
তার সাথে যুগল জীবনের সাত বছর করেছি...
আমৃত্যু থাকতে চাই...

joytunnath
Автор

জানি না কেনো যতবার গান টা শুনি অজান্তে কোথায় যেনো হারিয়ে যাই....একটা অসম্ভব জাদু আছে গানটার মধ্যে....!!! সত্যি নিজে এটা ভেবে সুখে থাকি যে অনেক টাকা নেই তো কি হয়েছে কিন্তু বাঙালী বলে এসব গান শুনলে সত্যি একটা স্বর্গীয় তৃপ্তি পাই....💓❤️❤️

Abani
Автор

কিছু কিছু রাত জাগতে ভালো লাগে শুধুমাত্র কিছু কিছু গান সহস্রোবার শোনার জন্য। গান শব্দটা দুই শব্দের হলেও এটি যেন দুই আত্মার (অন্তর আত্মা ও পরমাত্মা)মিলন, কিছু সদ্য ভালোলাগা মুহূর্তের পরিস্ফুরণ । গানটা শুনে শান্তির পাহাড় জমে যাবে যে কারো হৃদয় এ। এরকম সুন্দর একটি অনুভূতির মাঝে আর বেশি কিছু বলতে চায় না। শুধু ধন্যবাদ জানাই এই সৃষ্টিকে।

souvikbhowmik
Автор

প্রিয় মানুষটাকে না হারালে, মনে হয় এত সুন্দর গান কখনো শুনা হত না। তার স্মৃতিচারণে লেখে গেলাম like করলে যেন গানটা শুনতে পারি ❤

mostafijurrahman-fopk
Автор

অপূর্ব হয়েছে দেবলিনা দি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছ এত সুন্দর একটা পুরোনো দিনের গানটিকে। 🎶👌❤

shivamnayak
Автор

অসাধারণ গেয়েছো তার সঙ্গে কণ্ঠ তুলনা হয় না, , তোমার ফ্রেন্ড হয়ে গেলাম👏👌

tapanbarmon
Автор

দিদি এরকম লিজেন্ড দের বাংলা গান গুলো উপহার দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
এরকম গান আরও চাই।

kamaleshsarkar
Автор

সারাজীবন শুনলেও এ গান কখনো পুরনো হবে না। যতো শুনবো ততো শুনতে ইচ্ছে করবে।

SajibSikder-dtgt
Автор

Hemanta Mukhopadhyay borabor e amar favourite.
R onar kono gaaner eirokom misti presentation mon to chhuye jabei.
Thank you Dee Bhai for such a precious gift 💘🎁

subhammaji
Автор

হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান টা আমার খুব প্রিয়। Female version এর মধ্যে প্রথম তুমিই যে খুব ভালোভাবে গানটা উপস্থাপনা করেছো ❤️

Saptadeepa