Warfaze - Maya (Lyric Video)

preview_player
Показать описание
Maya is the new single by Warfaze originally released in Gaan app on October 31st, 2022.

Written and tuned by Palash Noor
Produced by Samir Hafiz and Sheikh Monirul Alam Tipu at Holy Lane Studios
Performed by Warfaze
Presented by Loyy Records @loyyrecords6513

Slide Solo- Soumen
Guitar Solo- Kamal

Lyrics:

এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে
এই রাত সেই রাতের কত কথা বলে
চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয় বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে

সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়
তুমি আমি দুজনায় চলো আবার হারাই
আবার হারাই
আবার হারাই..

থমকে যাওয়া প্রহর আবার যেনো প্রাণ ফিরে পায়
কোটি তারারা তোমার আঁচলে ছড়ায়।।

চলে যাওয়ার বিষাদ সুর এখনো কানে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে

সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়
তুমি আমি দুজনায় চলো আবার হারাই
আবার হারাই
আবার হারাই..

Socials-
Рекомендации по теме
Комментарии
Автор

মায়া এই গানটা ৫:১১ সেকেন্ড থেকে পলাশ ভাই যে যত্ন করে উচ্চ স্কেলে গেয়েছেন তার মহত্ত্ব হৃদয়ভেদ করে চলে যায়...love you warfaze!!💖💖💖

emonritchil
Автор

এই সেই চিরচেনা ওয়ারফেজ। সেই সুর, সেই লিরিক, সেই ৯০ এর আবহ।আহা!
ধন্যবাদ ওয়ারফেজ। ❤

ahsanshuvo
Автор

একটা মানুষ কখনোই জানবেনা,
তাকে ঠিক কতটা চাওয়া হয়েছিল "🖤🌼

sabujmd
Автор

ওয়ারফেজ ফিরে আসুক, পুরনো ভাইবে। শৈশবের প্রথম প্রেম হারিয়ে না

Imrandx
Автор

মানুষ যখন স্ট্যান্ডার্ড হবে, তখন গান মিলিয়ন ছুঁবে ❤️

saikatsarkar
Автор

সব ভুলে গিয়ে আবার হারাতে চাই 🖤
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়🌸
Warfaze 🖤🙏🇦🇪🇧🇩🫶

Mr.Farhan-vr
Автор

মিলিয়ন মিলিয়ন ভিউ হবে একদিন, দেখে নিও ক্ষত হৃদয় এর মানুষগুলোর ভালোবাসার অপর নাম হবে ওরারফেজ এর মায়া ❤🤘

SnapLearnBD
Автор

মনে হচ্ছে আমার জীবন তুলে ধরা হয়েছে...আমার মুখ থেকে প্রলয় বেগে বের হয়ে আসা প্রত্যেকটা কথাই যেন গানের লিরিক...
ভালোবাসায় এবং প্রেমে বরাবরই ব্যর্থ আমার সুর ও সংসার যেন এই গানের মধ্য দিয়ে ফুটে উটেছে...

lastpage
Автор

পুরো গান শোনার দরকার নেই।প্রথম ৪০ সেকেন্ড বাঁশির সুর শুনে আবার মনে করিয়ে দেয় Band ওয়ারফেজের কথা।আহা কি অসাধারণ লিরিক আর ফলাাশ ভাইয়ের বাঁশির কম্বিনেশন

alaminmiajee
Автор

ভালোবাসার ইনডাইরেক্ট ডেফিনেশন এই গানের লিরিক্স....

যারা এই ধরনের গান শুনতে আসে, তাদের আলাদা একটা সত্তা আছে,
যে সত্তাকে তৃপ্তি দেওয়ার জন্য তারা নিজেকে এখানে নিয়ে
এমন হাজার হাজার আত্মাকে তৃপ্তি দেওয়ার ব্যান্ড গুলোর মধ্যে ওয়ারফেজ অন্যতম...
অবিরাম ভালোবাসা ওয়ারফেজের

mahinshahriar
Автор

সেই শুরুর ওয়ারফেজ'কে আবার ফিরে পেলাম
এটাই ওয়ারফেজ✊
পলাশ ভাই🔥

Maria_Khan
Автор

আহা কি লিরিক্স, কি সুর!!
এরই নাম হয়তো "ওয়ারফেজ"
সেই ২০০৮ সালে "ধুপছায়া" শুনে প্রেমে পড়েছিলাম...আজও নতুন❤️
-ডিসেম্বর ৬, ২০২৩

PeterGriffin
Автор

এসব গান শুনে & বুঝে তারাই যারা নূন্যতম বিদ্যা সম্পূর্ণ! কোনো অসুস্থ পরিবেশের মানুষ এই গান হজম করতে পারবে না & আমরা চাইও না তারা শুনুক! ধন্যবাদ ওয়ারফেজ ধন্যবাদ পলাশ নুর ভাই! গানটা হৃদয়ে গাথা থাকবে!

mehedihasankhondokar
Автор

প্রচন্ড মাথাব্যথা, গানটা যেন টাফনিলের মতো কাজ করলো!!
ভালোবাসার ওয়ারফেজ❤️

sohagmahmud
Автор

kine shuna warfaze fan amra🥺🥺
onkdin paid version shunlam...eibar nahoy youtube ei hok🤟🤟
Warfaze~Forever

adityatoton
Автор

কিছু গান বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়স লাগে, একটা নির্দিষ্ট বুদ্ধি ও অনুভব করার চিন্তাভাবনা লাগে। যে এগুলা গভীরভাবে অনুভব করতে পারে তার কাছে গানগুলো শুধু ভালো না অসম্ভব ভালো লাগবে।
বেঁচে থাকুক Warfaze এভাবে হাজারো বছর❤

❤️❤️❤️

faukotha
Автор

দিন তুমি সাক্ষী ও আমায় ভালোবাসতো কিন্তু
সময়ের ব্যবধানে ও হারিয়ে গেছে 🍁

rreie
Автор

এই গানটা শোনার জন্যে এত এত আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম, যেটা আমিই জানি। প্রতিবার স্পটিফাই আর ইউটিউবে সার্চ করে দেখতাম, কিন্তু এই দুই জায়গায় পেতাম না।

পলাশ ভাই আসলেই ওয়ারফেজের সাথে নিজেকে মেলে ধরতে সক্ষম, একমাত্র উনিই যোগ্য। লং লীভ ওয়ারফেজ 💗🤘🏾🌻

imamulhasansomir
Автор

কাঁদতে ভুলে গেছি।।।
চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করে😭😭
কষ্টে যার জীবন ভরা, তার আবার কিসের কষ্ট। সব ভুলে এই আমার সান্ত্বনা।। 😭😭😭😭

snowynokrek
Автор

৪৫ বার শুনেও য্যানো মন ভরে নাহ্। এ্যাতো ভালো ক্যান। রেটিং ১০ এর মধ্যে ৯.৫ ❤❤

muhammadtowhid