02. Mrittu Utpadon Karkhana - Shonar Bangla Circus

preview_player
Показать описание
#ShonarBanglaCircus #HyenaExpress

Song: Mrittu Utpadon Karkhana
Band: Shonar Bangla Circus
Album: Hyena Express

All songs performed by Shonar Bangla Circus
Recorded at Jatra Biroti, Dhun Studios & Studio 100 Miles.
Album mixed by Dewan Anamul Hasan Raju
Mastered at Echo Bass Studios by Saad Chowdhury

Personnel:
Probar Ripon: Lyrics, Tune, Vocals, Acoustic guitar
Seth Panduranga Blumberg: Electric guitar
Shakil Haque: Bass, Backing vocals
Saad Chowdhury: All keys
Dewan Anamul Hasan Raju: Drums

Sound effects: Rajesh Saha
Album cover: Shohag Habib
Band logo and cover design: Jahir Uddin Zoomon and Shohag Habib

Special thanks to:
Anusheh Anadil, Jatra Biroti, Jeff Moore, Tanha Zafreen, Armando Cepeda, Buno, Naymuzzaman Prince

মৃত্যু উৎপাদন কারখানা:

আমরা মৃত্যু উৎপাদন করি
কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়
আমরা মৃত্যু উৎপাদন করি

মহামারী শিশুদের প্রিয় খেলনা
যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে,
অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
আমরা মৃত্যু উৎপাদন করি

সেই বুলেটটা কোথায় ?
যার গায়ে আমাদের মৃত্যুর নাম লিখে রাখা
তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
আর তাই ধুয়েমুছে ফুঁ দিয়ে দিন কাটাই,
জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই,
আমরা মৃত্যু উৎপাদন করি ।

মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
রক্তের সেচে ফসল ফলে ফসল ফলে দেদার
সুর্যকে দেখে মনে হয়
ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
আমরা মৃত্যু উৎপাদন করি

প্রতিটি মৃত্যুর সাথে
প্রতিটি লাশের সাথে
বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
পরিহাসের বিষয় হলো
সেই গোলাপের রঙটিও লাল !
তোমার শিশুর হাসির মত লাল !
তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল !
তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল !
আমরা মৃত্যু উৎপাদন করি

ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
তাই নিজের মেরুদণ্ড হাতে দাঁড়িয়েছি
নিজের মাংসপিণ্ডের সামনে
আমরা মৃত্যু উৎপাদন করি

© Shonar Bangla Circus 2020
Рекомендации по теме
Комментарии
Автор

মস্তিষ্কের কাপনে শরীরের লোম দাড়িয়ে গেল,
কি যে অপূর্ব লিরিক।

asst.engr.jakirhossain
Автор

সেই বুলেটটা কোথায়, যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা!

তার জন্য পাজরের ভিতর রেখেছি সিংহাসন"

muksedurrahmanemon
Автор

মৃত্যু থেকে না পালিয়ে এমন উপস্থাপন করার নামই সোনার বাংলা সার্কাস ❤️‍🩹

Sadin_Ahmed_
Автор

"সেই বুলেটটা কোথায়, যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা
তার জন্য পাঁজরের ভিতর রেখেছি সিংহাসন"
অদ্ভুত শিহরণ!

iftanik
Автор

ব্যতিক্রমী একজন গায়ক। প্রত্যেকটা লাইন দিয়ে একেকটা উপন্যাস লেখা সম্ভব। ❤

j.mnuralam
Автор

প্রথমবার Shonar Bangla Circus এর গান শোনলে আপনি কখনোই বোঝবেন না গান শোনছেন না কবিতা! অনেকেই অর্থই খুজে পাবেন না। হইতো একটু হাবিজাবি লাগবে গানগুলো। কিন্তু ব্যার্থ হয়ে যখন দ্বিতীয়বার শোনবেন আপনার মস্তিষ্কে কিঞ্চিৎ প্রভাব পরবে।তখন আপনি গানগুলো(লিরিক)নিয়ে ভাববেন। ভাবতে ভাবতে আবার শোনবেন। তার পরেই আপনি শেষ! নেশাগ্রস্ত হয়ে গেছেন!মাদকে নয়_অন্ধ দেয়ালে, মৃত্যু উৎপাদন কারখানায়, সূর্যের অন্ধকারে, এফিটাফে। ❤🌺

mdrakib
Автор

মৃত্যু থেকে না পালিয়ে এমন উপস্থাপন মানেই সোনার বাংলা সার্কাস 🌿

PROHORI
Автор

অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার'!🙂

আহ লিরিক্স ভাই বেস্ট বেস্ট বেস্ট।👌

ab_shahed
Автор

গানটা যখন শুরু হলো, , মনে হচ্ছে ঝড় উঠবে, , আর তাই হলো, , ,
অতঃপর ঝড় শেষ হলো
আর সব ঠান্ডা হয়ে গেলো, টগবগে গরমের মধ্যেও আমার শরীর শীতল হয়ে গেলো🙂
কি দারুণ সৃষ্টি রিপন দাদার 💝

shofolparvez
Автор

মৃত্যু যেখানে অনিবার্য, পালিয়ে না বেরিয়ে
তার এমন চিত্রায়নই শ্রেয়🌸।

nazmulhasan
Автор

কী সুর! কী কথা! এত সুন্দর কথা নেওয়ার মতো মস্তিষ্ক আমাদের কেন নেই! 😒😐💝💝

tanjilsiraj
Автор

এই গানগুলো যারা শুনে তারাও একধরনের বিশেষ মানুষ।🖤

gadget-noob
Автор

প্রিয় প্রবার রিপন ভাই, আপনার গানগুলি আমাকে ভীষণ কাঁদাচ্ছে, অনেক ভালো লাগছে, বারবার শুনছি।

tuhintalukder
Автор

বাংলা ব্যান্ডের সাথে ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও শ্রদ্ধাবোধ, মিশে থাকা অনেক অনেক আগে থেকেই। কিছু কিছু সময় দেশের কিছু কিছু অস্তিত্বহীন গান শুনে যখন মেজাজ, মাথা তথা রুচিতে ঘৃণা চলে আসে তখন এই বাংলা ব্যান্ড ইন্ড্রাস্ট্রির অপূর্ব কথা ও সূর সম্বলিত গানগুলো আবার নিজেকে নিজের দেশের মিউজিক ইন্ড্রাস্টির প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে এবং সাথে নিজের অস্তিত্বকে আবার পরিপুর্ণ করতে পারি। আর নিজেকে শুধু বুঝানোর চেষ্টা করি যে প্রতি দেশের মিউজিক ইন্ড্রাস্ট্রির মতো আমাদের দেশের কিছু, শুধু অল্প কিছু আবাল ও আবালের ন্যাকামীযুক্ত ঘেউ ঘেউ ধ্বনি সেই প্রসিদ্ধ দেশীয় মিউজিক ইন্ড্রাস্ট্রিকে কূলশীত করতে পারবে না বরং যারা যেমন এসেছে তেমনি হারিয়েও যাবে চোখের পলোকেই আর আমার দেশীয় মিউজিক ইন্ড্রাস্টি আবারো জরামুক্ত হবেই।
👼👼🦸🦸❣️❣️শ্রদ্ধেয় মিউজিক শিল্পী পার্থ দাদা বলেছিলেন, কিছুটা এভাবে- "যারা এই জগতে এবং মার্কেটে যত দ্রুত এসেছে তারা ঠিক ততোটাই দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই স্বাভাবিক ও চিরসত্য"। আর যারা শুদ্ধ রুচিসম্মত এবং মিউজিক প্রেমি, যারা গানকে বিচার করে কথা, সূর এবং তাল-লয় দিয়ে তারা ব্যান্ড মিউজিকের বিশালতাকে অস্বীকার করতে পারবেন না বরং আমার আত্মবিবেকে যতটুকু বুঝতে পারি এবং আশেপাশের পরিবেশ দেখে, তাতে যারা ব্যান্ড মিউজিক ভক্ত তাদের অভিরুচি, কথাবার্তা ও চলাফেরাতে একটু স্বাবলীল, মনের দিক থেকে পরিষ্কার ও সভ্য হয়ে থাকে। যাই হোক, বাংলা সংগীত অঙ্গন(লোকগীতি, পল্লীগীতি, লালনগীতি, আধুনিক সহ আরো অনেক) ও বিশেষ করে ব্যান্ড মিউজিককে অন্তরের অন্তস্তল থেকে লালন করি, ভালোবাসি। যা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তগুলোতে নিজেকে পুনরায় ফিরে পেতে, নিজের অস্তিতকে পূনর্নিমাণে ও খোরাক মেটাতে প্রবলভাবে সাহায্য করে। পরিশেষে একটাই কথা, বিদেশী মিউজিক ইন্ডাস্ট্রির সেই মরিচিকার পিছে না ছুটে আসুন সবাই দেশীয় সুস্থ্য্‌, স্বাবলীল গানগূলোকে ভালোবাসি। প্রকৃত শিল্পীদের কদর করতে শিখি। অন্তত, তাদের পৃষ্ঠপোষক না হতে পারলেও তাদের গানের পটভুমি, সূর ও কথাগুলোকে বোঝার চেষ্টা করি, প্রকৃত গানের স্রষ্টা, শিল্পীদের জীবন, পথচলা ও স্বপ্ন জানার চেষ্টা করি। আশা করি, এতটুকু যদি কোনো সঙ্গীত প্রেমী করি তাহলে এই বাংলার মাটির সুরকে অগ্রাহ্য করা অসম্ভব। 😇😇😇
"ভালোবাসার অন্তহীন আকাশ সোনার বাংলা সার্কাসের জন্য"।❤️❤️❤️

s.mshuvo
Автор

প্রতিটা লাইন যেন তোমার গাওয়া বুলেটের মতোই তীব্র হতে তীব্রতর হতে হতে হতে কলিজাকে একদম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে...
বিঁধে যাচ্ছে আমার পুরো শরীরের শিরায় শিরায়
টগবগ করছে রক্ত তোমার সেই রক্ত উৎপাদিত শরীরে..
জয় হোক তোমার

adilahonafshofiul
Автор

এইটা কি অদ্ভুত একটা ক্রিয়েশন রে ভাই!! কি বিভৎস সত্য সবকিছু! পা বাড়িয়ে দিচ্ছি প্রতিনিয়ত কুৎসিত সৌন্দর্যে!!

ArRataaN
Автор

গানটা শুনলে খুবই অদ্ভুত অনুভূতি হয়!
লাভ ইউ প্রবর দা ❤

tasin.ahmed
Автор

আমি মৃত্যুকে স্মরণ করে ভয় পেতাম ।। কিন্তু এই গানটা শোনার পর আমি মৃত্যুকে আলিঙ্গন করতে শিখেছি । । আমাদের হৃদয়ের ব্যান্ড সোনার বাংলা অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য

eshtiahmedrafi
Автор

মরে বেঁচে থাকা মানুষদের জন্য এই হয়তো এমন গান উৎসর্গ করছে সোনার বাংলা সার্কাস

ujjal
Автор

মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো শত্রু নেই ।

creativebangla