filmov
tv
November Rain | Arghyadip | Kshaunish

Показать описание
November Rain
লেখায় - অর্ঘ্য দীপ
পাঠে - ক্ষৌণীশ
এই বৃষ্টিটার পরেই হঠাৎ শীত পড়ে যাবে, তুমি জানো। তাই হয়তো অপেক্ষায় আছো। অথবা, প্রায় জনহীন অফিস বাড়ির এয়ার কন্ডিশনারে সব অপেক্ষারা জুড়িয়ে যাচ্ছে দ্রুত। তবুও তুমি ভালোবাসছ হাওয়ায় পাক খেতে খেতে ঝরে পড়া পাতাদের দৃশ্য এবং কল্পনাকে।
ভালোবাসছি আমিও। তোমাকে শীতের পোশাকে ভাবতে আমার এখনও ভালো লাগে। গোলাপী রঙের কার্ডিগান অথবা ঘন নীল একটা জ্যাকেট... ভাবলে, কীরকম যেন হয়। অথচ এমন ফ্যান্টাসির শেষে তোমার মুখ স্পষ্ট নয় আর। শুধুই একটা মেয়েলি অবয়ব, যা ক্রমশ পাল্টে যেতে থাকে। পাল্টে যেতে যেতে সে রূপ নেয় আমার প্রিয় প্রতিটি জীব এবং জড় পদার্থের। এবং তার পরেও, পাল্টে যায় আবার...
এইসব দৃশ্য সত্যি নয়। এইসব কল্পনাকে পেরিয়ে গেলে, পড়ে থাকে জীবনের সামান্য কিছু জানা। যেমন আমি জেনেছি, আমার জন্য তোমার কোথাও কোনও অপেক্ষা নেই।
যেমন শীত পড়ে যাওয়ার আগে এই বৃষ্টিটা যে হবেই... আমি জানতাম।
লেখায় - অর্ঘ্য দীপ
পাঠে - ক্ষৌণীশ
এই বৃষ্টিটার পরেই হঠাৎ শীত পড়ে যাবে, তুমি জানো। তাই হয়তো অপেক্ষায় আছো। অথবা, প্রায় জনহীন অফিস বাড়ির এয়ার কন্ডিশনারে সব অপেক্ষারা জুড়িয়ে যাচ্ছে দ্রুত। তবুও তুমি ভালোবাসছ হাওয়ায় পাক খেতে খেতে ঝরে পড়া পাতাদের দৃশ্য এবং কল্পনাকে।
ভালোবাসছি আমিও। তোমাকে শীতের পোশাকে ভাবতে আমার এখনও ভালো লাগে। গোলাপী রঙের কার্ডিগান অথবা ঘন নীল একটা জ্যাকেট... ভাবলে, কীরকম যেন হয়। অথচ এমন ফ্যান্টাসির শেষে তোমার মুখ স্পষ্ট নয় আর। শুধুই একটা মেয়েলি অবয়ব, যা ক্রমশ পাল্টে যেতে থাকে। পাল্টে যেতে যেতে সে রূপ নেয় আমার প্রিয় প্রতিটি জীব এবং জড় পদার্থের। এবং তার পরেও, পাল্টে যায় আবার...
এইসব দৃশ্য সত্যি নয়। এইসব কল্পনাকে পেরিয়ে গেলে, পড়ে থাকে জীবনের সামান্য কিছু জানা। যেমন আমি জেনেছি, আমার জন্য তোমার কোথাও কোনও অপেক্ষা নেই।
যেমন শীত পড়ে যাওয়ার আগে এই বৃষ্টিটা যে হবেই... আমি জানতাম।