Miles - Ei To Shei Din (Official Audio)

preview_player
Показать описание
Song Title: Ei To Shei Din
Tune: Hamin Ahmed
Lyrics: Hamin Ahmed
Vocal: Hamin Ahmed
Music: Miles
Recorded by: Miles
Released Year: 1996
Album: Prottoy

© Copyrighted by MILES. All Rights Reserved.

#Miles #Prottoy #EiToSheiDin

Ei To Shei Din Lyrics:

এই তো সেদিন কোন অকারণে
জানি না চলে গেলে
কিছু কথা আজ অবসরে
তোমাকে কাছে চায়
জানি না কেন মন তোমায়
হারালে আরো কাছে চায়
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
যদি ভুল বুঝে, কোনো অপরাধে
আমি ব্যথা দিয়ে থাকি তোমায়
আমার এ হৃদয় শুধু তোমাকে চায়
জানি তুমি আর ফিরবে না
কেন যে মন মানে না
শূন্যতায় ভরা এ জীবন
আঁধারে হারিয়ে যায়
নিরবে দিন কেটে যায়
একাকি তোমারি আশায়
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
যদি ভুল বুঝে, কোনো অপরাধে
আমি ব্যথা দিয়ে থাকি তোমায়
আমার এ হৃদয় শুধু তোমাকে চায়
নিঃসঙ্গ জীবন তোমাকে ঘিরে
এঁকে যায় স্বপ্নের ছবি
নাই-বা হলে শুধুই আমার
বন্ধু হয়ে থেকো চিরকাল
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
যদি ভুল বুঝে, কোনো অপরাধে
আমি ব্যথা দিয়ে থাকি তোমায়
আমার এ হৃদয় শুধু তোমাকে চায়
নিরবে দিন কেটে যায়
একাকি তোমারি আশায়
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
যদি ভুল বুঝে, কোনো অপরাধে
আমি ব্যথা দিয়ে থাকি তোমায়
আমার এ হৃদয় শুধু তোমাকেই চায়

Miles:
Рекомендации по теме
Комментарии
Автор

আমার গান শোনা শুরু মাইলস্ আর এলআরবি দিয়ে। সময়টা ছিল '৯৫। প্রতিটি গানের সঙ্গে শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে। খুব মিস করি পেছনের ফেলে আসা সময়কে। সব সময় ভালবাসা অটুট থাকবে মাইলস্ আর এলআরবি-র জন্য।

auninazad
Автор

গানগুলো শুনলে মনে হয় আমি এক অন্য ভুবনে হারিয়ে গেছি ।

mmoriumm
Автор

সময়টা ৯৬, আমার সময় কেটে যেতো মাইলসের গান, হুমায়ুন আহমেদের বই । মন খারাপ লাগে সময় গুলোর সাথে ।।

sharmeenjahan
Автор

এই গান গুলো শুনলে নস্টালজিক হয়ে যাই। গানটার সাথে জড়িয়ে আছে অনেক সুখ স্মৃতি

bipulbipul
Автор

Miles এর প্রত্যেকটা গানের ভিতর আমার হারানো দিনগুলো কে খুঁজে পাই।
Miles 🖤🙏

Odbhut
Автор

তুমি ক্ষমা করে দিও আমায়
যদি ভুল বুঝে কোন অপরাধে
আমি ব্যাথা দিয়ে থাকি তোমায়!
আমার এ হৃদয় শুধু তোমাকে চায়!💝

SadekZaman-kh
Автор

Miles was the first Bangladeshi band that I listened in 1990. They rocked my world with Chand Tara Shurjo Nou Tumi. And, this song Ei To Shedin is another classic in the Bangla band music history. Distinct sound and composition wins my heart, and makes me nostalgic. Our Band music reached such a great height that a lot of Asian nations cannot even imagine.

TanvirMahmudHansadhani
Автор

RIP Shafin Ahmed, The Brightest Rock Star of Bangladesh.

nazmulsajib
Автор

3:32 Shrine of emotions goes through my vein. Could listen to this all day long.

hanestreet
Автор

R. I. P Shafin Bhai.... You will live forever in our heart like this song.... 25/07/2024

samiulislam
Автор

গান টা যেন মনের ভেতরে কোথাও বাস করে, মাঝে মাঝেই জেগে ওঠে অার কোথায় যেন নিয়ে যায়।

designin
Автор

Orginal band music
World class music bd ❤❤

GsmTohid
Автор

দেশে রুচির মহা দূর্বিক্ষ চলছে। এই সমস্ত গানের ভিউ মাত্র 16K!!!

jasimmahmud
Автор

what a drumming before the second guitar solo !!

Hb-Profile-Dev
Автор

Ki shundor din chilo 90's er shomoy ta. Ahhhh r ashbey na. Ki stylish chilo amder jinon ta tokhon. Olpo chilo shob kichu kintu purnota chilo shob ta tey. From my younger age I love u Miles very very much.

asmkibria
Автор

Every tune like every moments of memories...

auninazad
Автор

এটা গান শুধু নয়, যেন মোহ্!!! আবেসে হারিয়ে যাই।

md.asadali
Автор

At that time 12 songs of a single album was hit ! now a days only 1 or even none

Hb-Profile-Dev
Автор

another great song from the album "prottoy", setting the absolute bar for pure modern Asian music.

nazmulsajib
Автор

নীরবে দিন কেটে যায়, একাকী তোমারই আশায়...!

hasanhabib