Mon - Cactus - Bangla Band Song

preview_player
Показать описание
Mon - Cactus - Bangla Band Song
Рекомендации по теме
Комментарии
Автор

আমি বুড়ো হয়ে যাচ্ছি, সময় ফুরিয়ে যাচ্ছে, প্রতি মুহুর্তে ইচ্ছে করে আমার ছেলেবেলায় ফিরতে, কিন্তু ফেরা কি যায় যা এসেছি ফেলে! তারপরও ফিরে যাই এ গানগুলার হাত ধরে❤️

jonalbert
Автор

সাল টা 2005/2006 হবে...তখন ক্লাস 6...প্রথম পরিচয় বাংলা ব্যান্ড এর সাথে...প্রথম প্রেমে পড়া Cactus এর সাথে.. এই গান টা খুব খুব শুনতাম.. সাথে হলুদ পাখি, শুধু তুমি এলেনা...তারপর 2008 এ প্রথম Cactus এর live performance দেখা.. এখন 2019.. 12/14 বছর যে কি ভাবে কেটে গেলো.. আজও এই গান গুলো শুনলে পুরোনো দিন গুলোর কথা মনে পড়ে..Long live bangla rock.. Long live Cactus

rc
Автор

সত্যিই ব্যান্ড এর নাম টা উপযুক্ত, ক্যাকটাস এর গান গুলো বার বার শুনি আর গায়ে কাঁটা দেওয়ার মতোই অনুভূতি সৃষ্টি হয় প্রত্যেক বার।

krishnakalimaity
Автор

যদি কেউ তোমায় জিজ্ঞাসা করে তুমি কবে জন্মেছো?
তুমি বোলো আমরা রেডিওতে ক্যাকটাস, ভূমি, ফসিলস, চন্দ্রবিন্দু, নচিকেতা, রূপঙ্কর, রাঘব, শিলাজিৎ, শুভমিতা শুনে বড় হয়েছি।ওইসময় টা খুব ভালো ছিলো, জীবনের এই জটিলতা তখন ছিল না।স্বর্ণযুগ ছিল।।

sayanmondal
Автор

২০০৫ সালে ইটিভি তে দেখেছিলাম এই গানের মিউজিক ভিডিও। সেই থেকে হাজারো গানের ভিড়ে আমি শুধু খুজেছি তোমাদের এই গান❤❤❤

hosenali
Автор

২০০৪/০৫ সালের দিকে। নিল নির্জনে সিনেমায় প্রথম এই গান গাওয়া হয়। তখন আমার এলাকায় কলকাতার ইটিভি বাংলা চ্যানেলটি এমনি এমনি পাওয়া যেত। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে কেয়ার অব সিনেমা দেখতাম। অপেক্ষা করতাম কখন এই গানটি আসবে। কত স্মৃতি এই গান ঘিরে! আমি আর বন্ধু সুমন নিয়মিত এই গান শুনতাম। তখন ক্লাস টেন এ পড়ি। আজ এতদিন পর হঠাৎ গানটি শুনে যেন সেই সময়ে ফিরে গেলাম! মনটা ভারাক্রান্ত হয়ে গেল।

kafiaazad
Автор

রেসিং সাইকেল, ক্যাকটাস এর গান, চুলে ব্যাক ব্রাশ সত্যি সেই সব দিন, পাঁচিল টপকিয়ে শ্রীরামপুর কলেজ এর ক্যাকটাস এর সোস্যাল ❤️

chandanghosh
Автор

I was in class 9 or 10 when I first heard this song. Cactus and fossils were my class 11-12 crush. I had no idea that there were other english bands like Pink floyd, Beatles. When I went to college I was totally engrossed in 60s and 70s rock english music. When I listen To this song, nostalgia hits me deep inside and I keep looking, thinking about those wonderful days with a smile in my face
Now when I think, that when Band culture was emerging in INDIA, (I repeat India) our bangla band with their so much talent had published songs which no band even today can't even think off.


But the sad part is that now when in NH7 or other weekenders I see bands from other parts of india I see no bands from bengal although these were the pillars of band Culture in India. They never got the most deserved greatest respect.
In one word Salute to cactus, Bhoomi, Chandrabindu, Fossils and many

sambodhisengupta
Автор

মন বড় অবুঝ এই মন
কিছুতে মানে না হায়।
অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু..
আমি যে চেয়েছি তোমায়,
আমি শুধু চেয়েছি তোমায়।

কখন, জানি না তো কখন,
আবছা হলে কুয়াশায়।
আমি স্বপ্নের পথে পথে, শুধু..
হায় কত খুঁজেছি তোমায়,
আমি শুধু খুঁজেছি তোমায়,
আমি যে খুঁজেছি তোমায়,
আমি শুধু খুঁজেছি তোমায়।

rizon
Автор

সম্ভবত ক্লাস 4 অথবা 5 এ পড়ি, দাদার কাছ থেকে বাংলা ব্যান্ডের গান শোনা, আর তখনই বুকে জড়িয়ে ধরেছিল এই গানটি। গানটির সাথে বহু পুরোনো স্মৃতি বিজড়িত হয়ে আছে।

tanmoybakshi
Автор

2021 সাল.. এখন পুরোপুরিভাবে ব্যস্ত শহরের চাকরিজীবী মানুষ.. তখন ক্লাস 6-7 হবে .. মাঝে এত্ত গুলো বছর, প্রথম প্রেম, হার্ট ব্রেক 💔 বন্ধু বিচ্ছেদ, নতুন বন্ধু, স্কুল পেরিয়ে কলেজ, ক্লাস ফাঁকি, ঝাড়ি মারা, দল বেঁধে ঘুরতে যাওয়া, নতুন করে প্রেমে পড়া, তারপর সবাই ধীরে ধীরে আলাদা হওয়া, নতুন জব, ডেড লাইনের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার ঠিক আগে এই গান টা সেই ছোটোবেলাকে ফ্রেম বন্দী করে ফেরত দেয়..❤️

alipriyamondal
Автор

এটা বাংলা ব্যাণ্ডের ইতিহাসে একটা মাইলস্টোন গান...এভারগ্রীন...কোনদিন পুরনো হবে না! 👍👍👍

khetebhaloporomanno
Автор

গান টা যখন বেড়িয়েছিল, বিশেষ বুঝতাম না, তবে সুর টার জন্য খুব ভাল লাগত ।
আজ জীবনের মাঝ বয়সে এসে, যখন তুমি নেই ।
তখন এই গান টা অনুভব করতে পারি।
ভাল থেক মন

prasenjitbarman
Автор

Class 8 a sunechilam ei gan ta college complete korar por aj chakurijibi akhono suni... ❤️❤️❤️

ghashchero
Автор

কোথায় গেলো সেসব হারিয়ে যাওয়া দিন গুলো, ফিরবে না আর ??
আজ বড়ো কষ্ট হয় এই বাংলা ব্যান্ডের গান গুলো শুনলে। ছোটবেলা থেকে শুনে গেয়ে আজ বড়ো হয়েছি। সত্যিই সব হারিয়ে গেলো শৈশবের দিন গুলো।
ক্যাকটাস্, , ফসিলস্, , চন্দ্রবিন্দু, ,ভূমি
লক্ষীছাড়া, , ক্রস উইংস, , পরশপাথর
LRB, , মাইলস্, , কালপুরুষ, ,
তোমরা যুগ যুগ ধরে বেঁচে থেকো।😔❤

arunacharya
Автор

Huge emotional song, respect from Bangladesh 🇧🇩🇧🇩

mdsaifulislam
Автор

Songs have no border. Proud to be a Bangali. I feel proud my mother tongue is Bangla. Love from Bangladesh.

Albatross-vz
Автор

এই ভাবে অনুভূতি প্রকাশ করা শুধু বাংলা ভাষাতেই সম্ভব।এই আবেগ, এই অনুভূতি অন্য কোথাও মিলবেনা।❤❤

jnayeem
Автор

প্রথম শুনি তোমাকে 2006 কি 2005 সত্যি বলছি তখন না ছিল করে প্রতি ভালোবাসা না ছিল কোনো কিছু কিন্তু তোমাকে শুনতে রোজ ভাললাগত । সেই মনে আছে মাঠে ক্রিকেট খেলেছি আর দূরে কোন মাইক এ তোমাকে শুনতে পায়ছিলাম তার তারপর আরো কত ।রেডিও তে আমার fm এ রোজ বিকেল 6টা থেকে 7 টা বাংলা ব্যান্ড এর গান শোনায় জানতে পারলাম আর রোজ শুনতাম তোমাকে মা বলতো কি শুনিস রোজ এক গান । আমি বলতাম গান টা আমার সব থেকে প্রিয় । হয়তো কোনো মানুষ নয় তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা ।

উরোজাহাজ
Автор

College life, প্রথম guitar, প্রথম Stage show, প্রথম প্রেম সব কিছু একসাথে চোখের সামনে ভেসে ওঠে। কি সব ছিল সেই দিন গুলো। সে তো আর ফিরবে না। হায়! যা যায়, তা একেবারেই যায়। এই গান শুনেই শুধু স্মৃতি রোমন্থন করা আজ।

optimusevr