Conclusion - Porinita (Audio)

preview_player
Показать описание


Conclusion is
Hassan Munhamanna - Vocals
Zakir Hossain - Guitars
Ekram Wasi - Guitars
Hasin Aryan - Drums
Fardin Fayez Omee - Bass

Credits:
Lyrics - Hassan Munhamanna
Composition - Conclusion
Recording, Mixing & Mastering - Ekram Wasi
Cover Art - Maheyan Hasan

Special Thanks to
Arafat Kazi
Fuad Almuqtadir

Lyrics

তুমি বলো যদি,
নামী-দামী কবি
ঘাম ফালাবে মাথা থেকে পায়ে
তুমি বলো যদি,
ট্রুডো আর মোদী
চিঠি দিবে রোজ সন্ধ্যায়

তুমি যদি বলো,
এত অগোছালো
পৃথিবী সোজা হয়ে যায়
তুমি যদি বলো,
তবে ফ্রিডা কাহলো
রঙ-ঢঙ ছেড়েছুড়ে সন্ন্যাসী হয়ে যায়

জানালা সব খোলা হোক,
তবু হোক, তবু হোক
ঘটনায় সব ঘোলা হোক,
তবু হোক, তবু হোক

সময় বৃথা,
তুমি বললেনা,
বোকা ভেবে গেলে আমারে
পরিণীতা,
তুমিই একা,
আমি ঠিকই ভাবি তোমারে

তুমি বলো যদি,
সিংহাসনের গদি
বিদ্রোহীকে স্যার বলে যায়
তুমি পা বাড়ালে
দুরত্ব খামখেয়ালে
কাছে এসে পাশে বসে পৌছিয়ে দিয়ে যায়

ঘটনায় -
এতকিছু ভাবা তোমার সাজে না;
জানালার -
কাঁচে পড়ে থাকে সময়

সময় বৃথা,
তুমি বললেনা

সময় বৃথা,
তুমি বললেনা,
বোকা ভেবে গেলে আমারে
পরিণীতা,
তুমিই একা,
আমি ঠিকই ভাবি তোমারে

Follow us!

Worldwide Distribution & Management: Big Fuzz Records

(C) 2022, Conclusion
Рекомендации по теме
Комментарии
Автор

কিছু গান আন্ডাররেটেড থাকাই ভালো । সবার শোনার দরকার নাই।যাদের ফিল আছে তারাই শুনে যাবে। প্যারা নাই আপনাদের গান শুনে কিছু মানুষ অনুপ্রেরণা পেলেই হলো এবং ভালোবাসা রইলো💖

soundvives
Автор

"সময় বৃথা তুমি বললে না" অংশটুকু শুনেই চলে এলাম পুরো গানটা শুনতে।পুরো গানটাতেই ইন্সট্রুমেন্টাল এক অসাধারণ মিশ্রনের সাথে দারুণ ভোকাল এটাকে আলাদা মাত্রায় নিয়ে গেছে!!এছাড়াও এটা যেন লিরিক্স নয়, প্রাণের কথা।কনক্লিউশন ব্যান্ডটা এভাবেই আমাদেরকে অপূর্ব গানসমূহ উপহার দিক।

mahtabarju
Автор

আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি, 😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀

mdalifahmedali
Автор

সময় বৃথা
তুমি বললেনা
বোকা ভেবে গেলে আমাকে
পরিণীতা, তুমিই একা
আমি ঠিকই ভাবি তোমাকে 😊🥀

mdsadmansarar
Автор

পরিণীতা তুমিই একা আমি ঠিকি ভাবি তোমারে >This line❤

sinthiyasin
Автор

আমি প্রেমে ব্যার্থ কোনো মানুষ নই তবুও গানটা অনেক পছন্দের ।
পরিণীতা থাকা সত্বেও এই গানটা শুনি, ভালো লাগে ❤

omorfarouk
Автор

বিশ্বাস ভেঙে যাওয়ার চাইতে,
সম্পর্ক ভেঙে যাওয়া ভালো❤

jahidhossain
Автор

কত কত রাতের ঘুম মাটি করে আমি এসেছি; খবর রাখোনি পরিণীতা।

খবর রাখোনি তুমি
খবর রাখোনি তুমি আমার!

darkpark.official
Автор

সময় বৃথা
তুমি বললেনা
বোকা ভেবে গেলে আমারে
পরিণীতা, তুমি একা
আমি ঠিকই ভাবি তোমারে🙂❣️

tahmidfuad
Автор

আমিএই আশায় এখানে কমেন্ট করে গেলাম যে, যখনি কেউ ভবিষ্যতে এটাতে একটা লাইক করবে আমি আরো একবার এই মাস্টারপিসটা শোনার সুযোগ পাব!💙 0:18

RahulChandraSarkar
Автор

সময় বৃথা তুমি বললে নাহ, কত ভালোবাসি তোমারে ! এই কলিটা এইখানে রেখে গেলাম, যেইদিন প্রিয়ার মন খারাপ হবে সেইদিন শুনে নিবে । মন ভরে ! আর আমার আক্ষেপ রয়েই যাবে।

hridoy.io
Автор

সময় বৃথা...
তুমি বললেনা
বোকা ভেবে গেলে আমারে।
পরিণীতা, তুমিই একা
আমি ঠিকই ভাবি তোমাকে।😊🥀

alvizisan
Автор

পরিনীতা তুমি বোকা ভেবে গেলে আমার!!
বোকার মত আজও আগলে রাখি কিছু বৃথা স্মৃতিরে।।❤

Xrox
Автор

জানি না, এই গানটা এতো দিন কোথায় ছিলো হয়তো আগে শোনলে গানের যে ফিলিংটা ওইটা বুঝতাম না তাই হয়তো আজকে হঠাৎ সামনে চলে এলো। গানটা সত্যি অসাধারণ প্রতিটা লাইন হৃদয়ের ভিতরে গিয়ে লাগছে...🤕🤕

mdadnanhabib
Автор

আমি কখনো জানতামই না যে পরিণীতা নামেও কোনো গান থাকতে পারে.. আমি মনে করতাম পরিণীতা বলতে শুধু আমি একাই আছি এই পৃথিবীতে.. যাই হোক..
গানটা খুবই সুন্দর ছিল.. প্রতিটা লাইন নিখুঁত.. আর অসম্ভব সুন্দর..
তবে সবাই এটা বুঝতে পারবে না.. এই জেনারেশনে হয়তো এই গানটা মুল্যহীন হতেই পারে. তবে সত্যিই গানটা অসাধারণ.. ❤❤❤

tasnimtuba
Автор

খুবই সুন্দর গানটা। প্রথম লাইন থেকেই ভালো লাগা শুরু হলো! সম্পূর্ণ শুনলাম আর মনে হচ্ছে এটাও আমার ফেভারিট লিস্টে যাবে। সত্যিই এপ্রিশিয়েটেবল। কিপ ইট আপ!!🧡🧡

jinatjoana
Автор

তোমাকে পেয়ে গেলে হয়তো এই সুন্দর গানটা শুনা হতো না প্রিয় 🙂! স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে, মানুষ যখন এই গানটি শুনতে আসবে, আমার কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো এই প্রিয় গানটা।❤️🥀

bombsquad
Автор

সময় বৃথা🥺
তুমি বললেনা💔
বোকা ভেবে গেলে আমারে💔😔
পরিনীতা😇
তুমি একা 💔
আমি ঠিকই ভাবি তোমারে💔

gamingX_Xnehal
Автор

It hits different when he says “সময় বৃথা, তুমি বললে না, বোকা ভেবে গেলে আমারে।”

FarhadArif
Автор

The song🗿
The singer🗿
The instrumental🗿
The viewers🗿
The song listener🗿
The saver of the song🗿
The one who added this song in his playlist🗿
The one who got motivated and went to gym after listening this masterpiece🗿
The whole gym🗿
All the gym equipments including the mats🗿
The gym shoes🗿
The one who play this at gym All who listens it🗿
All who get more excited to do more reps🗿
The nerves of the body The blood streaming at speed of light after hearing this🗿
The comments🗿
The thoughts while writing this🗿
My hands while typing this🗿
The keyboard🗿
The alphabets🗿
YouTube🗿
Thumbnail🗿
This comment🗿
Those who likes this comment🗿
Those who start a convo in this comment🗿
Those who comment🗿

mehedihasan