09. Epitaph - Shonar Bangla Circus

preview_player
Показать описание
#ShonarBanglaCircus #HyenaExpress

Song: Epitaph
Band: Shonar Bangla Circus
Album: Hyena Express

All songs performed by Shonar Bangla Circus
Recorded at Jatra Biroti, Dhun Studios & Studio 100 Miles.
Album mixed by Dewan Anamul Hasan Raju
Mastered at Echo Bass Studios by Saad Chowdhury

Personnel:
Probar Ripon: Lyrics, Tune, Vocals, Acoustic guitar
Seth Panduranga Blumberg: Electric guitar
Shakil Haque: Bass, Backing vocals
Saad Chowdhury: All keys
Dewan Anamul Hasan Raju: Drums

Sound effects: Rajesh Saha
Album cover: Shohag Habib
Band logo and cover design: Jahir Uddin Zoomon and Shohag Habib

Special thanks to:
Anusheh Anadil, Jatra Biroti, Jeff Moore, Tanha Zafreen, Armando Cepeda, Buno, Naymuzzaman Prince

এপিটাফ:

এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে

এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরাফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

আমাদের হয়েছিলো দেখা
যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা
আমাদের হয়েছিলো কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরাফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয়
যদি তোমার পুরোনো সৈকত

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরাফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

© Shonar Bangla Circus 2020
Рекомендации по теме
Комментарии
Автор

এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

আমাদের হয়েছিলো দেখা
যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা
আমাদের হয়েছিলো কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল
মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয় যদি তোমার পুরোনো সৈকত

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে
Now pin post plz💚💚

robiulhassan
Автор

- আমার চেয়ে শক্তিশালী কেও আর নেই যে পৃথিবীকে ঘ্রিনা করতে পারে

:প্রবর রিপন

JohraaBeguuum
Автор

কি আশ্চর্য!!! এই বৃহৎ মহাবিশ্বের কাছে আমি কতটা ক্ষুদ্র! কতটা নগন্য আমার এই অস্তিত্ব!!কিন্তু আমার ভেতরেই লুকিয়ে আছে এক মহাবিশ্ব! ঈশ্বর রয়েছেন আমার পুরোটা অস্তিত্ব জুড়ে!!! আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো অনন্তকাল এই সৃষ্টিজুড়ে....

zummansiddique
Автор

সুইজারল্যান্ডের একটি পাহাড়ের চূড়ায় সবুজ ঘাসের উপরে বসে গানটা শুনতেছি, মনটা পড়ে আছে টিএসসিতে।

jabinbdvlogs
Автор

যারা এই গানটা সার্জ করে শুনতে আসছেন তাদের রুচিকে স্যালুট জানাই, ,

mdnazrulislam
Автор

সোনার বাংলা সার্কাস সবার জন্য না 😊

স্মৃতি রেখে গেলাম যেন যে কেউ এই কমেন্টে লাইক দিবে এসে যেন গানটা প্রতিবার শোনা হয়। 🙂🖤

SHAKILKHAN-lclm
Автор

এই গানটা যখন লিখেছেন উনি সেই সময়ই আমাদের প্রজন্মের জন্ম। আর সেই গানের ফ্যান আমরাই ❤

ধন্যবাদ রিপন স্যার

SSSamir
Автор

বাচ্চারা, বড়ো হও
প্রেম ছাড়াও পৃথিবীতে আরও গান হয়।

md.imranrana
Автор

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য😴😴

TamannaAfrin-hn
Автор

লেবাননের বৈরুতে একটা পাহাড়ে বসে বসে এই গানটা শুনছি, শীতল বাতাস, স্তব্ধ সব কিছু কানে হেডফোন হাতে বিয়ার পৃথিবী আসলেই সুন্দর সাথে জীবন ও❤️

abunasim
Автор

ভারতের ব্যাঙ্গালোরের আনেক্যাল তালুকের কোনো এক লড্জের ছাদে বসে তীব্র ঠান্ডায় এই গানের প্রতিটি শব্দ গভীর ভাবে অনুভব করতে পারছি। সত্যিই অসাধারণ....

nabayan
Автор

এই ধরনের গান যারা শোনে, তারা এক ধরনের বিশেষ মানুষ যার মূল্য অনেকে দিতে পারে না। 🫂

eeeshihab
Автор

এই গান নিঃসন্দেহে আরও ১০০বছর গানপ্রেমীরা শুনবে।সোনার বাংলা সার্কাস এবং প্রবর রিপন ভাই কে ধন্যবাদ এমন একটা সুন্দর সৃষ্টির জন্য

abulmonsurkoel
Автор

গানটা ভয়ঙ্কর সুন্দর, , সৃতি রেখে গেলাম কেউ লাইক দিলে, , আবর শুনতে আসবো 🖤🥰

raoinmy
Автор

আমি এখন মধ্যপ্রাচ্যে আজমান এর এক মরুভূমির মাঝে একটা কোম্পানীর ১২ জনের অন্ধকার লেবার রুমের মধ্যে আমি একাই জাগ্রত আর সাথে প্রিয় গানটা।।

সারাদিনের ফুটন্ত গরমের পর গানটা এক চিমটি ঠান্ডা বাতাসের অনুভুতি জাগায়।। কিছুক্ষণের জন্য নিয়ে যায় সবুজ মাঠে বন্ধুদের মাঝে।।

AkashSayma
Автор

বাচ্চারা বড় হও, প্রেম ছাড়া পৃথিবীতে অনেক গান হয় @Prober Ripon ❤😊

XEdowin
Автор

আমি এতদিন কই ছিলাম, এই গান গুলা আমার চোখে পড়লোনা ক্যান?
ভাই অসাধারন ক্রিয়েশন

cyborgwithamultiplug
Автор

লিরিক :

এই আলো ধরে রাখো কুঠুরি
আমাকে আর খুঁজো না।
আমি থাকব নিভে যাওয়া প্রদীপের আঁধারে।

এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না।
আমি চলে যাব চিলের ডানায়
গভীর সাগরে।

মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হবার জন্য্র
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য।

আমাদের হয়েছিল দেখা
যখন হৃদয়কে শাসন করছিলো শুন্যতা
আমাদের হয়েছিল কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল।

মানুষের

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে ।।
নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয় যদি তোমার পুরনো সৈকত।

মানুষের হৃদয়...

এই আলো ধরে রাখো....

reazulislam
Автор

স্মৃতি রেখে গেলাম, , , যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসব প্রিয় গানটা।

mustakahmedsiam
Автор

এই সব লিজেন্ডারি গান যারা শুনে তাদের কে সম্মান জানাই❤

ruhanislam
welcome to shbcf.ru