Madhur madhur dhwani baje - Manjari Lal (Rabindra Sangeet)

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

কত দিন থেকে খুঁজে যাচ্ছিলাম মঞ্জরী লালের গলায় একদা রেডিওয় শোনা রবীন্দ্রনাথের গান!

satyakihalder
Автор

শুক্রবার সন্ধ‍্যার অনুরোধের আসরের স্মৃতি মনে করিয়ে দিলেন, ধন‍্যবাদ

arunavabhattacharya
Автор

সকালবেলা সাতটা পঁয়তাল্লিশের স্মৃতি ভেসে উঠল। বিস্মৃত প্রায় শিল্পী। আসলে এমন একটা সময়ে এঁরা গাইতেন তখন রবীন্দ্রসংগীতের স্বর্ণ যুগ। খুব ভালো লাগল। আরো ভালো লাগল শিল্পীর ছবি দেখতে পেয়ে।

subirmukherjee
Автор

এই নিখুঁত অসাধারণ গান আসলে একটা সময় বা প্রকৃত সময়ের ফসল। অকালে বা আকালে কি আর সোনার ফসল ফলে?

soumitraguha
Автор

সত্তরের দশকের মাঝামাঝি সময় ঢাকায় ক্লাস ফাইভ সিক্সের ছাত্র থাকা অবস্থায় রবীন্দ্র সঙ্গীত শোনার মাধ্যমে আমার জীবনব্যাপী নিত্যদিন রবীন্দ্রসঙ্গীতের চির দাসত্ব শুরু হয়। বিশেষতঃ বাংলাদেশ সময় বেলা একটায় আকাশবাণী কোলকাতা এবং বেলা দেড়টায় আকাশবাণী দিল্লী থেকে প্রচারিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শোনার দূর্ণিবার আকর্ষণে আমি স্কুলের সমস্ত নিয়ম উপেক্ষা করে, কড়া হেড মাস্টারের কঠোর শারিরীক শাস্তির ভয় তুচ্ছ করে ক্লাস ফাঁকি দিয়ে বাড়ি চলে আসতাম। এসময় দুই বাংলার অসংখ্য শিল্পীর রবীন্দ্র সঙ্গীত শুনে কারও কারও বিশেষ ভক্ত হয়ে পড়ি। তাঁদের মধ্যে নারী শিল্পীদের মধ্যে একজন ছিলেন এই মঞ্জরী লাল। তখনও বাংলাদেশে ক্যাসেট প্লেয়ার আসেনি। সুতরাং একটি গান একবার রেডিওতে শুনে মুগ্ধ হলে আবার কবে শুনব, তার জন্যে অনেক সময় মাসের পর মাস অপেক্ষা করতে হত।

এক সময় রেডিও শোনার রেওয়াজ উঠে গেল। সেই সময় থেকে গত চল্লিশ পঁয়তাল্লিশ ধরে এই মঞ্জরী লালের গান শোনার জন্য আমি কত যে চেষ্টা করেছি। তখনকার সবচেয়ে বিখ্যাত শিল্পী যাঁরা - হেমন্ত, সাগর, দেবব্রত, চিন্ময়, কণিকা-- ইত্যাদির গান তো পরবর্তিকালের ক্যাসেট, সিডি, ইত্যাদিতে পাওয়া তুলনামূলক সহজ ছিল, কিন্তু মঞ্জরী লালের গান কোথায় পাব? আমি পরবর্তীকালে বাংলাদেশের অগ্রগন্য সুবিখ্যাত অনেক নারী রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে জিজ্ঞেস করেছি তাঁরা মঞ্জরী লালের গান শুনেছেন কিনা কিংবা তাঁর নাম শুনেছেন কিনা, কেউই তাঁর নাম শুনেছেন বলে জানাতে পারেননি।

এই এতদিন পরে হারা মাণিক ফিরে পেলাম। আবার স্বর্গে ফিরে গেলাম।

মঞ্জরী লালের যে গানটি আমার সবচে' প্রিয় ছিল, মনে হত দূর কোন অলকা থেকে ভেসে আসছে, সেটি ছিলঃ "কবে আমি বাহির হলেম, তোমারই গান গেয়ে"। জানিনা এই গানটি পাব কিনা। কেউ যদি এই গানটি পোস্ট করতে পারেন, ভীষন কৃতজ্ঞ হব।

সে সময়ে আরও কয়েকজন নারী শিল্পীর কথা মনে আছে, যাঁরা পরবর্তী কালে মনে হয় তত বিখ্যাত হননি-- কুমকুম চট্টোপাধ্যায়; রিনি চৌধুরী, পূরবী বসু(?), চিত্রলেখা সেন(?), জয়শ্রী রায়(?), স্বপ্না ঘোষাল, ইত্যাদি। এঁদের কোন গান শুনতে পেলেও কি যে ভাল লাগত।

shafiqahmad
Автор

আসলে 50 দশক থেকে 70 দশক ওই সময় বাদ্য যন্ত্রের আধিক্য ছিল না তাই ওই সময় রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের গান শুনতে ভালো লাগে। 60 দশক শেষ থেকে 70 দশক রবীন্দ্রসংগীতের বহু অনুষ্ঠান নমস্কার দেখেছি বিশেষ করে অশোকতরু বন্দ্যোপাধ্যায় এর যা আজও বৃদ্ধ বয়সে মনে লেগে আছে। আপনাদের ধন্যবাদ আমাদের যুগের স্মৃতি ফিরিয়ে দিতে পারলেন।

goutammukherjee
Автор

মঞ্জরী লালের জীবনপঞ্জী কোথাও দেখতে পাওয়া যাবে? ওঁর গানের প্রথম ও শেষ রেকর্ড কবে শ্রোতার হাতে পৌঁছেছিল, জানা যাবে?

utubeme